ETV Bharat / bharat

Covid Update in India : একদিনে 6 হাজার কমল দৈনিক সংক্রমণ - Corona in India

দেশে বেশ কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 38 হাজার 628 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 44 হাজার 643 জন ৷ সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা 600 ছাড়িয়েছে ৷ গতকাল মৃত্যু হয়েছিল 464 জনের ৷

Covid Update in India
Covid Update in India
author img

By

Published : Aug 7, 2021, 10:27 AM IST

নয়াদিল্লি, 7 অগস্ট : গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 628 জন ৷ গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 44 হাজার 643 জন ৷ একদিনে ছয় হাজার সংক্রমণ কমলেও বেশ কিছুটা বাড়ল মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 617 জন করোনা আক্রান্তের ৷ গতকাল যা ছিল 464 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 40 হাজার 17 জন ৷

আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 628 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 3 কোটি 18 লাখ 95 হাজার 385 ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 617 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 27 হাজার 371 জন ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 12 হাজার 153 জন ৷

এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 10 লাখ 55 হাজার 861 জন ৷ একদিনে সেরে উঠেছেন 40 হাজার 17 জন ৷ এখনও পর্যন্ত মোট 50 কোটি 10 লাখ 9 হাজার 609 টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে টিকা দেওয়া হয়েছে 49 লাখ 55 হাজার 138টি ৷

নয়াদিল্লি, 7 অগস্ট : গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 628 জন ৷ গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 44 হাজার 643 জন ৷ একদিনে ছয় হাজার সংক্রমণ কমলেও বেশ কিছুটা বাড়ল মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 617 জন করোনা আক্রান্তের ৷ গতকাল যা ছিল 464 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 40 হাজার 17 জন ৷

আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 628 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 3 কোটি 18 লাখ 95 হাজার 385 ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 617 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 27 হাজার 371 জন ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 12 হাজার 153 জন ৷

এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 10 লাখ 55 হাজার 861 জন ৷ একদিনে সেরে উঠেছেন 40 হাজার 17 জন ৷ এখনও পর্যন্ত মোট 50 কোটি 10 লাখ 9 হাজার 609 টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে টিকা দেওয়া হয়েছে 49 লাখ 55 হাজার 138টি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.