ETV Bharat / bharat

Mission Aditya-L1: জলবায়ু পরিবর্তনের গবেষণায় সাহায্য় করবে আদিত্য এল-1, জানালেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান

2 সেপ্টেম্বর, শনিবার সকাল 11.50 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিল আদিত্য এল-1 ৷ সূর্য নিয়ে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করবে ভারতের সৌরাভিযানের প্রথম মহাকাশযানটি ৷ বিষয়টি নিয়ে জানালেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার ৷

ETV Bharat
আদিত্য এল-1 নিয়ে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ারের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 2:38 PM IST

তিরুবনন্তপুরম, 2 সেপ্টেম্বর: সূর্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷ জলবায়ু পরিবর্তনে সাহায্য করবে সৌরাভিযানের প্রথম মহাকাশযানের পাঠানো তথ্য ৷ শনিবার সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে জানালেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার ৷

দেশের মহাকাশ গবেষণায় আজ একটি ঐতিহাসিক দিন ৷ ভারতের প্রথম সৌরভিযানে 2 সেপ্টেম্বর, সকাল 11.50 মিনিটে সূর্যের পথে রওনা দিল আদিত্য এল-1 ৷ 125 দিন পর পৃথিবী ও সূর্যের মাঝে এল-1 পয়েন্টে অবস্থান করবে ভারতের এই মহাকাশযানটি ৷

এই প্রসঙ্গে জি মাধবন নায়ার বলেন, "এই মিশনটি খুব গুরুত্বপূর্ণ ৷ ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট 1-এর কাছে আদিত্য এল-1-কে স্থাপন করা হবে ৷ পৃথিবী থেকে এই পয়েন্টটি 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত ৷ ওই জায়গায় পৃথিবী ও সূর্য একে অপরের আকর্ষণ বলকে প্রশমিত করেছে ৷ সেখানে খুব কম জ্বালানিতেই মহাকাশযানটি থাকতে পারবে ৷ আদিত্য এল-1 সূর্যকে 24 ঘণ্টা পর্যবেক্ষণ করবে ৷ এই মহাকাশযানে 7টি পেলোড রয়েছে ৷"

  • #WATCH | Former ISRO Chairman G. Madhavan Nair on Aditya L-1 mission to study the Sun

    "This mission is very important. Aditya L-1 will be placed around Lagrangian Point 1, where the gravitational force of Earth and the Sun virtually cancels and with minimum fuel, we can maintain… pic.twitter.com/6oKgwlGnOG

    — ANI (@ANI) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানান, পর্যবেক্ষণ করে বিভিন্ন ঘটনার তথ্য ইসরোকে পাঠাবে আদিত্য এল-1, তা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণায় সাহায্য করবে ৷ এল-1 পয়েন্টকে ঘিরে যে জায়গায় এই মহাকাশযানটিকে যে কক্ষপথে স্থাপন করা হবে, তার নাম হ্যালো অরবিট ৷ পৃথিবী ও সূর্যের মাঝে ঠিক এই জায়গাটি থেকে কোনও বাধা ছাড়া সূর্যকে দেখতে পাবে আদিত্য এল-1 ৷

আরও পড়ুন: শনি-সকালে বেঙ্গালুরুতে মোদির মেগা শো, বিমানবন্দর টু ইসরো ; দেখুন ভিডিয়ো

সূর্যের বিস্তারিত গবেষণার জন্য 7টি পেলোড রয়েছে এই মহাকাশযানে ৷ এর মধ্যে চারটি পেলোড সূর্য থেকে আসা আলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে ৷ আর বাকি তিনটি সরাসরি সূর্যের প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের উপর কাজ করবে ৷ সূর্যের করোনার কার্যপদ্ধতি এবং তার উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া, করোনা অংশের উত্তপ্ত হওয়ার সঙ্গে তা সূর্যের চারপাশের আবহাওয়াকে প্রভাবিত করে, সূর্যের চারদিকের আবহাওয়া, তাপমাত্রা, করোনাল মাস ইজেকশনের উৎস এবং পৃথিবীর কাছে সূর্যের প্রভাব- এই বিষয়গুলি নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷

তিরুবনন্তপুরম, 2 সেপ্টেম্বর: সূর্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷ জলবায়ু পরিবর্তনে সাহায্য করবে সৌরাভিযানের প্রথম মহাকাশযানের পাঠানো তথ্য ৷ শনিবার সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে জানালেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার ৷

দেশের মহাকাশ গবেষণায় আজ একটি ঐতিহাসিক দিন ৷ ভারতের প্রথম সৌরভিযানে 2 সেপ্টেম্বর, সকাল 11.50 মিনিটে সূর্যের পথে রওনা দিল আদিত্য এল-1 ৷ 125 দিন পর পৃথিবী ও সূর্যের মাঝে এল-1 পয়েন্টে অবস্থান করবে ভারতের এই মহাকাশযানটি ৷

এই প্রসঙ্গে জি মাধবন নায়ার বলেন, "এই মিশনটি খুব গুরুত্বপূর্ণ ৷ ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট 1-এর কাছে আদিত্য এল-1-কে স্থাপন করা হবে ৷ পৃথিবী থেকে এই পয়েন্টটি 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত ৷ ওই জায়গায় পৃথিবী ও সূর্য একে অপরের আকর্ষণ বলকে প্রশমিত করেছে ৷ সেখানে খুব কম জ্বালানিতেই মহাকাশযানটি থাকতে পারবে ৷ আদিত্য এল-1 সূর্যকে 24 ঘণ্টা পর্যবেক্ষণ করবে ৷ এই মহাকাশযানে 7টি পেলোড রয়েছে ৷"

  • #WATCH | Former ISRO Chairman G. Madhavan Nair on Aditya L-1 mission to study the Sun

    "This mission is very important. Aditya L-1 will be placed around Lagrangian Point 1, where the gravitational force of Earth and the Sun virtually cancels and with minimum fuel, we can maintain… pic.twitter.com/6oKgwlGnOG

    — ANI (@ANI) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানান, পর্যবেক্ষণ করে বিভিন্ন ঘটনার তথ্য ইসরোকে পাঠাবে আদিত্য এল-1, তা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণায় সাহায্য করবে ৷ এল-1 পয়েন্টকে ঘিরে যে জায়গায় এই মহাকাশযানটিকে যে কক্ষপথে স্থাপন করা হবে, তার নাম হ্যালো অরবিট ৷ পৃথিবী ও সূর্যের মাঝে ঠিক এই জায়গাটি থেকে কোনও বাধা ছাড়া সূর্যকে দেখতে পাবে আদিত্য এল-1 ৷

আরও পড়ুন: শনি-সকালে বেঙ্গালুরুতে মোদির মেগা শো, বিমানবন্দর টু ইসরো ; দেখুন ভিডিয়ো

সূর্যের বিস্তারিত গবেষণার জন্য 7টি পেলোড রয়েছে এই মহাকাশযানে ৷ এর মধ্যে চারটি পেলোড সূর্য থেকে আসা আলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে ৷ আর বাকি তিনটি সরাসরি সূর্যের প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের উপর কাজ করবে ৷ সূর্যের করোনার কার্যপদ্ধতি এবং তার উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া, করোনা অংশের উত্তপ্ত হওয়ার সঙ্গে তা সূর্যের চারপাশের আবহাওয়াকে প্রভাবিত করে, সূর্যের চারদিকের আবহাওয়া, তাপমাত্রা, করোনাল মাস ইজেকশনের উৎস এবং পৃথিবীর কাছে সূর্যের প্রভাব- এই বিষয়গুলি নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.