ETV Bharat / bharat

Fire breaks out at Vikaspuri: দিল্লির বিকাশপুরীতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 18টি ইঞ্জিন - দিল্লির বিকাশপুরীতে একটি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

শনিবারের রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির বিকাশপুরী এলাকায় (Fire breaks out at Vikaspuri) ৷ এখনও হতাহতের কোনও খবর নেই ৷

ETV Bharat
দিল্লির বিকাশপুরীতে একটি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন
author img

By

Published : Dec 24, 2022, 9:55 AM IST

Updated : Dec 24, 2022, 12:17 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল রাজধানী দিল্লিতে ৷ বিকাশপুরী এলাকায় একটি দোকানে আগুন লাগে ৷ ভোর সাড়ে 5টার দিকে আগুনটি লেগেছে বলে জানা গিয়েছে (Fire breaks out in building at Vikaspuri in Delhi) ।

অবিলম্বে ঘটনাস্থলে আসে দমকলের 18টি ইঞ্জিন ৷ তারা আগুন নেভানোর চেষ্টা করছে ৷ এখনও কোন হতাহতের খবর নেই । কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল বাহিনী ৷

উল্লেখ্য, এর আগে 9 ডিসেম্বর লখনউয়ে একটি রেস্তরাঁয় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় অগ্নিদগ্ধ হন দুই যুবক ৷ আহত হন আরও অনেকে ৷ 17 ডিসেম্বর তেলেঙ্গানার মাঞ্চরিয়ালা জেলার মন্দামারি মন্ডলের ভেঙ্কটাপুরে একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই ঘটনায় ছ'জন মারা যান ৷ এবার আগুন লাগল রাজধাানীর জনবহুল এলাকায় ।

আরও পড়ুন: লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত যুবক, হাসপাতালে আরও এক

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল রাজধানী দিল্লিতে ৷ বিকাশপুরী এলাকায় একটি দোকানে আগুন লাগে ৷ ভোর সাড়ে 5টার দিকে আগুনটি লেগেছে বলে জানা গিয়েছে (Fire breaks out in building at Vikaspuri in Delhi) ।

অবিলম্বে ঘটনাস্থলে আসে দমকলের 18টি ইঞ্জিন ৷ তারা আগুন নেভানোর চেষ্টা করছে ৷ এখনও কোন হতাহতের খবর নেই । কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল বাহিনী ৷

উল্লেখ্য, এর আগে 9 ডিসেম্বর লখনউয়ে একটি রেস্তরাঁয় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় অগ্নিদগ্ধ হন দুই যুবক ৷ আহত হন আরও অনেকে ৷ 17 ডিসেম্বর তেলেঙ্গানার মাঞ্চরিয়ালা জেলার মন্দামারি মন্ডলের ভেঙ্কটাপুরে একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই ঘটনায় ছ'জন মারা যান ৷ এবার আগুন লাগল রাজধাানীর জনবহুল এলাকায় ।

আরও পড়ুন: লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত যুবক, হাসপাতালে আরও এক

Last Updated : Dec 24, 2022, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.