ETV Bharat / bharat

Fire on Vande Bharat Express: দিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসে আগুন-আতঙ্ক !

বন্দে ভারত এক্সপ্রেসের কোচে আগুন ৷ সোমবার সকালে এসি কোচে আগুনের শিখা দেখতে পাওয়া যায় ৷ দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

Etv Bharat
বন্দে ভারত এক্সপ্রেসে আগুন আতঙ্ক !
author img

By

Published : Jul 17, 2023, 9:18 AM IST

Updated : Jul 17, 2023, 9:48 AM IST

কুরবাই, 17 জুলাই: বন্দে ভারত এক্সপ্রেসের এসি কোচে আগুন ৷ এই ঘটনার জেরে সোমবার মধ্যপ্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনে রেলযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ এক্সপ্রেস ট্রেনটি ভোপাল থেকে দিল্লি যাচ্ছিল ৷ ট্রেনে আগুন লাগার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

  • #WATCH | Madhya Pradesh | A fire was reported in battery box of one of the coaches in a Vande Bharat Express at Kurwai Kethora station. Fire brigade reached the site and extinguished the fire. All passengers are safe. No injuries reported. The fire is limited to Battery Box Only.… pic.twitter.com/E2s9ED99VH

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের 14 নম্বর এসি কোচে আচমকাই আগুনের শিখা বেরোতে দেখা যায় ৷ বেরোতে থাকে ধোঁয়াও ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ৷ ট্রেনটিও স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছন দমকল কর্মীরা ৷ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা ৷

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা সকলেই সুরক্ষিত ৷ আগুন ব্যাটারি বক্স থেকে অন্য কোথাও ছড়িয়ে পড়েনি ৷ তার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন ৷ পরীক্ষা-নিরীক্ষার পর খুব শীঘ্রই এক্সপ্রেস ট্রেন চলা শুরু হবে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় ট্রেন চলাচন ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: জয়পুরে লাইনচ্যুত মালগাড়ি , বাতিল 3 জোড়া এক্সপ্রেস ট্রেন

জানা গিয়েছে, ভোপাল-হজরত নিজামুদ্দিন (দিল্লি) বন্দে ভারত এক্সপ্রেস ভোপাল থেকে দিল্লি আসছিল ৷ বিনা স্টেশনে আসার আগে কুরওয়াই কেথোরা স্টেশনে14 নম্বর এসি কোচে আগুনের শিখা দেখা যায় ৷ সকাল 7টা নাগাদ সঙ্গে সঙ্গে এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ ওই কোচে যাত্রী সংখ্যা ছিল প্রায় 30-র উপরে ৷ তাঁদের সকলকেই নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয় ৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছন দমকলের কর্মীরা ৷

দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই ব্যাটারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ এই ঘটনায় সাহায্যের হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারাও ৷ উল্লেখ্য, রানি কমলাপতি-নিজামুদ্দিন মধ্যপ্রদেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ৷ গত 1 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করেছিলেন ৷ তবে বারবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসায় রেলের সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল ৷

কুরবাই, 17 জুলাই: বন্দে ভারত এক্সপ্রেসের এসি কোচে আগুন ৷ এই ঘটনার জেরে সোমবার মধ্যপ্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনে রেলযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ এক্সপ্রেস ট্রেনটি ভোপাল থেকে দিল্লি যাচ্ছিল ৷ ট্রেনে আগুন লাগার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

  • #WATCH | Madhya Pradesh | A fire was reported in battery box of one of the coaches in a Vande Bharat Express at Kurwai Kethora station. Fire brigade reached the site and extinguished the fire. All passengers are safe. No injuries reported. The fire is limited to Battery Box Only.… pic.twitter.com/E2s9ED99VH

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের 14 নম্বর এসি কোচে আচমকাই আগুনের শিখা বেরোতে দেখা যায় ৷ বেরোতে থাকে ধোঁয়াও ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ৷ ট্রেনটিও স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছন দমকল কর্মীরা ৷ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা ৷

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা সকলেই সুরক্ষিত ৷ আগুন ব্যাটারি বক্স থেকে অন্য কোথাও ছড়িয়ে পড়েনি ৷ তার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন ৷ পরীক্ষা-নিরীক্ষার পর খুব শীঘ্রই এক্সপ্রেস ট্রেন চলা শুরু হবে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় ট্রেন চলাচন ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: জয়পুরে লাইনচ্যুত মালগাড়ি , বাতিল 3 জোড়া এক্সপ্রেস ট্রেন

জানা গিয়েছে, ভোপাল-হজরত নিজামুদ্দিন (দিল্লি) বন্দে ভারত এক্সপ্রেস ভোপাল থেকে দিল্লি আসছিল ৷ বিনা স্টেশনে আসার আগে কুরওয়াই কেথোরা স্টেশনে14 নম্বর এসি কোচে আগুনের শিখা দেখা যায় ৷ সকাল 7টা নাগাদ সঙ্গে সঙ্গে এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ ওই কোচে যাত্রী সংখ্যা ছিল প্রায় 30-র উপরে ৷ তাঁদের সকলকেই নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয় ৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছন দমকলের কর্মীরা ৷

দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই ব্যাটারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ এই ঘটনায় সাহায্যের হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারাও ৷ উল্লেখ্য, রানি কমলাপতি-নিজামুদ্দিন মধ্যপ্রদেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ৷ গত 1 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করেছিলেন ৷ তবে বারবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসায় রেলের সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল ৷

Last Updated : Jul 17, 2023, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.