ETV Bharat / bharat

Abhijit Sen Passes away প্রয়াত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন - Planning Commission

প্রয়াত দেশের অন্যতম অর্থনৈতিক বিশেষজ্ঞ অভিজিৎ সেন ৷ একসময় প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন ৷ গ্রামীণ অর্থনীতি বিষয়ে তিনি বিশেষজ্ঞ ছিলেন (Economist Abhijit Sen Died) ৷

Economist Abhijit Sen
অর্থনীতিবিদ অভিজিৎ সেন
author img

By

Published : Aug 30, 2022, 8:08 AM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন ৷ সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, জানিয়েছেন তাঁর ভাই ডাঃ প্রণব সেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 ৷ তিনি বলেন, "রাত 11টা নাগাদ দাদার হার্ট অ্যাটাক হয় ৷ আমরা তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যাই ৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছে ৷"

অভিজিৎ সেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য ছিলেন ৷ দেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য ৷ এ বিষয়ে তিনি প্রথম সারির বিশেষজ্ঞ ৷ চার দশকেরও বেশি সময়জুড়ে তিনি অর্থনীতির সঙ্গে জড়িত (Former Planning Commission member Economist Abhijit Sen passes away) ৷

আরও পড়ুন: দেশের অর্থনীতি ভাল না হলে বাংলার একার উন্নতি কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের

নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) তিনি অর্থনীতির শিক্ষক ছিলেন ৷ এছাড়া সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন প্রয়াত অর্থনীতিবিদ ৷ তিনি 'কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস'-এর উচ্চাধিকারিক হিসেবে কাজ করেছেন ৷ ইউপিএ আমলে মনমোহন সিং (Manmohan Singh) প্রধানমন্ত্রী থাকাকালীন 2004-14 পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন অর্থনীতিবিদ ৷

নয়াদিল্লি, 30 অগস্ট: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন ৷ সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, জানিয়েছেন তাঁর ভাই ডাঃ প্রণব সেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 ৷ তিনি বলেন, "রাত 11টা নাগাদ দাদার হার্ট অ্যাটাক হয় ৷ আমরা তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যাই ৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছে ৷"

অভিজিৎ সেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য ছিলেন ৷ দেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য ৷ এ বিষয়ে তিনি প্রথম সারির বিশেষজ্ঞ ৷ চার দশকেরও বেশি সময়জুড়ে তিনি অর্থনীতির সঙ্গে জড়িত (Former Planning Commission member Economist Abhijit Sen passes away) ৷

আরও পড়ুন: দেশের অর্থনীতি ভাল না হলে বাংলার একার উন্নতি কঠিন, মত নোবেলজয়ী অভিজিতের

নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) তিনি অর্থনীতির শিক্ষক ছিলেন ৷ এছাড়া সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন প্রয়াত অর্থনীতিবিদ ৷ তিনি 'কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস'-এর উচ্চাধিকারিক হিসেবে কাজ করেছেন ৷ ইউপিএ আমলে মনমোহন সিং (Manmohan Singh) প্রধানমন্ত্রী থাকাকালীন 2004-14 পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন অর্থনীতিবিদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.