ETV Bharat / bharat

Gas Cylinder Explosion In Bulandshahr: কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পড়ুয়া-সহ ঝলসে গেলেন 13 জন - কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি পলিটেকনিক কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পড়ুয়া-সহ ঝলসে গেলেন 13 জন (Gas Cylinder Explosion In Bulandshahr) ৷

Gas Cylinder Explosion In Bulandshahr
কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
author img

By

Published : Mar 7, 2022, 12:22 PM IST

Updated : Mar 7, 2022, 1:31 PM IST

বুলন্দশহর, 7 মার্চ : উত্তরপ্রদেশে চলছে সপ্তম তথা শেষ দফার ভোট ৷ নির্বাচনের উত্তেজনার মাঝেই ঘটল বড়সড় দুর্ঘটনা ৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি পলিটেকনিক কলেজের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দ করে ফেটে যায় (Gas Cylinder Explosion In Bulandshahr) ৷ সঙ্গে সঙ্গে ঝলসে যান 13 জন ৷ যার মধ্যে 10 জন কলেজের পড়ুয়া ৷ আহতদের তড়িঘড়ি উদ্ধার করে আলিড় হায়ার মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷

ঘটনার পর কলেজ চত্বরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ৷ আহতদের উদ্ধার করতে পুলিশের সঙ্গে হাত লাগান স্থানীয়রা ৷ কলেজের তরফে জানানো হয়েছে, হস্টেলে রান্নার কাজ চলাকালীন একটি 5 কেজির সিলিন্ডার ফেটে যায় ৷ ঝলসে যান 13 জন ৷ আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: পঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার মাদক

বিস্ফোরণে কলেজের রান্নাঘরে আগুন লেগে যায় ৷ আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঠিক কী ঘটেছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে ৷

বুলন্দশহর, 7 মার্চ : উত্তরপ্রদেশে চলছে সপ্তম তথা শেষ দফার ভোট ৷ নির্বাচনের উত্তেজনার মাঝেই ঘটল বড়সড় দুর্ঘটনা ৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি পলিটেকনিক কলেজের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দ করে ফেটে যায় (Gas Cylinder Explosion In Bulandshahr) ৷ সঙ্গে সঙ্গে ঝলসে যান 13 জন ৷ যার মধ্যে 10 জন কলেজের পড়ুয়া ৷ আহতদের তড়িঘড়ি উদ্ধার করে আলিড় হায়ার মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷

ঘটনার পর কলেজ চত্বরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ৷ আহতদের উদ্ধার করতে পুলিশের সঙ্গে হাত লাগান স্থানীয়রা ৷ কলেজের তরফে জানানো হয়েছে, হস্টেলে রান্নার কাজ চলাকালীন একটি 5 কেজির সিলিন্ডার ফেটে যায় ৷ ঝলসে যান 13 জন ৷ আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: পঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার মাদক

বিস্ফোরণে কলেজের রান্নাঘরে আগুন লেগে যায় ৷ আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঠিক কী ঘটেছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে ৷

Last Updated : Mar 7, 2022, 1:31 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.