ETV Bharat / bharat

Union Budget 2023: আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ বড় বাজেট ! রইল কিছু জানা-অজানা তথ্য - Budget Speech Nirmala Sitharaman

গতকাল বাজেট সমীক্ষা পেশ করেছেন তিনি ৷ বুধবার সকাল 11টায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন হাজির হবেন সংসদে ৷ মধ্যবিত্তের জন্য কোনও সুখবর থাকবে কি বাজেটে (Budget Session 2023) ?

Budget Session 2023
বাজেট 2023
author img

By

Published : Feb 1, 2023, 7:28 AM IST

Updated : Feb 1, 2023, 8:39 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আজ সকাল 11টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এটি তাঁর পঞ্চম বাজেটে । এদিন 2023-24 অর্থবর্ষের জন্য (এপ্রিল 2023 থেকে মার্চ 2024) এই বাজেট পেশ করবেন মন্ত্রী ৷ এই মুহর্তে বিশ্ব অর্থনীতি খানিক নিম্নমুখী ৷ বিশেষজ্ঞদের মতে, বুধবার বাজেটে কর মকুব করে মধ্যবিত্ত শ্রেণিকে তিনি কিছুটা রেহাই দিলেও দিতে পারেন ৷ গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি, আঞ্চলিক উৎপাদনে জোর দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা থাকতে পারে মোদি সরকার 2.0 বাজেটে ৷ তবে তা কোন শ্রেণির মুখে হাসি ফোটাবে আর কাকে আরও অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে, তা ফেব্রুয়ারির প্রথম ক'দিনেই পরিষ্কার হয়ে যাবে ৷ এর সঙ্গে ফিরে দেখা যাক স্বাধীন ভারতে বাজেটের ইতিহাস এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য (Budget Trivia) ৷

স্বাধীন ভারতের প্রথম বাজেট

দেশ স্বাধীন হওয়ার 3 মাস পরেই প্রথম বাজেট পেশ করেন আরকে শনমুখম শেট্টি (R K Shanmukham Chetty, Former Minister of Finance of India)৷ 26 নভেম্বর বিকেল 5টায় বাজেট পেশ করেন জওহরলাল নেহরু মন্ত্রিসভার প্রথম অর্থমন্ত্রী ৷ সেবার 171.15 কোটি টাকা কর আদায় বরাদ্দ করা হয়েছিল ৷ আর্থিক ঘাটতি পরিমাণ ছিল 24.59 কোটি টাকা ৷ উল্লেখযোগ্য, শনমুখম শেট্টি 1933-1935 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ভারতের কেন্দ্রীয় আইনসভার (President of India's Central Legislative Assembly) সভাপতি ছিলেন ৷ একাধারে আইনজীবী, অর্থনীতিবিদ, শিল্পপতি এবং অন্যদিকে রাজনীতির সঙ্গে তিনি সক্রিয় ভাবে যুক্ত ছিলেন ৷

স্বাধীনতার আগে 1860 সালের 7 এপ্রিল স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক নেতা জেমস উইলসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ব্রিটিশ রাজ পরিবারের কাছে তৎকালীন ঔপনিবেশিক ভারতের বাজেট পেশ করেন ৷ এক অর্থে সেটাই ভারতের প্রথম বাজেট ৷

আরও পড়ুন: 2020-21 থেকে তিন বছর ধরে কমছে বেকারত্বের হার, দাবি অর্থনৈতিক সমীক্ষায়

দীর্ঘতম এবং সবচেয়ে কম সময়ের বাজেট ভাষণ

বাজেট পেশের বক্তৃতায় নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ 2020 সালের 1 ফেব্রুয়ারি 2 ঘণ্টা 42 মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি ৷ তার পরেও 2টি পৃষ্ঠা বাকি ছিল ৷ কিন্তু তাঁকে তা সংক্ষিপ্ত করতে হয় ৷ তিনি লোকসভার অধ্যক্ষকে বাকি অংশটি পড়া হয়ে গিয়েছে বলে ধরে নিতে অনুরোধ করেন ৷

2019 সালের জুলাই মাস ৷ দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Longest Budget) ৷ সে বার 2 ঘণ্টা 17 মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি ৷ 2021 সালে অবশ্য 1 ঘণ্টা 40 মিনিট সময়ে 10 হাজার 500 শব্দ পড়েছিলেন অর্থমন্ত্রী ৷ 2022 সালে 1 ঘণ্টা 20 মিনিট ৷ তবে তাঁর থেকেও কম শব্দ খরচ করেছেন হীরুভাই মুলজিভাই (Hirubhai Mulljibhai), মাত্র 800 শব্দের মধ্যে বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী ৷

