ETV Bharat / bharat

Chanda and Deepak Kochhar Arrested: নিয়ম ভেঙে 'ঋণ মঞ্জর', সিবিআইয়ের জালে ছন্দা-দীপক - BI suspects Deepak Kochhar

শীর্ষ পদে থাকার সুযোগ নিয়ে নিয়মের তোয়াক্কা না করে ভিডিওকন গ্রুপকে 3250 কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে ছন্দার বিরুদ্ধে। এই লেনদেনে নাকি লাভবান হয়েছিলেন স্বামী দীপকও (CBI suspects Deepak Kochhar was also benefited from the deal ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 24, 2022, 8:33 AM IST

নয়াদিল্লি,24 ডিসেম্বর: আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারকে গ্রেফতার করল সিবিআই । তাঁর স্বামী দীপক কোচারও গ্রেফতার হয়েছেন । ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার সুবাদে নিয়ম ভেঙে ভিডিওকন গ্রুপকে 3250 কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে ছন্দার বিরুদ্ধে। এই কারণেই 2018 সালে পদ থেকে ইস্তফা দেন ছন্দা । একটি সূত্রের দাবি আর্থিক নয়ছয়ের ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল দীপকের । তাছাড়া এই লেনদেনের মাধ্যমে ছন্দার পরিবারের সদস্যরা সরাসরি লাভবান হয়েছেন বলেও মনে করে সিবিআই ।

আরও পড়ুন: ঋণ নিতে গেলে ক্রেডিট স্কোর ভাল হতেই হবে

জানা গিয়েছে,শুক্রবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ছন্দা এবং দীপককে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে না পেরে শেষমেশ গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই । সূত্রের খবর, এই দু'জন আলাদা আলাদা লকআপে রাখার কথা ভাবছেন তদন্তকারী আধিকারিকরা ।

নয়াদিল্লি,24 ডিসেম্বর: আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারকে গ্রেফতার করল সিবিআই । তাঁর স্বামী দীপক কোচারও গ্রেফতার হয়েছেন । ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার সুবাদে নিয়ম ভেঙে ভিডিওকন গ্রুপকে 3250 কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে ছন্দার বিরুদ্ধে। এই কারণেই 2018 সালে পদ থেকে ইস্তফা দেন ছন্দা । একটি সূত্রের দাবি আর্থিক নয়ছয়ের ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল দীপকের । তাছাড়া এই লেনদেনের মাধ্যমে ছন্দার পরিবারের সদস্যরা সরাসরি লাভবান হয়েছেন বলেও মনে করে সিবিআই ।

আরও পড়ুন: ঋণ নিতে গেলে ক্রেডিট স্কোর ভাল হতেই হবে

জানা গিয়েছে,শুক্রবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ছন্দা এবং দীপককে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে না পেরে শেষমেশ গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই । সূত্রের খবর, এই দু'জন আলাদা আলাদা লকআপে রাখার কথা ভাবছেন তদন্তকারী আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.