ETV Bharat / bharat

India rescued Citizens from Ukraine : ইউক্রেন থেকে 219 জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল বিমান - India rescued Citizens from Ukraine

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশের মাটিতে পা-রাখলেন 219 জন ভারতীয় ৷ ইতিমধ্যেই বুখারেস্টে পৌঁছে গিয়েছে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানও ৷

India rescued Citizens from Ukraine
219 জন ভারতীয়কে নিয়ে মুম্বইয়ে নামল এয়ার ইন্ডিয়ার বিমান
author img

By

Published : Feb 26, 2022, 9:20 PM IST

Updated : Feb 26, 2022, 9:48 PM IST

মুম্বই, 26 ফেব্রুয়ারি : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে মুম্বইয়ে নামল এয়ার ইন্ডিয়ার স্পেশাল ফ্লাইট ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশের মাটিতে নামলেন 219 জন ভারতীয় ৷ ইতিমধ্যেই বুখারেস্টে পৌঁছে গিয়েছে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানও ৷ সেই বিমানে মোট 250 জন ভারতীয়র ফেরার কথা রয়েছে ৷ ইতিমধ্যেই সীমান্ত থেকে তাঁদের বুখারেস্ট বিমানবন্দরে নিয়ে এসেছেন ভারতীয় দূতাবাসের কর্মীরা ৷

টুইটারে পীযূষ গোয়েল লেখেন, ‘‘মাতৃভূমিতে স্বাগত ৷ মুম্বই বিমানবন্দরে ইউক্রেন থেকে নিরাপদে ফেরা ভারতীয়দের মুখে হাসি দেখে আনন্দ হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিটি ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ।’’

আরও পড়ুন : Indian Trapped in Ukraine : ‘আমাদের বাঁচান’, খারকিভে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় পড়ুয়ারা

মুম্বই, 26 ফেব্রুয়ারি : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে মুম্বইয়ে নামল এয়ার ইন্ডিয়ার স্পেশাল ফ্লাইট ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশের মাটিতে নামলেন 219 জন ভারতীয় ৷ ইতিমধ্যেই বুখারেস্টে পৌঁছে গিয়েছে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানও ৷ সেই বিমানে মোট 250 জন ভারতীয়র ফেরার কথা রয়েছে ৷ ইতিমধ্যেই সীমান্ত থেকে তাঁদের বুখারেস্ট বিমানবন্দরে নিয়ে এসেছেন ভারতীয় দূতাবাসের কর্মীরা ৷

টুইটারে পীযূষ গোয়েল লেখেন, ‘‘মাতৃভূমিতে স্বাগত ৷ মুম্বই বিমানবন্দরে ইউক্রেন থেকে নিরাপদে ফেরা ভারতীয়দের মুখে হাসি দেখে আনন্দ হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিটি ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ।’’

আরও পড়ুন : Indian Trapped in Ukraine : ‘আমাদের বাঁচান’, খারকিভে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় পড়ুয়ারা

Last Updated : Feb 26, 2022, 9:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.