ETV Bharat / bharat

Pakistani Spy Arrested: পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান - Former Indian soldier arrested

Former Indian Soldier Arrested: ভারতীয় সেনার গোয়েন্দা তথ্য এবং ছবি পাচার করত পাকিস্তানে ৷ এই অভিযোগে পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান ৷

Pakistani Spy Arrested
পাকিস্তানি গুপ্তচর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 3:12 PM IST

তারন তারান(পঞ্জাব), 24 সেপ্টেম্বর: পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হল প্রাক্তন ভারতীয় সেনা জওয়ানকে ৷ তাঁর নাম অমরবীর সিং টোটা ৷ তিনি মাদি গৌর সিং গ্রামের বাসিন্দা ৷ গোপন তথ্যের ভিত্তিতে তারন তারানের ভিখিবিন্দ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ ভারতীয় সেনার গোয়েন্দা তথ্য পাকিস্তানকে দিতেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

পুলিশের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রয়েছে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের ৷ তিনি ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সম্পর্কিত গোয়েন্দা তথ্য এবং ছবি, সংবেদনশীল স্থানের মানচিত্র পাকিস্তানী সংস্থাগুলিকে সরবরাহ করেছিলেন । পুলিশ ওই গুপ্তচরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী তদন্ত শুরু করেছে ।

এ প্রসঙ্গে ডিএসপি প্রীতিন্দর সিং বলেছেন, "ভিখিবিন্দ থানার পুলিশ খবর পেয়েছিল যে মাদি গৌর সিং গ্রামের বাসিন্দা যশবন্ত সিংয়ের ছেলে অমরবীর সিং টোটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি চোরাকারবারি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে ৷ সে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে এবং তার গ্রামেই এখন থাকে । ভারতীয় সেনাবাহিনীর অভিযান সংক্রান্ত গোয়েন্দা তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানের ছবি, মানচিত্র ইত্যাদি-সহ অন্যান্য তথ্য শত্রু দেশকে দেওয়া হচ্ছে । এই তথ্য শত্রু দেশ ভারতের নিরাপত্তা, ঐক্য ও অখণ্ডতা নষ্ট করতে ব্যবহার করতে পারে ।"

আরও পড়ুন: ব্যবহার করে 106টি দেশ, কেন এত জনপ্রিয় একে 47 ?

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাব ইন্সপেক্টর বলবীর সিংয়ের নেতৃত্বে একটি দল পরিকল্পনা করে অমরবীর সিং টোটাকে গ্রেফতার করেছে । তাঁর বিরুদ্ধে ভিখিবিন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে । এর সঙ্গেই ভিখিবিন্দ পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে । অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এর অধীনে অমরবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

তারন তারান(পঞ্জাব), 24 সেপ্টেম্বর: পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হল প্রাক্তন ভারতীয় সেনা জওয়ানকে ৷ তাঁর নাম অমরবীর সিং টোটা ৷ তিনি মাদি গৌর সিং গ্রামের বাসিন্দা ৷ গোপন তথ্যের ভিত্তিতে তারন তারানের ভিখিবিন্দ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ ভারতীয় সেনার গোয়েন্দা তথ্য পাকিস্তানকে দিতেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

পুলিশের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রয়েছে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের ৷ তিনি ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সম্পর্কিত গোয়েন্দা তথ্য এবং ছবি, সংবেদনশীল স্থানের মানচিত্র পাকিস্তানী সংস্থাগুলিকে সরবরাহ করেছিলেন । পুলিশ ওই গুপ্তচরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী তদন্ত শুরু করেছে ।

এ প্রসঙ্গে ডিএসপি প্রীতিন্দর সিং বলেছেন, "ভিখিবিন্দ থানার পুলিশ খবর পেয়েছিল যে মাদি গৌর সিং গ্রামের বাসিন্দা যশবন্ত সিংয়ের ছেলে অমরবীর সিং টোটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি চোরাকারবারি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে ৷ সে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে এবং তার গ্রামেই এখন থাকে । ভারতীয় সেনাবাহিনীর অভিযান সংক্রান্ত গোয়েন্দা তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানের ছবি, মানচিত্র ইত্যাদি-সহ অন্যান্য তথ্য শত্রু দেশকে দেওয়া হচ্ছে । এই তথ্য শত্রু দেশ ভারতের নিরাপত্তা, ঐক্য ও অখণ্ডতা নষ্ট করতে ব্যবহার করতে পারে ।"

আরও পড়ুন: ব্যবহার করে 106টি দেশ, কেন এত জনপ্রিয় একে 47 ?

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাব ইন্সপেক্টর বলবীর সিংয়ের নেতৃত্বে একটি দল পরিকল্পনা করে অমরবীর সিং টোটাকে গ্রেফতার করেছে । তাঁর বিরুদ্ধে ভিখিবিন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে । এর সঙ্গেই ভিখিবিন্দ পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে । অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এর অধীনে অমরবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.