ETV Bharat / bharat

বার্ড ফ্লু’র পর এবার মাছের মড়ক বিহারে - মাছের মড়ক

মাছ চাষিরা বিহারের মৎস্য় দপ্তরের আধিকারিকদের মাছের মড়ক সম্পর্কে জানিয়েছেন ৷ তবে, দপ্তরের তরফে এনিয়ে এখনও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মৎস্য় চাষিরা ৷ মাছের মড়ক নিয়ে পৌর বিভাগকেও চিঠি দিয়েছেন ফিশারি ফার্মের মালিকরা ৷

fish-are-suddenly-dying-in-muzaffarpur
বার্ড ফ্লু’র পর এবার মাছের মড়ক বিহারের
author img

By

Published : Jan 12, 2021, 1:05 PM IST

মুজফফরপুর, 12 জানুয়ারি : বার্ড ফ্লুর আতঙ্ক ছিলই ৷ এবার অজানা এক সংক্রমণে একের পর এক জলাশয়ে শুরু হয়েছে মাছের মড়ক ৷ বিহারের কুধনি ব্লকের ছাজান পঞ্চায়েতের বেশিরভাগ ফিশারি ফার্মে এই মড়ক দেখা দিয়েছে ৷

ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় অমৃতলাল সাহানি নামের এক মাছ চাষি জানান, "মাছেদের এই মারণ রোগের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ৷ আমরা জানি না কেন এত মাছ মারা যাচ্ছে ৷’’

আরও পড়ুন : এবার মহারাষ্ট্র ও দিল্লিতেও বার্ড ফ্লু

মাছ চাষিরা বিহারের মৎস্য় দপ্তরের আধিকারিকদের মাছের মড়ক সম্পর্কে জানিয়েছেন ৷ তবে, দপ্তরের তরফে এনিয়ে এখনও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মৎস্য় চাষিরা ৷ মাছের মড়ক নিয়ে পৌর বিভাগকেও চিঠি দিয়েছেন ফিশারি ফার্মের মালিকরা ৷ তবে, এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে ৷

মুজফফরপুর, 12 জানুয়ারি : বার্ড ফ্লুর আতঙ্ক ছিলই ৷ এবার অজানা এক সংক্রমণে একের পর এক জলাশয়ে শুরু হয়েছে মাছের মড়ক ৷ বিহারের কুধনি ব্লকের ছাজান পঞ্চায়েতের বেশিরভাগ ফিশারি ফার্মে এই মড়ক দেখা দিয়েছে ৷

ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় অমৃতলাল সাহানি নামের এক মাছ চাষি জানান, "মাছেদের এই মারণ রোগের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ৷ আমরা জানি না কেন এত মাছ মারা যাচ্ছে ৷’’

আরও পড়ুন : এবার মহারাষ্ট্র ও দিল্লিতেও বার্ড ফ্লু

মাছ চাষিরা বিহারের মৎস্য় দপ্তরের আধিকারিকদের মাছের মড়ক সম্পর্কে জানিয়েছেন ৷ তবে, দপ্তরের তরফে এনিয়ে এখনও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মৎস্য় চাষিরা ৷ মাছের মড়ক নিয়ে পৌর বিভাগকেও চিঠি দিয়েছেন ফিশারি ফার্মের মালিকরা ৷ তবে, এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.