ETV Bharat / bharat

প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পোশাক কেমন হবে ? তুলে ধরল ইটিভি ভারত - রামের পোশাক

First Look of Ramlala Dress for Pran Pratishtha: প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যার রাম মন্দিরে স্থাপিত হওয়া রামলালার পোশাক কেমন হবে ? সেই পোশাক প্রস্তুতকারীর ঘরে পৌঁছে গেল ইটিভি ভারতের ক্যামেরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 9:06 PM IST

অযোধ্যা, 14 জানুয়ারি: 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত অযোধ্যা ৷ সেই সঙ্গে মন্দিরে স্থাপিত হতে চলা রামলালার পোশাকও প্রায় তৈরি ৷ এর জন্য বিশেষ 'পীতাম্বর' বা 'হলুদ বস্ত্র' তৈরি করা হয়েছে ৷ আর রামের তিন ভাই অর্থাৎ, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের জন্যও একই রঙের পোশাক তৈরি করা হয়েছে ৷ রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন এই পোশাকেই বিশ্বের সামনে আসবেন রামলালা৷

ইটিভি ভারত সেই বিশেষ বস্ত্র তৈরির কারখানার অন্দরে পৌঁছে যায় ৷ কথিত আছে, এই পোশাক যিনি তৈরি করছেন, ত্রেতা যুগে তাঁদের পূর্বপুরুষরা রঘুবংশের পোশাক তৈরি করতেন ৷ 22 জানুয়ারি, সোমবারের এই অনুষ্ঠানের জন্য রাম এবং তাঁর ভাইদের পোশাক তৈরি হয়ে গিয়েছে ৷ পীতাম্বর এই পোশাকে একাধিক মণিমানিক্য বসানো হয়েছে ৷ মূলত, হলুদ শুভ রং হিসেবে ধরা হয় ৷ সেই কারণ, রাম, সীতা ও লক্ষ্মণ-সহ সকলের পোশাকের রং হলুদ করা হয়েছে ৷

আর এই পোশাক প্রস্তুতকারী দর্জি ভগবত প্রসাদ বলেন, "মসলিন কাপড়ের পোশাক তৈরি করা হয়েছে ভগবান রামলালার জন্য ৷ প্রভুর পোশাক খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ৷ এতে আমরা গোটা, জরি, পান্না ও হীরে দিয়ে সাজিয়েছি ৷ আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এই পোশাক সুন্দর করে তৈরির করার ৷ যাতে পোশাকটি রামলালাকে পড়লে সুন্দর দেখায় ৷ ঈশ্বরের কৃপায় আমরা এত শক্তি পাচ্ছি ৷ আমরা ঈশ্বরের জন্য পোশাক তৈরি করে খুবই আনন্দিত ৷ আমাদের এখান থেকেই রামলালার জন্য পোশাক তৈরি করা হচ্ছে ৷"

তিনি বলেন, "প্রাণ প্রতিষ্ঠার দিন, সারা বিশ্ব ভগবান রামলালাকে দেখবে ৷ এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ এ দিন সবাই হলুদ পোশাকে ভগবানকে দেখতে পাবেন ৷ যে কোনও মন্দিরে যখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন ভগবানকে হলুদ বস্ত্র পরিধান করানো হয় ৷ সেই কারণেই আমাদের তরফে পোশাকটি তৈরি করা হচ্ছে ৷ এখানে রামলালার জন্য অঙ্গবস্ত্র ও বগা চোল তৈরি করা হয়েছে ৷ এটি প্রস্তুত করতে, আমরা বিভিন্ন জায়গা থেকে কাপড় সংগ্রহ করেছি ৷ ভূমি পুজোর জন্য অযোধ্যা থেকেই কাপড় বায়না করা হয়েছিল এবং পোশাক বাড়িতে তৈরি করেছিলাম ৷"

ভগবত প্রসাদ বলেন, "কানপুর, দিল্লি, মুম্বই এবং সুরাত-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে কাপড় আসে ৷ এসব কাপড় থেকে আমরা পোশাক তৈরি করি ৷ রামলালার পোশাক প্রস্তুত করার পাশাপাশি, আমরা অযোধ্যার অনেক মন্দিরের মূর্তির পোশাক তৈরি করেছি ৷ এখানে থেকে অনেক মন্দিরের মূর্তির পোশাক সরবরাহ করা হয় ৷ এই মুহূর্তে রামলালার জন্য বারোটিরও বেশি পোশাক তৈরি করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. নিজের নাম প্রচারে ধর্মগ্রন্থের নিয়ম না মানাটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ, মোদিকে নিশানা পুরীর শংকরাচার্যের
  2. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  3. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও

