নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: টুইটার বা কম্পিউটার নয়, আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছে কংগ্রেস (Gave my blood to Congress)৷ জম্মুর মেগা মিছিল (Mega rally in Jammu) থেকে এ কথা বললেন গুলাম নবি আজাদ (Azad New Party)৷ সেই সভা থেকেই তাঁর নতুন দল গঠন নিয়েও নানা কথা জানালেন তিনি ৷ বললেন (Ghulam Nabi Azad), তাঁর দলের নাম ও পতাকা ঠিক করবেন জম্মু ও কাশ্মীরের মানুষ ৷ ভূস্বর্গকে পূর্ণ রাজ্য হিসেবে পুনর্বহাল এবং সেখানকার অধিবাসীদের জমি ও চাকরির প্রতি অধিকার ফিরিয়ে আনাই তাঁর দলের মূল লক্ষ্য হবে বলে জানান কংগ্রেস থেকে পদত্যাগ করা শীর্ষ নেতা ৷
পাঁচ দশকেরও বেশি সময় কংগ্রেসে কাটিয়ে ইস্তফা দেওয়ার পর এটাই ছিল গুলাম নবি আজাদের প্রথম রাজনৈতিক সভা ৷ জম্মুর এই সভা থেকেই তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত আমার দলের নাম ঠিক করিনি ৷ জম্মু ও কাশ্মীরের মানুষই দলের জন্য নাম ও পতাকা ঠিক করবে ৷ আমার দলের জন্য আমি একটি হিন্দুস্থানি নামই রাখব, যাতে সবাই তা বুঝতে পারে ৷ আমার দলের মূল ফোকাস থাকবে, পূর্ণ রাজ্যের মর্যাদা ও অধিবাসীদের জমি ও কর্মসংস্থানের অধিকার ফিরিয়ে দেওয়া ৷"
আরও পড়ুন: আমার বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, কংগ্রেস থেকে পদত্যাগ নিয়ে বিস্ফোরক আজাদ
-
#WATCH | J&K: "People from Congress now go to jail in buses, they call DGP, Commissioners, get their name written & leave within an hour. That is the reason Congress has been unable to grow," says Ghulam Nabi Azad at a public meeting in Jammu pic.twitter.com/SVjxTVUeQ4
— ANI (@ANI) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | J&K: "People from Congress now go to jail in buses, they call DGP, Commissioners, get their name written & leave within an hour. That is the reason Congress has been unable to grow," says Ghulam Nabi Azad at a public meeting in Jammu pic.twitter.com/SVjxTVUeQ4
— ANI (@ANI) September 4, 2022#WATCH | J&K: "People from Congress now go to jail in buses, they call DGP, Commissioners, get their name written & leave within an hour. That is the reason Congress has been unable to grow," says Ghulam Nabi Azad at a public meeting in Jammu pic.twitter.com/SVjxTVUeQ4
— ANI (@ANI) September 4, 2022#WATCH | J&K: "People from Congress now go to jail in buses, they call DGP, Commissioners, get their name written & leave within an hour. That is the reason Congress has been unable to grow," says Ghulam Nabi Azad at a public meeting in Jammu pic.twitter.com/SVjxTVUeQ4
— ANI (@ANI) September 4, 2022
এ দিন কংগ্রেসকে একহাত নিয়ে আজাদ বলেন, "এখন কংগ্রেসের কর্মীরা বাসে করে জেলে যান, তাঁরা ডিজিপি ও কমিশনারকে ফোন করেন আর নিজেদের নাম লিখিয়ে এক ঘণ্টার মধ্যে ছাড়া পেয়ে যান ৷ এই কারণেই কংগ্রেসে আর উন্নতি হচ্ছে না ৷" কংগ্রেস কর্মীদের একাংশের বিরুদ্ধে তোপ দেগে আজাদ আরও বলেন, "কংগ্রেস আমাদের রক্ত দিয়ে তৈরি হয়েছে ৷ টুইটার আর কম্পিউটার দিয়ে তৈরি হয়নি ৷ লোকেরা আমাদের মর্যাদাহানির চেষ্টা করছেন, অথচ তাঁরা কম্পিউটার ও টুইটারের মধ্যেই সীমাবদ্ধ ৷ কংগ্রেসকে যে আর কোনও ময়দানে দেখা যাচ্ছে না, এটাই তার কারণ ৷"