ETV Bharat / bharat

Manipur Violence: নতুন করে হিংসা মণিপুরে, একাধিক বাড়িতে অগ্নিসংযোগ; গুলির লড়াইয়ে আহত জওয়ান - Manipur Violence Latest News

চিংমাং গ্রামে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের ৷ ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন ৷ অন্যদিকে, এই হামলার আগে জঙ্গিরা লাইমাখং গ্রামে 5টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷

Manipur Violence ETV BHARATA
Manipur Violence
author img

By

Published : Jun 19, 2023, 3:09 PM IST

ইম্ফল , 19 জুন: লাইমাখং গ্রামে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করল জঙ্গিরা ৷ রবিবার রাতের এই ঘটনায় এক সেনা জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন ৷ প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রকে উদ্ধৃত করে, সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, পশ্চিম ইম্ফলের কান্তো সাবালের দিক থেকে চিংমাং গ্রামের দিকে এলোপাথাড়ি গুলি চালানো হয় ৷ পুরো ঘটনাটি বিনা প্ররোচনায় ঘটানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র ৷ ঘটনার পর এ দিন ভোররাতে ওই গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে ৷ তবে, গ্রামে মানুষজনের বসবাস থাকায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বাহিনী ৷

তবে, গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে কান্তো সাবালের দিকে লুকিয়ে থাকা জঙ্গিদের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাহিনী ৷ ইতিমধ্যে, পুরো গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেনা ও পুলিশের বাহিনী ৷ তবে, গতকাল মধ্য রাতে গুলির লড়াই হয় দু’পক্ষের মধ্যে ৷ সেই সময় জঙ্গিদের গুলিতে এক সেনা জওয়ান আহত হন ৷ তাঁকে উদ্ধার করে দ্রুত সেনা হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পুলিশের সঙ্গে যৌথ অপারেশন চলছে ৷

আরও পড়ুন: মণিপুরের চার্চে এলোপাথাড়ি গুলি, অন্তত 9 জনের মৃত্যু

তবে, বাহিনীর সঙ্গে সংঘর্ষের আগে লাইমাখং গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা ৷ ঘটনায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি ৷ উল্লেখ্য গত 13 জুন রাতে পূর্ব ইম্ফলের খামেনলোকে একটি গির্জায় এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা ৷ যে ঘটনায় 9 জন মারা গিয়েছিলেন ৷ 15 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয় ৷ গির্জায় থাকা নিরস্ত্র প্রায় 25 জন নিরীহ মানুষের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা ৷ সেই ঘটনায় কুকি সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে সন্দেহ করছে প্রশাসন ৷

আরও পড়ুন: মণিপুরে আইনশৃঙ্খলা ফেরাতে শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক

তবে, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে ৷ মণিপুরে শান্তি ও আইনশৃঙ্খলা ফেরাতে রাজ্যপাল অনুসূইয়া উইকের নেতৃত্বে সেই কমিটি কাজও শুরু করেছে ৷ কিন্তু, তারই মধ্যে একের পর এক হিংসার ঘটনা, সেই প্রক্রিয়ায় বাধা তৈরি করছে ৷ অন্যদিকে, গতকাল 'মন কি বাত' প্রধানমন্ত্রী মণিপুরের পরিস্থিতি নিয়ে কোনও বক্তব্যই রাখেননি ৷ যা নিয়ে মণিপুরের সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ সেই ক্ষোভে রাস্তায় রেডিয়ো ভাঙার ভিডিয়ো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল ৷

ইম্ফল , 19 জুন: লাইমাখং গ্রামে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করল জঙ্গিরা ৷ রবিবার রাতের এই ঘটনায় এক সেনা জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন ৷ প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রকে উদ্ধৃত করে, সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, পশ্চিম ইম্ফলের কান্তো সাবালের দিক থেকে চিংমাং গ্রামের দিকে এলোপাথাড়ি গুলি চালানো হয় ৷ পুরো ঘটনাটি বিনা প্ররোচনায় ঘটানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র ৷ ঘটনার পর এ দিন ভোররাতে ওই গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে ৷ তবে, গ্রামে মানুষজনের বসবাস থাকায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বাহিনী ৷

তবে, গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে কান্তো সাবালের দিকে লুকিয়ে থাকা জঙ্গিদের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাহিনী ৷ ইতিমধ্যে, পুরো গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেনা ও পুলিশের বাহিনী ৷ তবে, গতকাল মধ্য রাতে গুলির লড়াই হয় দু’পক্ষের মধ্যে ৷ সেই সময় জঙ্গিদের গুলিতে এক সেনা জওয়ান আহত হন ৷ তাঁকে উদ্ধার করে দ্রুত সেনা হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পুলিশের সঙ্গে যৌথ অপারেশন চলছে ৷

আরও পড়ুন: মণিপুরের চার্চে এলোপাথাড়ি গুলি, অন্তত 9 জনের মৃত্যু

তবে, বাহিনীর সঙ্গে সংঘর্ষের আগে লাইমাখং গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা ৷ ঘটনায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি ৷ উল্লেখ্য গত 13 জুন রাতে পূর্ব ইম্ফলের খামেনলোকে একটি গির্জায় এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা ৷ যে ঘটনায় 9 জন মারা গিয়েছিলেন ৷ 15 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয় ৷ গির্জায় থাকা নিরস্ত্র প্রায় 25 জন নিরীহ মানুষের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা ৷ সেই ঘটনায় কুকি সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে সন্দেহ করছে প্রশাসন ৷

আরও পড়ুন: মণিপুরে আইনশৃঙ্খলা ফেরাতে শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক

তবে, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে ৷ মণিপুরে শান্তি ও আইনশৃঙ্খলা ফেরাতে রাজ্যপাল অনুসূইয়া উইকের নেতৃত্বে সেই কমিটি কাজও শুরু করেছে ৷ কিন্তু, তারই মধ্যে একের পর এক হিংসার ঘটনা, সেই প্রক্রিয়ায় বাধা তৈরি করছে ৷ অন্যদিকে, গতকাল 'মন কি বাত' প্রধানমন্ত্রী মণিপুরের পরিস্থিতি নিয়ে কোনও বক্তব্যই রাখেননি ৷ যা নিয়ে মণিপুরের সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ সেই ক্ষোভে রাস্তায় রেডিয়ো ভাঙার ভিডিয়ো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.