নয়াদিল্লি,24 ডিসেম্বর: আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারকে গ্রেফতার করল সিবিআই । তাঁর স্বামী দীপক কোচারও গ্রেফতার হয়েছেন । ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার সুবাদে নিয়ম ভেঙে ভিডিওকন গ্রুপকে 3250 কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে ছন্দার বিরুদ্ধে। এই কারণেই 2018 সালে পদ থেকে ইস্তফা দেন ছন্দা । একটি সূত্রের দাবি আর্থিক নয়ছয়ের ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল দীপকের । তাছাড়া এই লেনদেনের মাধ্যমে ছন্দার পরিবারের সদস্যরা সরাসরি লাভবান হয়েছেন বলেও মনে করে সিবিআই ।
আরও পড়ুন: ঋণ নিতে গেলে ক্রেডিট স্কোর ভাল হতেই হবে
জানা গিয়েছে,শুক্রবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ছন্দা এবং দীপককে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে না পেরে শেষমেশ গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই । সূত্রের খবর, এই দু'জন আলাদা আলাদা লকআপে রাখার কথা ভাবছেন তদন্তকারী আধিকারিকরা ।