ETV Bharat / bharat

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ কংগ্রেস নেতাকে তলব, কলকাতার সংস্থা নিয়ে প্রশ্ন করা হতে পারে

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) এবার পাঁচজন কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ কলকাতার একটি সংস্থা নিয়ে জেরা করা হতে পারে বলে খবর ৷

Five Congress leaders will appear before the Enforcement Directorate in National Herald Case
National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ কংগ্রেস নেতা তলব, কলকাতার সংস্থা নিয়ে প্রশ্ন করা হতে পারে
author img

By

Published : Oct 4, 2022, 1:17 PM IST

নয়াদিল্লি, 4 অক্টোবর : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) পাঁচ কংগ্রেস নেতা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ওই পাঁচ নেতার মধ্যে আজ, মঙ্গলবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন জে গীতা রেড্ডি, সাব্বির আলি ও পি সুদর্শন ৷ জানা গিয়েছে যে আগামী বৃহস্পতিবার আরও দুই কংগ্রেস নেতা ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশ হাজিরা দেবেন ইডি (ED) অফিসে ৷

অর্থ তছরূপের অভিযোগে ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ এই নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের রাহুল গান্ধিকে (Congress Leader Rahul Gandhi) একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ এই তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷

এবার এই পাঁচ নেতাকে ডেকে পাঠাল ইডি ৷ তাঁদের ইয়ং ইন্ডিয়া (Young India) ও ডোটেক্স (Dotex) সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷ তদন্তকারীদের ওই সূত্র জানাচ্ছে, ডোটেক্স সংস্থা ইয়ং ইন্ডিয়াকে 1 কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ ৷ 2010 সালে ঋণ হিসেবে ওই টাকা দেওয়া হয়েছিল ৷ সেই ঋণ ফেরত দেওয়া হয়নি ইয়ং ইন্ডিয়াকে ৷ ওই সংস্থাকে যখন ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে সংযুক্ত করা হয় ৷ তার পর ওই ঋণ পরিশোধ করা হয়েছিল ৷ ইডির সন্দেহ, ঘুরপথে অর্থ তছরূপ করা হয়েছিল এই ভাবে ৷ প্রসঙ্গত, এই ডোটেক্স সংস্থার সঙ্গে যোগ রয়েছে কলকাতার ৷ এই সংস্থার অফিস রডন স্ট্রিটে আকাশদীপ নামে একটি অ্যাপার্টমেন্ট ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যসভায় বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (BJP MP Subramanian Swamy) 2012 সালের 1 নভেম্বর ন্যাশনাল হেরাল্ড নিয়ে মামলা দায়ের করেন ৷ এই মামলায় 2014 সালের 26 জুন প্রথমবার সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে নোটিশ দেওয়া হয় ৷ ওই বছর 1 অগস্ট ইডি এই মামলায় অর্থ তছরূপের অভিযোগ দায়ের করে ৷

2015 সালের 19 ডিসেম্বর এই মামলায় দিল্লির আদালত থেকে জামিন পান গান্ধিরা ৷ 2016 সালে এই মামলা খারিজ করতে গান্ধিদের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করা হয় ৷ 2019 সালে ন্যাশনাল হেরাল্ডের 64 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ৷

আরও পড়ুন : রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে সোনিয়া, আজ দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

নয়াদিল্লি, 4 অক্টোবর : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) পাঁচ কংগ্রেস নেতা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ওই পাঁচ নেতার মধ্যে আজ, মঙ্গলবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন জে গীতা রেড্ডি, সাব্বির আলি ও পি সুদর্শন ৷ জানা গিয়েছে যে আগামী বৃহস্পতিবার আরও দুই কংগ্রেস নেতা ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশ হাজিরা দেবেন ইডি (ED) অফিসে ৷

অর্থ তছরূপের অভিযোগে ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ এই নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের রাহুল গান্ধিকে (Congress Leader Rahul Gandhi) একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ এই তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷

এবার এই পাঁচ নেতাকে ডেকে পাঠাল ইডি ৷ তাঁদের ইয়ং ইন্ডিয়া (Young India) ও ডোটেক্স (Dotex) সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷ তদন্তকারীদের ওই সূত্র জানাচ্ছে, ডোটেক্স সংস্থা ইয়ং ইন্ডিয়াকে 1 কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ ৷ 2010 সালে ঋণ হিসেবে ওই টাকা দেওয়া হয়েছিল ৷ সেই ঋণ ফেরত দেওয়া হয়নি ইয়ং ইন্ডিয়াকে ৷ ওই সংস্থাকে যখন ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে সংযুক্ত করা হয় ৷ তার পর ওই ঋণ পরিশোধ করা হয়েছিল ৷ ইডির সন্দেহ, ঘুরপথে অর্থ তছরূপ করা হয়েছিল এই ভাবে ৷ প্রসঙ্গত, এই ডোটেক্স সংস্থার সঙ্গে যোগ রয়েছে কলকাতার ৷ এই সংস্থার অফিস রডন স্ট্রিটে আকাশদীপ নামে একটি অ্যাপার্টমেন্ট ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যসভায় বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (BJP MP Subramanian Swamy) 2012 সালের 1 নভেম্বর ন্যাশনাল হেরাল্ড নিয়ে মামলা দায়ের করেন ৷ এই মামলায় 2014 সালের 26 জুন প্রথমবার সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে নোটিশ দেওয়া হয় ৷ ওই বছর 1 অগস্ট ইডি এই মামলায় অর্থ তছরূপের অভিযোগ দায়ের করে ৷

2015 সালের 19 ডিসেম্বর এই মামলায় দিল্লির আদালত থেকে জামিন পান গান্ধিরা ৷ 2016 সালে এই মামলা খারিজ করতে গান্ধিদের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করা হয় ৷ 2019 সালে ন্যাশনাল হেরাল্ডের 64 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ৷

আরও পড়ুন : রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে সোনিয়া, আজ দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.