অযোধ্যা, 14 জানুয়ারি: 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত অযোধ্যা ৷ সেই সঙ্গে মন্দিরে স্থাপিত হতে চলা রামলালার পোশাকও প্রায় তৈরি ৷ এর জন্য বিশেষ 'পীতাম্বর' বা 'হলুদ বস্ত্র' তৈরি করা হয়েছে ৷ আর রামের তিন ভাই অর্থাৎ, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের জন্যও একই রঙের পোশাক তৈরি করা হয়েছে ৷ রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন এই পোশাকেই বিশ্বের সামনে আসবেন রামলালা৷

ইটিভি ভারত সেই বিশেষ বস্ত্র তৈরির কারখানার অন্দরে পৌঁছে যায় ৷ কথিত আছে, এই পোশাক যিনি তৈরি করছেন, ত্রেতা যুগে তাঁদের পূর্বপুরুষরা রঘুবংশের পোশাক তৈরি করতেন ৷ 22 জানুয়ারি, সোমবারের এই অনুষ্ঠানের জন্য রাম এবং তাঁর ভাইদের পোশাক তৈরি হয়ে গিয়েছে ৷ পীতাম্বর এই পোশাকে একাধিক মণিমানিক্য বসানো হয়েছে ৷ মূলত, হলুদ শুভ রং হিসেবে ধরা হয় ৷ সেই কারণ, রাম, সীতা ও লক্ষ্মণ-সহ সকলের পোশাকের রং হলুদ করা হয়েছে ৷

আর এই পোশাক প্রস্তুতকারী দর্জি ভগবত প্রসাদ বলেন, "মসলিন কাপড়ের পোশাক তৈরি করা হয়েছে ভগবান রামলালার জন্য ৷ প্রভুর পোশাক খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ৷ এতে আমরা গোটা, জরি, পান্না ও হীরে দিয়ে সাজিয়েছি ৷ আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এই পোশাক সুন্দর করে তৈরির করার ৷ যাতে পোশাকটি রামলালাকে পড়লে সুন্দর দেখায় ৷ ঈশ্বরের কৃপায় আমরা এত শক্তি পাচ্ছি ৷ আমরা ঈশ্বরের জন্য পোশাক তৈরি করে খুবই আনন্দিত ৷ আমাদের এখান থেকেই রামলালার জন্য পোশাক তৈরি করা হচ্ছে ৷"

তিনি বলেন, "প্রাণ প্রতিষ্ঠার দিন, সারা বিশ্ব ভগবান রামলালাকে দেখবে ৷ এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ এ দিন সবাই হলুদ পোশাকে ভগবানকে দেখতে পাবেন ৷ যে কোনও মন্দিরে যখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন ভগবানকে হলুদ বস্ত্র পরিধান করানো হয় ৷ সেই কারণেই আমাদের তরফে পোশাকটি তৈরি করা হচ্ছে ৷ এখানে রামলালার জন্য অঙ্গবস্ত্র ও বগা চোল তৈরি করা হয়েছে ৷ এটি প্রস্তুত করতে, আমরা বিভিন্ন জায়গা থেকে কাপড় সংগ্রহ করেছি ৷ ভূমি পুজোর জন্য অযোধ্যা থেকেই কাপড় বায়না করা হয়েছিল এবং পোশাক বাড়িতে তৈরি করেছিলাম ৷"

ভগবত প্রসাদ বলেন, "কানপুর, দিল্লি, মুম্বই এবং সুরাত-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে কাপড় আসে ৷ এসব কাপড় থেকে আমরা পোশাক তৈরি করি ৷ রামলালার পোশাক প্রস্তুত করার পাশাপাশি, আমরা অযোধ্যার অনেক মন্দিরের মূর্তির পোশাক তৈরি করেছি ৷ এখানে থেকে অনেক মন্দিরের মূর্তির পোশাক সরবরাহ করা হয় ৷ এই মুহূর্তে রামলালার জন্য বারোটিরও বেশি পোশাক তৈরি করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. নিজের নাম প্রচারে ধর্মগ্রন্থের নিয়ম না মানাটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ, মোদিকে নিশানা পুরীর শংকরাচার্যের
  2. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
  3. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.