নয়াদিল্লি, 17 এপ্রিল : রাজধানীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ৷ রবিবার সকালে দিল্লির উপহার সিনেমা হলে ভয়াবহ আগুন লাগে (Fire breaks out at Uphaar cinema hall)৷ ঘটনাস্থলে যায় দমকলের 9টি ইঞ্জিন ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ ৷ তবে এখনও পর্যন্ত কারও হতাহতের খবর নেই ৷
দমকল বিভাগের তরফে জানা গিয়েছে, আগুন লাগে সাতসকালে (Fire Uphaar cinema hall near Green Park metro station)৷ সিনেমা হলের ভেতরে কিছু কাঠের চেয়ার ও আসবাবপত্র জ্বলতে দেখা যায় ৷ এক আধিকারিক জানান, "ভোর পৌনে পাঁচটা নাগাদ আমরা একটা ফোনে অগ্নিকাণ্ডের খবর পাই ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের 9টি ইঞ্জিন ৷ তবে দু ঘণ্টার মধ্যে অর্থাৎ সওয়া সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কেউ হতাহত হননি ৷"
আরও পড়ুন: আমরা ভারতকে আগুনের হাত থেকে রক্ষা করতে পারব?
দক্ষিণ দিল্লির গ্রিনপার্কে উপহার সিনেমা হল (Uphaar cinema hall fire) 20 বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷ 1997 সালের 13 জুন ওই দোতলা সিনেমা হলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর থেকে তা বন্ধ করে দেওয়া হয় ৷ সেই ঘটনায় সিনেমা দেখতে যাওয়া 150-রও বেশি মানুষ আটকে পড়েছিলেন ৷ মৃত্যু হয় 59 জনের ৷ আগুনের থেকে বাঁচতে হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হয়ে জখম হন প্রায় শতাধিক মানুষ ৷ সেই ভয়াবহ স্মৃতিই ফিরে এল আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় ৷ তবে দমকলের তৎপরতায় দু ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে এসেছে ৷