শব্দের দিক দিয়ে দেখলে 1991 সালে নরসিমহা রাও সরকারের জমানার অর্থমন্ত্রী মনমোহন সিং 18 হাজার 650 শব্দের বাজেট ভাষণ দিয়েছিলেন (Most Number in Budget Speech) ৷ 2018 সালে এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম তোলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ তিনি 18 হাজার 604 শব্দ খরচ করেছিলেন । 1 ঘণ্টা 49 মিনিট ধরে বক্তৃতা দিয়েছিলেন সেদিন ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই (Morarji Desai, Former Prime Minister of India) সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশের ইতিহাস তৈরি করে গিয়েছেন ৷ 1962-69 সময়কালে তিনি 10টি বাজেট পেশ করেন ৷ তারপর রয়েছেন পি চিদাম্বরম 9টি, প্রণব মুখোপাধ্যায় 8টি, যশবন্ত সিনহা 8টি, মনমোহন সিং 6টি ৷ এবার নির্মলা পেশ করছেন তাঁর পঞ্চম বাজেট ।

বাজেট পেশের সময় (Budget Time)

1999 সালের আগে পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিনে বিকেল 5টা নাগাদ বাজেট পেশ করা হত ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতেও এই রীতি ছিল ৷ অর্থমন্ত্রী যশবন্ত সিনহা 1999 সালে এই সময় বদলে সকাল 11টা করেন ৷ এর প্রায় দু'দশক বাদে 2017 সাল থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলি 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেন ৷ সেই থেকে এদিনেই বাজেট পেশ করা হচ্ছে ৷ 1955 সালে কেন্দ্রীয় বাজেট বক্তৃতার ভাষা ছিল ইংরেজি ৷ পরে কংগ্রেস সরকার হিন্দি ও ইংরেজি- দু'টি ভাষাতেই বাজেটের নথি ছাপানোর সিদ্ধান্ত নেয় ৷

প্রাক্তন ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি 1970-71 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছিলেন ৷ তিনিই প্রথম মহিলা যিনি বাজেট পেশ করেন ৷ তারপর দ্বিতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 2017 সালের আগে পর্যন্ত কেন্দ্রীয় বাজেটের মতো পৃথক রেল বাজেট পেশ হত ৷ 92 বছর ধরে চলা এই প্রথা বন্ধ হয়ে যায় ৷ সে বছর থেকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেলের বাজেটকে জুড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5%, দীর্ঘ সময় ঋণের খরচ বেশি থাকবে; পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষায়

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আজ সকাল 11টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এটি তাঁর পঞ্চম বাজেটে । এদিন 2023-24 অর্থবর্ষের জন্য (এপ্রিল 2023 থেকে মার্চ 2024) এই বাজেট পেশ করবেন মন্ত্রী ৷ এই মুহর্তে বিশ্ব অর্থনীতি খানিক নিম্নমুখী ৷ বিশেষজ্ঞদের মতে, বুধবার বাজেটে কর মকুব করে মধ্যবিত্ত শ্রেণিকে তিনি কিছুটা রেহাই দিলেও দিতে পারেন ৷ গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি, আঞ্চলিক উৎপাদনে জোর দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা থাকতে পারে মোদি সরকার 2.0 বাজেটে ৷ তবে তা কোন শ্রেণির মুখে হাসি ফোটাবে আর কাকে আরও অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে, তা ফেব্রুয়ারির প্রথম ক'দিনেই পরিষ্কার হয়ে যাবে ৷ এর সঙ্গে ফিরে দেখা যাক স্বাধীন ভারতে বাজেটের ইতিহাস এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য (Budget Trivia) ৷

স্বাধীন ভারতের প্রথম বাজেট

দেশ স্বাধীন হওয়ার 3 মাস পরেই প্রথম বাজেট পেশ করেন আরকে শনমুখম শেট্টি (R K Shanmukham Chetty, Former Minister of Finance of India)৷ 26 নভেম্বর বিকেল 5টায় বাজেট পেশ করেন জওহরলাল নেহরু মন্ত্রিসভার প্রথম অর্থমন্ত্রী ৷ সেবার 171.15 কোটি টাকা কর আদায় বরাদ্দ করা হয়েছিল ৷ আর্থিক ঘাটতি পরিমাণ ছিল 24.59 কোটি টাকা ৷ উল্লেখযোগ্য, শনমুখম শেট্টি 1933-1935 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ভারতের কেন্দ্রীয় আইনসভার (President of India's Central Legislative Assembly) সভাপতি ছিলেন ৷ একাধারে আইনজীবী, অর্থনীতিবিদ, শিল্পপতি এবং অন্যদিকে রাজনীতির সঙ্গে তিনি সক্রিয় ভাবে যুক্ত ছিলেন ৷

