ETV Bharat / bharat

Oommen Chandy Demise: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি - Kerala CM Pinarayi Vijayan expresses deep grief

মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয়েছে দক্ষিণের প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চ্যান্ডির ৷ তিনি দু'বার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে ৷

ETV Bharat
ওমেন চ্যান্ডি
author img

By

Published : Jul 18, 2023, 6:57 AM IST

Updated : Jul 18, 2023, 7:40 AM IST

তিরুবনন্তপুরম, 18 জুলাই: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ দক্ষিণের প্রবীণ নেতার ছেলে সামাজিক মাধ্যমে এই খবর জানান ৷ তিনি লেখেন, "আপ্পার মৃত্যু হয়েছে ৷" কেরলের দু'দুবারের মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁর পরিবারে রইলেন প্রবীণ নেতার স্ত্রী মারিআম্মা, কন্যা মারিয়া ওমেন, ছেলে চণ্ডী ওমেন ও আছু ওমেন ৷

কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ টুইট করে লেখেন, "কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চ্যান্ডি প্রয়াত ৷ এক রাজা যিনি দুনিয়াটাকে ভালোবাসার শক্তি দিয়ে জয় করেছিলেন, তার গল্প শেষ হল ৷ আজ এই কিংবদন্তি নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷"

আরও পড়ুন: ওমেন চ্যান্ডির চিকিৎসা করাচ্ছেন না স্ত্রী-সন্তানরা, অভিযোগ ভাই অ্যালেক্সের

একনজরে উমেন চণ্ডীর রাজনৈতিক জীবন:

1970 সালে যুব কংগ্রেসের সভাপতি হন ওমেন চ্যান্ডি ৷ ওই বছরেই কেরলের বিধানসভা নির্বাচনে পুথুপল্লি থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ 1977 সালে কেরলের মুখ্যমন্ত্রী কে করুণাকরণ ৷ তাঁর মন্ত্রিসভায় প্রথমবার মন্ত্রী হন ওমেন চ্যান্ডি ৷ তবে কোট্টায়াম জেলার পুথুপল্লি বিধানসভা কেন্দ্রটি তাঁরই দখলে ছিল ৷ 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন ৷

  • The tale of the king who triumphed over the world with the power of 'love' finds its poignant end.

    Today, I am deeply saddened by the loss of a legend, @Oommen_Chandy. He touched the lives of countless individuals, and his legacy will forever resonate within our souls. RIP! pic.twitter.com/72hdK6EN4u

    — K Sudhakaran (@SudhakaranINC) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা ৷ 2004-06 সাল পর্যন্ত এবং দ্বিতীয় বার 2011 থেকে 2016 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হন ওমেন চ্যান্ডি ৷ তিনি রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন ৷ পরে বিরোধী দলনেতাও হয়েছিলেন ৷

আরও পড়ুন: 'বিরোধী ঐক্যে বিচলিত বিজেপি', এনডিএ বৈঠককে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ তিনি স্মৃতিচারণ করে বলেন, "আমরা একই বছর বিধানসভায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলাম ৷ সেই মঞ্চটাও একই ছিল ৷ আমরা দু'জন ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি ৷ তাঁকে বিদায় জানানোটা আমার কাছে খুবই বেদনাদায়ক ৷ ওমেন চ্যান্ডি একজন দক্ষ প্রশাসক ছিলেন ৷ তিনি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন ৷"

তিরুবনন্তপুরম, 18 জুলাই: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ দক্ষিণের প্রবীণ নেতার ছেলে সামাজিক মাধ্যমে এই খবর জানান ৷ তিনি লেখেন, "আপ্পার মৃত্যু হয়েছে ৷" কেরলের দু'দুবারের মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁর পরিবারে রইলেন প্রবীণ নেতার স্ত্রী মারিআম্মা, কন্যা মারিয়া ওমেন, ছেলে চণ্ডী ওমেন ও আছু ওমেন ৷

কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ টুইট করে লেখেন, "কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চ্যান্ডি প্রয়াত ৷ এক রাজা যিনি দুনিয়াটাকে ভালোবাসার শক্তি দিয়ে জয় করেছিলেন, তার গল্প শেষ হল ৷ আজ এই কিংবদন্তি নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷"

আরও পড়ুন: ওমেন চ্যান্ডির চিকিৎসা করাচ্ছেন না স্ত্রী-সন্তানরা, অভিযোগ ভাই অ্যালেক্সের

একনজরে উমেন চণ্ডীর রাজনৈতিক জীবন:

1970 সালে যুব কংগ্রেসের সভাপতি হন ওমেন চ্যান্ডি ৷ ওই বছরেই কেরলের বিধানসভা নির্বাচনে পুথুপল্লি থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ 1977 সালে কেরলের মুখ্যমন্ত্রী কে করুণাকরণ ৷ তাঁর মন্ত্রিসভায় প্রথমবার মন্ত্রী হন ওমেন চ্যান্ডি ৷ তবে কোট্টায়াম জেলার পুথুপল্লি বিধানসভা কেন্দ্রটি তাঁরই দখলে ছিল ৷ 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন ৷

  • The tale of the king who triumphed over the world with the power of 'love' finds its poignant end.

    Today, I am deeply saddened by the loss of a legend, @Oommen_Chandy. He touched the lives of countless individuals, and his legacy will forever resonate within our souls. RIP! pic.twitter.com/72hdK6EN4u

    — K Sudhakaran (@SudhakaranINC) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা ৷ 2004-06 সাল পর্যন্ত এবং দ্বিতীয় বার 2011 থেকে 2016 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হন ওমেন চ্যান্ডি ৷ তিনি রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন ৷ পরে বিরোধী দলনেতাও হয়েছিলেন ৷

আরও পড়ুন: 'বিরোধী ঐক্যে বিচলিত বিজেপি', এনডিএ বৈঠককে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ তিনি স্মৃতিচারণ করে বলেন, "আমরা একই বছর বিধানসভায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলাম ৷ সেই মঞ্চটাও একই ছিল ৷ আমরা দু'জন ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি ৷ তাঁকে বিদায় জানানোটা আমার কাছে খুবই বেদনাদায়ক ৷ ওমেন চ্যান্ডি একজন দক্ষ প্রশাসক ছিলেন ৷ তিনি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন ৷"

Last Updated : Jul 18, 2023, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.