ETV Bharat / bharat

Night Sky Sanctuary: দেশের প্রথম 'রাতের আকাশে অভয়ারণ্য' পাচ্ছে লাদাখ !

author img

By

Published : Sep 3, 2022, 6:44 PM IST

দেশের প্রথম 'রাতের আকাশে অভয়ারণ্য' (Night Sky Sanctuary) পেতে চলেছে ভারত ৷ এটি তৈরি হবে লাদাখে ৷ কাজ শেষ হতে সময় লাগবে আরও তিনমাস ৷ জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) ৷

first Night Sky Sanctuary of India will establish in Ladakh
দেশের প্রথম রাতের আকাশে অভয়ারণ্য

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: ভারতের প্রথম 'রাতের আকাশে অভয়ারণ্য' (Night Sky Sanctuary) তৈরি হচ্ছে লাদাখে ! সূত্রের খবর, আগামী তিনমাসের মধ্য়েই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে ৷ ভারত সরকারের (Govt of India) অধীনস্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (Department of Science and Technology) এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে ৷ তারাই লাদাখে এই প্রকল্প গড়ে তুলছে ৷ সেই কাজ শেষ হতে আর মাত্র তিনমাস সময় লাগবে ৷ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) একটি বিবৃতি প্রকাশ করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন ৷

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাদাখের হ্যানলে এলাকায় এই সংরক্ষিত রাত্রিকালীন আকাশ গড়ে তোলা হবে ৷ যা আদতে 'চ্য়াংথ্যাং অভয়ারণ্য়' (Changthang Wildlife Sanctuary)-এর অন্তর্ভুক্ত হবে ৷ সরকারের আশা, এর ফলে ভারতীয় পর্যটনের একটি সম্পূর্ণ নতুন দিক খুলে যাবে ৷ যাকে বলা হচ্ছে, 'মহাকাশ পর্যটন' (Astro Tourism) ৷ পর্যটকরা যাতে এখান থেকে মহাকাশে চোখ রাখতে পারেন, তার জন্য এই সংরক্ষিত এলাকায় অত্য়াধুনিক মানের টেলিস্কোপ বসানো হবে ৷ বস্তুত, এই ধরনের কোনও যন্ত্র রাখার ক্ষেত্রে এটিই হবে ভারতের সর্বোচ্চ স্থান ৷

আরও পড়ুন: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক

প্রসঙ্গত, লাদাখের লেফটেন্য়ান্ট গভর্নর আর কে মাথুরের সঙ্গে সদ্য একটি জরুরি বৈঠক করেন জিতেন্দ্র সিং ৷ সেই বৈঠকের পরই লাদাখে রাতের আকাশে অভয়ারণ্য গড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র ৷ এই বিষয়ে ইতিমধ্যেই ত্রিপাক্ষিক মউ স্বাক্ষরিত হয়েছে ৷ প্রকল্প রূপায়নে একজোট হয়েছে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষ, লে-র লাদাখ স্বশাসিত পাহাড় উন্নয়ন পরিষদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্য়াস্ট্রোফিজিক্স ৷ মন্ত্রীর আশা, এই সংরক্ষিত রাত্রিকালীন আকাশটি একবার চালু হয়ে গেলে লাদাখে পর্যটকদের ভিড় বাড়বে ৷ এবং তাতে সবথেকে বেশি উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা ৷ সামগ্রিকভাবে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি হবে ৷

অতিরিক্ত এবং অনভিপ্রেত আলোয় লাদাখের এই এলাকার ঘন কালো রাতের আকাশ যাতে কোনওভাবেই প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করবে বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই ধরনের আলোর বাড়াবাড়ি মহাকাশ গবেষণার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা ৷ তাই এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি ৷

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: ভারতের প্রথম 'রাতের আকাশে অভয়ারণ্য' (Night Sky Sanctuary) তৈরি হচ্ছে লাদাখে ! সূত্রের খবর, আগামী তিনমাসের মধ্য়েই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে ৷ ভারত সরকারের (Govt of India) অধীনস্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (Department of Science and Technology) এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে ৷ তারাই লাদাখে এই প্রকল্প গড়ে তুলছে ৷ সেই কাজ শেষ হতে আর মাত্র তিনমাস সময় লাগবে ৷ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) একটি বিবৃতি প্রকাশ করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন ৷

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাদাখের হ্যানলে এলাকায় এই সংরক্ষিত রাত্রিকালীন আকাশ গড়ে তোলা হবে ৷ যা আদতে 'চ্য়াংথ্যাং অভয়ারণ্য়' (Changthang Wildlife Sanctuary)-এর অন্তর্ভুক্ত হবে ৷ সরকারের আশা, এর ফলে ভারতীয় পর্যটনের একটি সম্পূর্ণ নতুন দিক খুলে যাবে ৷ যাকে বলা হচ্ছে, 'মহাকাশ পর্যটন' (Astro Tourism) ৷ পর্যটকরা যাতে এখান থেকে মহাকাশে চোখ রাখতে পারেন, তার জন্য এই সংরক্ষিত এলাকায় অত্য়াধুনিক মানের টেলিস্কোপ বসানো হবে ৷ বস্তুত, এই ধরনের কোনও যন্ত্র রাখার ক্ষেত্রে এটিই হবে ভারতের সর্বোচ্চ স্থান ৷

আরও পড়ুন: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক

প্রসঙ্গত, লাদাখের লেফটেন্য়ান্ট গভর্নর আর কে মাথুরের সঙ্গে সদ্য একটি জরুরি বৈঠক করেন জিতেন্দ্র সিং ৷ সেই বৈঠকের পরই লাদাখে রাতের আকাশে অভয়ারণ্য গড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র ৷ এই বিষয়ে ইতিমধ্যেই ত্রিপাক্ষিক মউ স্বাক্ষরিত হয়েছে ৷ প্রকল্প রূপায়নে একজোট হয়েছে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষ, লে-র লাদাখ স্বশাসিত পাহাড় উন্নয়ন পরিষদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্য়াস্ট্রোফিজিক্স ৷ মন্ত্রীর আশা, এই সংরক্ষিত রাত্রিকালীন আকাশটি একবার চালু হয়ে গেলে লাদাখে পর্যটকদের ভিড় বাড়বে ৷ এবং তাতে সবথেকে বেশি উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা ৷ সামগ্রিকভাবে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি হবে ৷

অতিরিক্ত এবং অনভিপ্রেত আলোয় লাদাখের এই এলাকার ঘন কালো রাতের আকাশ যাতে কোনওভাবেই প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করবে বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই ধরনের আলোর বাড়াবাড়ি মহাকাশ গবেষণার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা ৷ তাই এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.