স্বাধীনতার আগে 1860 সালের 7 এপ্রিল স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক নেতা জেমস উইলসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ব্রিটিশ রাজ পরিবারের কাছে তৎকালীন ঔপনিবেশিক ভারতের বাজেট পেশ করেন ৷ এক অর্থে সেটাই ভারতের প্রথম বাজেট ৷

আরও পড়ুন: 2020-21 থেকে তিন বছর ধরে কমছে বেকারত্বের হার, দাবি অর্থনৈতিক সমীক্ষায়

দীর্ঘতম এবং সবচেয়ে কম সময়ের বাজেট ভাষণ

বাজেট পেশের বক্তৃতায় নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ 2020 সালের 1 ফেব্রুয়ারি 2 ঘণ্টা 42 মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি ৷ তার পরেও 2টি পৃষ্ঠা বাকি ছিল ৷ কিন্তু তাঁকে তা সংক্ষিপ্ত করতে হয় ৷ তিনি লোকসভার অধ্যক্ষকে বাকি অংশটি পড়া হয়ে গিয়েছে বলে ধরে নিতে অনুরোধ করেন ৷

2019 সালের জুলাই মাস ৷ দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Longest Budget) ৷ সে বার 2 ঘণ্টা 17 মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি ৷ 2021 সালে অবশ্য 1 ঘণ্টা 40 মিনিট সময়ে 10 হাজার 500 শব্দ পড়েছিলেন অর্থমন্ত্রী ৷ 2022 সালে 1 ঘণ্টা 20 মিনিট ৷ তবে তাঁর থেকেও কম শব্দ খরচ করেছেন হীরুভাই মুলজিভাই (Hirubhai Mulljibhai), মাত্র 800 শব্দের মধ্যে বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী ৷

শব্দের দিক দিয়ে দেখলে 1991 সালে নরসিমহা রাও সরকারের জমানার অর্থমন্ত্রী মনমোহন সিং 18 হাজার 650 শব্দের বাজেট ভাষণ দিয়েছিলেন (Most Number in Budget Speech) ৷ 2018 সালে এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম তোলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ তিনি 18 হাজার 604 শব্দ খরচ করেছিলেন । 1 ঘণ্টা 49 মিনিট ধরে বক্তৃতা দিয়েছিলেন সেদিন ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই (Morarji Desai, Former Prime Minister of India) সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশের ইতিহাস তৈরি করে গিয়েছেন ৷ 1962-69 সময়কালে তিনি 10টি বাজেট পেশ করেন ৷ তারপর রয়েছেন পি চিদাম্বরম 9টি, প্রণব মুখোপাধ্যায় 8টি, যশবন্ত সিনহা 8টি, মনমোহন সিং 6টি ৷ এবার নির্মলা পেশ করছেন তাঁর পঞ্চম বাজেট ।

বাজেট পেশের সময় (Budget Time)

1999 সালের আগে পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিনে বিকেল 5টা নাগাদ বাজেট পেশ করা হত ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতেও এই রীতি ছিল ৷ অর্থমন্ত্রী যশবন্ত সিনহা 1999 সালে এই সময় বদলে সকাল 11টা করেন ৷ এর প্রায় দু'দশক বাদে 2017 সাল থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলি 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেন ৷ সেই থেকে এদিনেই বাজেট পেশ করা হচ্ছে ৷ 1955 সালে কেন্দ্রীয় বাজেট বক্তৃতার ভাষা ছিল ইংরেজি ৷ পরে কংগ্রেস সরকার হিন্দি ও ইংরেজি- দু'টি ভাষাতেই বাজেটের নথি ছাপানোর সিদ্ধান্ত নেয় ৷

প্রাক্তন ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি 1970-71 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছিলেন ৷ তিনিই প্রথম মহিলা যিনি বাজেট পেশ করেন ৷ তারপর দ্বিতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 2017 সালের আগে পর্যন্ত কেন্দ্রীয় বাজেটের মতো পৃথক রেল বাজেট পেশ হত ৷ 92 বছর ধরে চলা এই প্রথা বন্ধ হয়ে যায় ৷ সে বছর থেকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেলের বাজেটকে জুড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5%, দীর্ঘ সময় ঋণের খরচ বেশি থাকবে; পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষায়

Last Updated : Feb 1, 2023, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.