ETV Bharat / bharat

Road Accident in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত 5 - ডাম্পার

উত্তরপ্রদেশে ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছে (Road Accident in Uttar Pradesh) ৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ রয়েছেন ৷ তাঁরা সবাই বিহারের সাসারামের বাসিন্দা ।

Road Accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Mar 12, 2023, 10:25 PM IST

সুলতানপুর (উত্তরপ্রদেশ), 12 মার্চ: মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে প্রাণ গেল বিহারের বাসিন্দাদের ৷ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে ডাম্পার ৷ সেই ঘটনায় রবিবার দুই মহিলা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার অখন্দ নগর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ৷ মৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে খবর ৷ এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলাকালীন এই ঘটনা ৷

জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, নিহতরা সবাই দিল্লি এইমস থেকে বিহারের সাসারামের দিকে যাচ্ছিলেন । সকাল 11.45 মিনিটে দুর্ঘটনাটি ঘটে ৷ যখন তাঁরা সুলতানপুরের আখন্দ নগর এলাকায় পৌঁছয় তাদের গাড়ি ৷ সেখানে দ্রুতগতির কারণে তাদের গাড়িটির সঙ্গে পেছন থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান । জেলা আধিকারিকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং দু'জন পুরুষ রয়েছেন ৷ তাঁরা সবাই বিহারের সাসারামের বাসিন্দা (All residents of Sasaram in Bihar) । তাঁরা পরিবারের একটি শিশুর চিকিৎসার জন্য দিল্লি এইমস গিয়েছিলেন এবং দুর্ঘটনার সময় বিহারে ফিরছিলেন ।

ঘটনার খবর পেয়ে ডিএম জসজিৎ কর এবং এসপি সোমেন ভার্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন । দুর্ঘটনার ফলে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে সারি সারি ৷ পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে দিলেই যান চলাচল ফের স্বাভাবিক হয় । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিএম জসজিৎ কর বলেন, "গাড়িটি দিল্লি থেকে বিহার যাচ্ছিল । এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলছিল । দ্রুতগতির কারণে গাড়িটি পেছন থেকে ডাম্পারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সমস্ত যাত্রী নিহত হন । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে ৷" ময়নাতদন্তের পর দেহগুলি তুলে দেওয়া হবে পরিবারের হাতে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিহারের সাসারামে ৷

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, মৃত পাত্রের বাবা ও চালক

সুলতানপুর (উত্তরপ্রদেশ), 12 মার্চ: মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে প্রাণ গেল বিহারের বাসিন্দাদের ৷ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে ডাম্পার ৷ সেই ঘটনায় রবিবার দুই মহিলা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার অখন্দ নগর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ৷ মৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে খবর ৷ এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলাকালীন এই ঘটনা ৷

জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, নিহতরা সবাই দিল্লি এইমস থেকে বিহারের সাসারামের দিকে যাচ্ছিলেন । সকাল 11.45 মিনিটে দুর্ঘটনাটি ঘটে ৷ যখন তাঁরা সুলতানপুরের আখন্দ নগর এলাকায় পৌঁছয় তাদের গাড়ি ৷ সেখানে দ্রুতগতির কারণে তাদের গাড়িটির সঙ্গে পেছন থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান । জেলা আধিকারিকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং দু'জন পুরুষ রয়েছেন ৷ তাঁরা সবাই বিহারের সাসারামের বাসিন্দা (All residents of Sasaram in Bihar) । তাঁরা পরিবারের একটি শিশুর চিকিৎসার জন্য দিল্লি এইমস গিয়েছিলেন এবং দুর্ঘটনার সময় বিহারে ফিরছিলেন ।

ঘটনার খবর পেয়ে ডিএম জসজিৎ কর এবং এসপি সোমেন ভার্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন । দুর্ঘটনার ফলে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে সারি সারি ৷ পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে দিলেই যান চলাচল ফের স্বাভাবিক হয় । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিএম জসজিৎ কর বলেন, "গাড়িটি দিল্লি থেকে বিহার যাচ্ছিল । এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলছিল । দ্রুতগতির কারণে গাড়িটি পেছন থেকে ডাম্পারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সমস্ত যাত্রী নিহত হন । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে ৷" ময়নাতদন্তের পর দেহগুলি তুলে দেওয়া হবে পরিবারের হাতে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিহারের সাসারামে ৷

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, মৃত পাত্রের বাবা ও চালক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.