ETV Bharat / bharat

Bihar Gang Rape Case: মূক ও বধির নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার 1; পলাতক 2 - Gang rape in Bihar

বিহারে এক মূক ও বধির কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার 1 ৷ পলাতক বাকি 2 জন ৷ নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 8:27 AM IST

সুপোল (বিহার), 1 নভেম্বর: গরু চরাতে গিয়ে গণধর্ষণের শিকার 12 বছরের নাবালিকা ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের সুপোলের সীমান্ত এলাকার ভীমনগরে ৷ নাবালিকা মূক ও বধির বলে জানা গিয়েছে ৷ নির্যাতনের কথা জানতে পেরে ভীমনগর পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ৷ লিখিত অভিযোগকে পুলিশকে তিনি জানিয়েছেন, তিন ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করেছে ৷

লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ বাকি দু'জন পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের থেকে বাকি দু'জনের বর্তমান অবস্থান সম্পর্কে জানার কাজ শুরু হয়েছে। আরও কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অবিলম্বেই দুই পলাতক ব্যক্তিকে গ্রেফতার করা হবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বিএমপি ক্যাম্পের পিছনে থাকা বালির স্তূপের কাছে নাবালিকা গরু চরাতে গিয়েছিল ৷ অভিযোগ সেখানে তাকে একা পেয়ে গণধর্ষণ করে এই তিনজন ৷ এখান থেকে সামান্য একটু দূরে একটি ঘাট আছে। সেখানে কয়েকটি ছেলে ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ তারাই প্রথম নাবালিকার চিৎকার শুনতে পায়। সাহায্য করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেও যায় ৷ খবর পেয়ে গ্রামবাসীরাও ছুটে আসেন ৷ ধরা পড়ার ভয় অভিযুক্ত তিনজন পালিয়ে যায়। তবে তার আগে তাদের সকলেই চিনে ফেলেন স্থানীয়রা ৷ অভিযুক্তরা তিনজনই সীমান্ত এলাকার বলে জানা গিয়েছে ৷

নির্যাতিতাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷ সে সময় নাবালিকার শারীরিক পরিস্থিতি যথেষ্টই খারাপ ছিল ৷ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে ৷ এই বিষয়ে পুলিশ আউটপোস্টের আধিকারিক দীপক কুমার বলেন,"মামলার একজন অভিযুক্তকে গ্রেফতার করা হযেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । আমরা তদন্ত চালাচ্ছি ৷ কোনও অপরাধীই ছাড়া পাবে না ৷"

আরও পড়ুন : সোলানে স্বামীকে গাছে বেঁধে শিলিগুড়ির মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার 3

সুপোল (বিহার), 1 নভেম্বর: গরু চরাতে গিয়ে গণধর্ষণের শিকার 12 বছরের নাবালিকা ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের সুপোলের সীমান্ত এলাকার ভীমনগরে ৷ নাবালিকা মূক ও বধির বলে জানা গিয়েছে ৷ নির্যাতনের কথা জানতে পেরে ভীমনগর পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ৷ লিখিত অভিযোগকে পুলিশকে তিনি জানিয়েছেন, তিন ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করেছে ৷

লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ বাকি দু'জন পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের থেকে বাকি দু'জনের বর্তমান অবস্থান সম্পর্কে জানার কাজ শুরু হয়েছে। আরও কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অবিলম্বেই দুই পলাতক ব্যক্তিকে গ্রেফতার করা হবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বিএমপি ক্যাম্পের পিছনে থাকা বালির স্তূপের কাছে নাবালিকা গরু চরাতে গিয়েছিল ৷ অভিযোগ সেখানে তাকে একা পেয়ে গণধর্ষণ করে এই তিনজন ৷ এখান থেকে সামান্য একটু দূরে একটি ঘাট আছে। সেখানে কয়েকটি ছেলে ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ তারাই প্রথম নাবালিকার চিৎকার শুনতে পায়। সাহায্য করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেও যায় ৷ খবর পেয়ে গ্রামবাসীরাও ছুটে আসেন ৷ ধরা পড়ার ভয় অভিযুক্ত তিনজন পালিয়ে যায়। তবে তার আগে তাদের সকলেই চিনে ফেলেন স্থানীয়রা ৷ অভিযুক্তরা তিনজনই সীমান্ত এলাকার বলে জানা গিয়েছে ৷

নির্যাতিতাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷ সে সময় নাবালিকার শারীরিক পরিস্থিতি যথেষ্টই খারাপ ছিল ৷ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে ৷ এই বিষয়ে পুলিশ আউটপোস্টের আধিকারিক দীপক কুমার বলেন,"মামলার একজন অভিযুক্তকে গ্রেফতার করা হযেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । আমরা তদন্ত চালাচ্ছি ৷ কোনও অপরাধীই ছাড়া পাবে না ৷"

আরও পড়ুন : সোলানে স্বামীকে গাছে বেঁধে শিলিগুড়ির মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.