ETV Bharat / bharat

Maharashtra Road Accident: মহারাষ্ট্রের রায়গড়ে ডাম্পার উলটে 3 পড়ুয়া-সহ 4 জনের মৃত্যু - Maharashtra Road Accident Death

মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের রায়গড়ে 4 জনের মৃত্যু হল (Maharashtra Road Accident) ৷ মৃতদের মধ্যে ছিল 3 পড়ুয়া ৷ একটি বালি বোঝাই ডাম্পার অটোর উপরে উলটে (Sand Loaded Dumper Overturns on Auto-Rickshaw) এই দুর্ঘটনা ঘটেছে ৷

Four Dead in Maharashtra as Sand Loaded Dumper Overturns on Auto-Rickshaw
Four Dead in Maharashtra as Sand Loaded Dumper Overturns on Auto-Rickshaw
author img

By

Published : Nov 8, 2022, 9:44 AM IST

Updated : Nov 8, 2022, 9:54 AM IST

রায়গড় (মহারাষ্ট্র), 8 নভেম্বর: মহারাষ্ট্রের রায়গড়ের কাশেড়িঘাটে এক পথ দুর্ঘটনায় (Maharashtra Road Accident) 3 পড়ুয়া-সহ 4 জনের মৃত্যু ৷ সোমবার রাতের এই দুর্ঘটনায় একটি বালি বোঝাই ডাম্পার উলটে অটোর উপরে পড়ে যায় (Sand Loaded Dumper Overturns on Auto-Rickshaw) ৷ আর তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ 3 পড়ুয়া-সহ 4 জন দুর্ঘটনাগ্রস্ত অটোয় করে যাচ্ছিল ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং উলটে যাওয়া ডাম্পার সরিয়ে অটোর ভিতর থেকে 4 জনের দেহ উদ্ধার করে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ডাম্পারে চাপা পড়ে দেহগুলি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ৷ ওই 3 পড়ুয়া পরীক্ষা দিয়ে অটোয় করে রায়গড়ে তাদের বাড়িতে ফিরছিল ৷ এ নিয়ে রায়গড় পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রায়গড়ে একটি পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ সেই সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া অটোর উপরে পড়ে ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই 3 পড়ুয়া এবং অটোচালকের মৃত্যু হয়েছে ৷’’

আরও পড়ুন: অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 7 জন মহিলার মৃত্যু, আহত 11

পুলিশ চালক-সহ 4 পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ বালি বোঝাই ডাম্পারটি কীভাবে উলটে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ ডাম্পার উলটে যাওয়ার পিছনে ওভার লোডিং দায়ী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বলে জানান শিল্পমন্ত্রী উদয় সায়ন্ত ৷

রায়গড় (মহারাষ্ট্র), 8 নভেম্বর: মহারাষ্ট্রের রায়গড়ের কাশেড়িঘাটে এক পথ দুর্ঘটনায় (Maharashtra Road Accident) 3 পড়ুয়া-সহ 4 জনের মৃত্যু ৷ সোমবার রাতের এই দুর্ঘটনায় একটি বালি বোঝাই ডাম্পার উলটে অটোর উপরে পড়ে যায় (Sand Loaded Dumper Overturns on Auto-Rickshaw) ৷ আর তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ 3 পড়ুয়া-সহ 4 জন দুর্ঘটনাগ্রস্ত অটোয় করে যাচ্ছিল ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং উলটে যাওয়া ডাম্পার সরিয়ে অটোর ভিতর থেকে 4 জনের দেহ উদ্ধার করে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ডাম্পারে চাপা পড়ে দেহগুলি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ৷ ওই 3 পড়ুয়া পরীক্ষা দিয়ে অটোয় করে রায়গড়ে তাদের বাড়িতে ফিরছিল ৷ এ নিয়ে রায়গড় পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রায়গড়ে একটি পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷ সেই সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া অটোর উপরে পড়ে ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই 3 পড়ুয়া এবং অটোচালকের মৃত্যু হয়েছে ৷’’

আরও পড়ুন: অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 7 জন মহিলার মৃত্যু, আহত 11

পুলিশ চালক-সহ 4 পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ বালি বোঝাই ডাম্পারটি কীভাবে উলটে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ ডাম্পার উলটে যাওয়ার পিছনে ওভার লোডিং দায়ী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বলে জানান শিল্পমন্ত্রী উদয় সায়ন্ত ৷

Last Updated : Nov 8, 2022, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.