ETV Bharat / bharat

হায়দরাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নার্স হস্টেল - বেসরকারি হাসপাতালে আগুন

Fire Broke Out in a Hospital: হায়দরাবাদের গুড়িমালকাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন ৷ শনিবার সন্ধ্যায় আগুন লাগে হাসপাতালের 6 তলায় ৷ এই তলাতেই ছিল হাসপাতালে কর্মরত নার্সদের থাকার জায়গা ৷ যদিও ঘটনায় কেউ জখম হননি ৷

Fire Broke Out in a Hospital
হাসপাতালের নার্স হস্টেলে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:28 PM IST

হাসপাতালের নার্স হস্টেলে আগুন

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: হায়দরাবাদের গুড়িমালকাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন ৷ শনিবার সন্ধ্যায় আগুন লেগে যায় হাসপাতালের 6 তলায় ৷ যদিও ঘটনার জেরে কেউ জখম হননি ৷ দমকলকর্মী ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে ৷ যার জেরে এই ঘটনায় কেউ জখম হননি ৷

ঘটনাটি ঘটেছে অঙ্কুরা নামক একটি বেসরকারি হাসপাতালে ৷ আগুন সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে ৷ হাসপাতালের কর্মীরাই চারজন মহিলা ও দু'জন বাচ্চাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন ৷ ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই কর্মীরা রোগীদের বাইরে নিয়ে আসার ব্যবস্থা করেন ৷ যার জেরে কারও কোনও ক্ষতি হয়নি ৷

ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ এবং দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৷ চারটি দমকলের লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ জানা গিয়েছে ধীরে ধীরে এক তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন ৷ যদিও ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ তবে পুলিশের আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর ৷

হাসপাতালের ছ'তলাটি ছিল হাসপাতালের নার্সদের হস্টেল ৷ প্রায় 100 নার্স সেখানে থাকতেন ৷ অগ্নি কাণ্ডের কথা জানতে পেরে তাঁরা সকলেই দ্রুত বাইরে চলে আসেন ৷ তবে কেউ তাঁদের সার্টিফিকেট ও অন্যান্য জিনিসপত্র বাইরে আনতে পারেননি ৷ যার জেরে সবই ভস্মিভূত হয়ে গিয়েছে এই অগ্নি কাণ্ডে ৷ ঘটনার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷

আরও পড়ুুন:

  1. গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই, পিটিয়ে খুন করল গ্রামবাসীরা
  2. কলকাতায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধার হওয়া গাড়ি থেকে মিলল ইঙ্গিতপূর্ণ চিঠি
  3. অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা নিউটাউনে, হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ

হাসপাতালের নার্স হস্টেলে আগুন

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: হায়দরাবাদের গুড়িমালকাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন ৷ শনিবার সন্ধ্যায় আগুন লেগে যায় হাসপাতালের 6 তলায় ৷ যদিও ঘটনার জেরে কেউ জখম হননি ৷ দমকলকর্মী ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে ৷ যার জেরে এই ঘটনায় কেউ জখম হননি ৷

ঘটনাটি ঘটেছে অঙ্কুরা নামক একটি বেসরকারি হাসপাতালে ৷ আগুন সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে ৷ হাসপাতালের কর্মীরাই চারজন মহিলা ও দু'জন বাচ্চাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন ৷ ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই কর্মীরা রোগীদের বাইরে নিয়ে আসার ব্যবস্থা করেন ৷ যার জেরে কারও কোনও ক্ষতি হয়নি ৷

ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ এবং দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৷ চারটি দমকলের লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ জানা গিয়েছে ধীরে ধীরে এক তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন ৷ যদিও ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ তবে পুলিশের আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর ৷

হাসপাতালের ছ'তলাটি ছিল হাসপাতালের নার্সদের হস্টেল ৷ প্রায় 100 নার্স সেখানে থাকতেন ৷ অগ্নি কাণ্ডের কথা জানতে পেরে তাঁরা সকলেই দ্রুত বাইরে চলে আসেন ৷ তবে কেউ তাঁদের সার্টিফিকেট ও অন্যান্য জিনিসপত্র বাইরে আনতে পারেননি ৷ যার জেরে সবই ভস্মিভূত হয়ে গিয়েছে এই অগ্নি কাণ্ডে ৷ ঘটনার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷

আরও পড়ুুন:

  1. গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই, পিটিয়ে খুন করল গ্রামবাসীরা
  2. কলকাতায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধার হওয়া গাড়ি থেকে মিলল ইঙ্গিতপূর্ণ চিঠি
  3. অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা নিউটাউনে, হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.