ETV Bharat / bharat

Amarnath Cloudbursts: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 15, স্থগিত অমরনাথ যাত্রা - অমরনাথে মেঘভাঙা বৃষ্টি

মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপত্তি অমরনাথে (Amarnath Cloudbursts incident) ৷ প্রবল বর্ষণ ও জলের তোড়ে ভেসে গিয়ে বেশকয়েকজনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ বহু ৷

Amarnath cave flood
অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপত্তি
author img

By

Published : Jul 8, 2022, 7:41 PM IST

Updated : Jul 8, 2022, 9:52 PM IST

শ্রীনগর, 8 জুলাই: মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপত্তি অমরনাথে (Amarnath Cloudbursts incident) ৷ জানা গিয়েছে, শুক্রবার প্রবল বর্ষণ ও জলের তোড়ে বেশকয়েক জন ভেসে যান ৷ এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ ৷ নিখোঁজ কমপক্ষে 40 জন ৷

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে ৷ অমরনাথ যাত্রার জন্য ওই এলাকায় বেশ কিছু তাবু ও অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছিল ৷ এই মেঘ ভাঙা বৃষ্টি ও জলের তোড়ে সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ এই ঘটনার পর এবছরের অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ৷ করোনার জন্য 2 বছর বন্ধ থাকার পর, এবছরের 30 জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা ৷

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি

আরও পড়ুন: শিবসেনার প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না, হুঁশিয়ারি উদ্ধবের

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ পুলিশ, এনডিআরএফ ও স্পেশাল ফোর্সের জওয়ানরা উদ্ধারকাজে নেমেছেন ৷ আহতদের এয়ারলিফ্ট করে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ প্রয়োজনে আধাসেনাকেও উদ্ধারকাজে নামানো হতে পারে ৷ এই দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

শ্রীনগর, 8 জুলাই: মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপত্তি অমরনাথে (Amarnath Cloudbursts incident) ৷ জানা গিয়েছে, শুক্রবার প্রবল বর্ষণ ও জলের তোড়ে বেশকয়েক জন ভেসে যান ৷ এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ ৷ নিখোঁজ কমপক্ষে 40 জন ৷

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে ৷ অমরনাথ যাত্রার জন্য ওই এলাকায় বেশ কিছু তাবু ও অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছিল ৷ এই মেঘ ভাঙা বৃষ্টি ও জলের তোড়ে সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ এই ঘটনার পর এবছরের অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ৷ করোনার জন্য 2 বছর বন্ধ থাকার পর, এবছরের 30 জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা ৷

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি

আরও পড়ুন: শিবসেনার প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না, হুঁশিয়ারি উদ্ধবের

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ পুলিশ, এনডিআরএফ ও স্পেশাল ফোর্সের জওয়ানরা উদ্ধারকাজে নেমেছেন ৷ আহতদের এয়ারলিফ্ট করে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ প্রয়োজনে আধাসেনাকেও উদ্ধারকাজে নামানো হতে পারে ৷ এই দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Last Updated : Jul 8, 2022, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.