ETV Bharat / bharat

Congress on Electoral Bonds: 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের - Electoral bonds News

নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়া শুরু হচ্ছ 4 অক্টোবর ৷ তার আগে এই নির্বাচনী বন্ডকে 'বৈধ ঘুষ' বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ৷

ETV Bharat
নির্বাচনী বন্ডকে বৈধ ঘুষ বললেন পি চিদম্বরম
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 3:49 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: নির্বাচনী বন্ডকে 'বৈধ ঘুষ' বলে উল্লেখ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম ৷ 4 অক্টোবর সাধারণের জন্য নির্বাচনী বন্ড কেনার প্রক্রিয়া শুরু হবে ৷ তিনি আরও দাবি করেন, এই নির্বাচনী বন্ড বিক্রি বিজেপি জন্য সোনা উৎপাদনের সমান ৷ অক্টোবরে নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়াটি চালু হয়ে 10 দিনের জন্য চলবে ৷

বছর শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তবে এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি ৷ তার আগে কেন্দ্রীয় সরকার এই ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়া চালু করছে ৷

  • The 28th tranche of Electoral Bonds will open on October 4.

    It will be a golden harvest for the BJP

    Going by the past records, 90 per cent of the so-called anonymous donations will go to the BJP

    The crony capitalists will open their cheque books to write out their
    'tribute' to…

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর তীব্র সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সামাজিক মাধ্য়ম এক্সে (টুইটারে) লেখেন, "4 অক্টোবর থেকে 28তম ইলেক্টোরাল বন্ড সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ৷ অতীতের রেকর্ড অনুযায়ী এর মাধ্য়মে বিজেপি সোনার ফলন করবে ৷ বেনামে বিজেপির কাছে অনুদান পৌঁছবে ৷ চরম পুঁজিবাদীরা তাঁদের চেকবইটি খুলে তাঁদের ভগবান এবং প্রভুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবে ৷ নির্বাচনী বন্ড আসলে ঘুষ ৷"

রাজনৈতিক দলগুলিতে অনুদান দেওয়ার ক্ষেত্র স্বচ্ছতার আনতে এই নির্বাচনী বন্ড চালু করা হয়েছে ৷ এতে নগদ টাকার বদলে বন্ডের মাধ্যমে যে কেউ তাঁর পছন্দের দলটিতে অনুদান দিতে পারেন ৷ নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়াটি প্রথম শুরু হয় 2018 সালের মার্চে ৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই একমাত্র এই বন্ড বিক্রি করতে পারে ৷ ভারতীয় নাগরিকরা এই বন্ড কিনতে পারেন ৷ এছাড়া ভারতের কোনও সংস্থা এই বন্ড কিনতে পারে ৷

কোনও স্বীকৃতি রাজনৈতিক দল গত লোকসভা অথবা বিধানসভা নির্বাচনে ন্যূনতম 1 শতাংশ ভোট পেলে, সেই দলটি নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে ৷ মঙ্গলবারই এ নিয়ে কংগ্রেস কড়া ভাষায় কটাক্ষ করে বলে, মোদি সরকারের অন্যতম জট এই নির্বাচনী বন্ড স্কিম ৷ এতে ভারতের নির্বাচনী প্রক্রিয়া এবং গণতন্ত্রকে খাটো করে দেখানো হয়েছে ৷

আরও পড়ুন: ইলেক্টোরাল বন্ডে একবছরে তৃণমূলের আয় 528 কোটি ! একলাফে প্রায় 96 শতাংশ বৃদ্ধি

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: নির্বাচনী বন্ডকে 'বৈধ ঘুষ' বলে উল্লেখ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম ৷ 4 অক্টোবর সাধারণের জন্য নির্বাচনী বন্ড কেনার প্রক্রিয়া শুরু হবে ৷ তিনি আরও দাবি করেন, এই নির্বাচনী বন্ড বিক্রি বিজেপি জন্য সোনা উৎপাদনের সমান ৷ অক্টোবরে নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়াটি চালু হয়ে 10 দিনের জন্য চলবে ৷

বছর শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তবে এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি ৷ তার আগে কেন্দ্রীয় সরকার এই ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়া চালু করছে ৷

  • The 28th tranche of Electoral Bonds will open on October 4.

    It will be a golden harvest for the BJP

    Going by the past records, 90 per cent of the so-called anonymous donations will go to the BJP

    The crony capitalists will open their cheque books to write out their
    'tribute' to…

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর তীব্র সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সামাজিক মাধ্য়ম এক্সে (টুইটারে) লেখেন, "4 অক্টোবর থেকে 28তম ইলেক্টোরাল বন্ড সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ৷ অতীতের রেকর্ড অনুযায়ী এর মাধ্য়মে বিজেপি সোনার ফলন করবে ৷ বেনামে বিজেপির কাছে অনুদান পৌঁছবে ৷ চরম পুঁজিবাদীরা তাঁদের চেকবইটি খুলে তাঁদের ভগবান এবং প্রভুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবে ৷ নির্বাচনী বন্ড আসলে ঘুষ ৷"

রাজনৈতিক দলগুলিতে অনুদান দেওয়ার ক্ষেত্র স্বচ্ছতার আনতে এই নির্বাচনী বন্ড চালু করা হয়েছে ৷ এতে নগদ টাকার বদলে বন্ডের মাধ্যমে যে কেউ তাঁর পছন্দের দলটিতে অনুদান দিতে পারেন ৷ নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়াটি প্রথম শুরু হয় 2018 সালের মার্চে ৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই একমাত্র এই বন্ড বিক্রি করতে পারে ৷ ভারতীয় নাগরিকরা এই বন্ড কিনতে পারেন ৷ এছাড়া ভারতের কোনও সংস্থা এই বন্ড কিনতে পারে ৷

কোনও স্বীকৃতি রাজনৈতিক দল গত লোকসভা অথবা বিধানসভা নির্বাচনে ন্যূনতম 1 শতাংশ ভোট পেলে, সেই দলটি নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে ৷ মঙ্গলবারই এ নিয়ে কংগ্রেস কড়া ভাষায় কটাক্ষ করে বলে, মোদি সরকারের অন্যতম জট এই নির্বাচনী বন্ড স্কিম ৷ এতে ভারতের নির্বাচনী প্রক্রিয়া এবং গণতন্ত্রকে খাটো করে দেখানো হয়েছে ৷

আরও পড়ুন: ইলেক্টোরাল বন্ডে একবছরে তৃণমূলের আয় 528 কোটি ! একলাফে প্রায় 96 শতাংশ বৃদ্ধি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.