ETV Bharat / bharat

গো-হত্যা বিরোধী আইনে কর্নাটকে প্রথম গ্রেপ্তার

author img

By

Published : Jan 13, 2021, 3:57 PM IST

গো-হত্যা বিরোধী আইনের অধীনে কর্নাটক পুলিশ দু'টি মামলা রুজু করেছে । এই প্রথম দক্ষিণের রাজ্যে গো-হত্যা বিরোধী আইনের অধীনে কাউকে গ্রেপ্তার করা হল ।

first arrest under karnataka cattle slaughter prevention law ২০২০
গো হত্যা বিরোধী আইনে কর্নাটকে গ্রেপ্তার এক

বেঙ্গালুরু, 13 জানুয়ারি : গো-হত্যা বিরোধী আইনের অধীনে কর্নাটকে প্রথম এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল । আজ চিকমাগালুর জেলা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । গোরুবাহী একটি গাড়ি আটক করেছে পুলিশ ।

শ্রীঙ্গেরি থানা এলাকায় দু'টি ভিন্ন জায়গায় ঘটনাটি ঘটে । রাণেবেন্নুর থেকে মেঙ্গালুরুতে গোরুগুলি পাচার হচ্ছিল । শ্রীঙ্গেরি থানা এলাকা হয়ে যাওয়ার সময় গোরুবাহী গাড়িগুলিকে আটক করে পুলিশ । মোট 35টি গোরু উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : উত্তপ্ত কর্নাটক বিধানসভা, চেয়ার থেকে জোর করে নামানো হল ডেপুটি চেয়ারম্যানকে

কাইমান্না গ্রামের কাছে আরেকটি গাড়ি আটক করে পুলিশ । কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ির চালকের উপর হামলা চালায় । গাড়িতে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয় । আক্রান্ত চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁকে গোরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ । দু'টি ক্ষেত্রেই এক অভিযোগ আনা হয়েছে ।

আরও পড়ুন : হাম্পির এই গণেশের পেট সাপ দিয়ে বাঁধা

গতবছর 9 ডিসেম্বর কর্নাটক বিধানসভায় গোহত্যা বিরোধী বিল পাশ হয় । এর ফলে গবাদি পশুর হত্যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে । দীর্ঘদিন ধরেই কর্নাটকে এই আইন তৈরির দাবি উঠেছিল । বিল পাশের সময় কর্নাটক বিধানসভায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে । আগের আইন অনুযায়ী, কর্নাটকে 12 বছরের বেশি বয়স্ক, প্রজননে অক্ষম এবং দুধ দিতে পারে না এমন গবাদি পশু হত্যা আইনি ছিল । কিন্তু নতুন আইন অনুযায়ী সেসবও বেআইনি বলে মানা হবে ।

বেঙ্গালুরু, 13 জানুয়ারি : গো-হত্যা বিরোধী আইনের অধীনে কর্নাটকে প্রথম এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল । আজ চিকমাগালুর জেলা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । গোরুবাহী একটি গাড়ি আটক করেছে পুলিশ ।

শ্রীঙ্গেরি থানা এলাকায় দু'টি ভিন্ন জায়গায় ঘটনাটি ঘটে । রাণেবেন্নুর থেকে মেঙ্গালুরুতে গোরুগুলি পাচার হচ্ছিল । শ্রীঙ্গেরি থানা এলাকা হয়ে যাওয়ার সময় গোরুবাহী গাড়িগুলিকে আটক করে পুলিশ । মোট 35টি গোরু উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : উত্তপ্ত কর্নাটক বিধানসভা, চেয়ার থেকে জোর করে নামানো হল ডেপুটি চেয়ারম্যানকে

কাইমান্না গ্রামের কাছে আরেকটি গাড়ি আটক করে পুলিশ । কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ির চালকের উপর হামলা চালায় । গাড়িতে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয় । আক্রান্ত চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁকে গোরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ । দু'টি ক্ষেত্রেই এক অভিযোগ আনা হয়েছে ।

আরও পড়ুন : হাম্পির এই গণেশের পেট সাপ দিয়ে বাঁধা

গতবছর 9 ডিসেম্বর কর্নাটক বিধানসভায় গোহত্যা বিরোধী বিল পাশ হয় । এর ফলে গবাদি পশুর হত্যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে । দীর্ঘদিন ধরেই কর্নাটকে এই আইন তৈরির দাবি উঠেছিল । বিল পাশের সময় কর্নাটক বিধানসভায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে । আগের আইন অনুযায়ী, কর্নাটকে 12 বছরের বেশি বয়স্ক, প্রজননে অক্ষম এবং দুধ দিতে পারে না এমন গবাদি পশু হত্যা আইনি ছিল । কিন্তু নতুন আইন অনুযায়ী সেসবও বেআইনি বলে মানা হবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.