মুম্বই, 6 অক্টোবর: মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু ও 40 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে দুই নাবালক ও দুই মহিলা রয়েছে ৷ শুক্রবার ভোররাত 3টে 5 মিনিটে গোরেগাঁও পশ্চিম এলাকায় অবস্থিত জয় ভবানী ভবনের 7 তলা বিল্ডিংয়ে আগুন লাগে ৷ খবর পেয়ে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে ৷ প্রায় 20টিরও বেশি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
দমকল কর্মীরা 40 জনকে উদ্ধার করেছেন ৷ ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভবনের সংলগ্ন এলাকায় থাকা প্রায় 30টি গাড়ি পুড়ে গিয়েছে ৷ আগুন লাগার পর ভবন থেকে 30 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ তবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ৷ নিহতদের পরিচয় এখনও জানা যায়নি ৷
জানা গিয়েছে, জয় ভবানী বিল্ডিংটি ছিল গ্রাউন্ড প্লাস সেভেন ফ্লোরের ৷ মুম্বইয়ের দমকল বাহিনী জানিয়েছে যে এটি লেভেল টু আগুন ৷ এই আগুনে 31 জন আহত হয়েছে ও তাদের মধ্যে 14 জন গুরুতর আহত ৷ দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুম্বইয়ের ট্রমা কেয়ার অ্যান্ড কুপার হাসপাতালে ভর্তি করেন ৷ এই আগুন লাগার ফলে নিচের তলায় কয়েকটি দোকান ও তার সামনে রাখা গাড়িগুলি সব পুড়ে গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীর দেওয়া বক্তব্য অনুযায়ী, "3টের দিকে একটি বড় বিস্ফোরণ ঘটে ৷ সেই বিস্ফোরণের শব্দে আমরা জেগে উঠি ৷ তারপর নিচের দিকে তাকিয়ে আগুন দেখতে পেলাম ৷ তখনই বাড়ির সবাই জেগে ওঠে ৷ বাইরে বেরিয়ে পড়ি সকলে ৷"
আরও পড়ুন : বেঙ্গালুরুতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু মা ও 2 বছরের শিশুকন্যার