ETV Bharat / bharat

Dr JJ Irani Demise: চলে গেলেন 'স্টিল ম্যান অফ ইন্ডিয়া' জামশেদ জে ইরানি - টাটা স্টিল

বিশ্বে তিনি ভারতের স্টিল ম্যান বলেই খ্যাত ৷ চার দশকেরও বেশি সময় তিনি টাটা স্টিল পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন ৷ 2011 সালে অবসর নেন ৷ সোমবার রাতে মারা গিয়েছেন জামশেদ জে ইরানি (Jamshed J Irani passes away) ৷

Jamshed J Irani
ETV Bharat
author img

By

Published : Nov 1, 2022, 8:52 AM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত ভারতের 'স্টিল ম্যান অফ ইন্ডিয়া' জামশেদ জে ইরানি ৷ সোমবার গভীর রাতে ঝাড়খণ্ডের জামশেদপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর ৷ তাঁর পরিবারে স্ত্রী ডেইজি ইরানি এবং তিন সন্তান- জুবিন, নিলোফার ও তানাজ় রয়েছেন ৷

চার দশকেরও বেশি সময় তিনি টাটা স্টিলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 43 বছরের দীর্ঘ সময় এই কোম্পানিতে থেকে 2011 সালের জুন মাসে তিনি টাটা স্টিলের (Tata Steel) বোর্ড থেকে অবসর নেন ৷ তাঁর সময়কালে একদিকে টাটা স্টিল যেমন আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছেছিল, তেমনই তিনিও দুনিয়ার কাছে পরিচিতি পেয়েছিলেন ৷ 2007 সালে ভারত সরকার তাঁকে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করে টাটা স্টিল ৷

1936 সালের 2 জুন মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন জামশেদ জে ইরানি ৷ 1956-য় নাগপুরে সায়েন্স কলেজ থেকে বিএসসি পাশ করেন ৷ এরপর 1958 সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি নিয়ে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেন ৷ ব্রিটেনে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে (University of Sheffield) জে এন টাটা স্কলার হিসেবে পড়াশোনার সুযোগ পান ইরানি ৷ 1963 সালে সেখান থেকে মেটালার্জি নিয়ে পিএইচডি করেন ৷

  • We are deeply saddened at the demise of Padma Bhushan Dr. Jamshed J Irani, fondly known as the Steel Man of India. Tata Steel family offers its deepest condolences to his family and loved ones. pic.twitter.com/gGIg9JgGMS

    — Tata Steel (@TataSteelLtd) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

1963 সালে শেফিল্ডে 'ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ অ্যাসোসিয়েশন'-এ তাঁর পেশাদার জীবনের সূচনা ৷ 1968-তে ভারতে ফেরেন ইরানি (Jamshed J Irani) ৷ 'দ্য টাটা অ্যান্ড স্টিল কোম্পানি'তে (বর্তমানে যা টাটা স্টিল নামে পরিচিত) রিসার্চ অ্যন্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর ইন-চার্জের সহকারী হিসেবে যোগ দেন ৷ 1978-এ সংস্থার জেনারেল সুপারিনটেনডেন্ট, 1979-এ জেনারেল ম্যানেজার এবং 1985 সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন ৷ 1988 সালে সংস্থার যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর এবং 1992-তে ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন হন জামশেদ জে ইরানি ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত ভারতের 'স্টিল ম্যান অফ ইন্ডিয়া' জামশেদ জে ইরানি ৷ সোমবার গভীর রাতে ঝাড়খণ্ডের জামশেদপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর ৷ তাঁর পরিবারে স্ত্রী ডেইজি ইরানি এবং তিন সন্তান- জুবিন, নিলোফার ও তানাজ় রয়েছেন ৷

চার দশকেরও বেশি সময় তিনি টাটা স্টিলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 43 বছরের দীর্ঘ সময় এই কোম্পানিতে থেকে 2011 সালের জুন মাসে তিনি টাটা স্টিলের (Tata Steel) বোর্ড থেকে অবসর নেন ৷ তাঁর সময়কালে একদিকে টাটা স্টিল যেমন আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছেছিল, তেমনই তিনিও দুনিয়ার কাছে পরিচিতি পেয়েছিলেন ৷ 2007 সালে ভারত সরকার তাঁকে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করে টাটা স্টিল ৷

1936 সালের 2 জুন মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন জামশেদ জে ইরানি ৷ 1956-য় নাগপুরে সায়েন্স কলেজ থেকে বিএসসি পাশ করেন ৷ এরপর 1958 সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি নিয়ে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেন ৷ ব্রিটেনে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে (University of Sheffield) জে এন টাটা স্কলার হিসেবে পড়াশোনার সুযোগ পান ইরানি ৷ 1963 সালে সেখান থেকে মেটালার্জি নিয়ে পিএইচডি করেন ৷

  • We are deeply saddened at the demise of Padma Bhushan Dr. Jamshed J Irani, fondly known as the Steel Man of India. Tata Steel family offers its deepest condolences to his family and loved ones. pic.twitter.com/gGIg9JgGMS

    — Tata Steel (@TataSteelLtd) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

1963 সালে শেফিল্ডে 'ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ অ্যাসোসিয়েশন'-এ তাঁর পেশাদার জীবনের সূচনা ৷ 1968-তে ভারতে ফেরেন ইরানি (Jamshed J Irani) ৷ 'দ্য টাটা অ্যান্ড স্টিল কোম্পানি'তে (বর্তমানে যা টাটা স্টিল নামে পরিচিত) রিসার্চ অ্যন্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর ইন-চার্জের সহকারী হিসেবে যোগ দেন ৷ 1978-এ সংস্থার জেনারেল সুপারিনটেনডেন্ট, 1979-এ জেনারেল ম্যানেজার এবং 1985 সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন ৷ 1988 সালে সংস্থার যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর এবং 1992-তে ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন হন জামশেদ জে ইরানি ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.