ETV Bharat / bharat

Amritsar Hospital Fire : অমৃতসরের সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড - অমৃতসরের সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড

এদিন হাসপাতাল চত্বরে এই আগুন (Fire breaks out at Amritsar Hospital) লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্মীদের তৎপরতায় রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দমকল ৷

punjab hospital fire
অমৃতসরের সরকারি হাসপাতালে আগুন
author img

By

Published : May 14, 2022, 7:13 PM IST

Updated : May 14, 2022, 8:29 PM IST

অমৃতসর, 14 মে : শনিবার বিকেলে আচমকাই পঞ্জাবের অমৃতসরের গুরু নানক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Fire breaks out at Amritsar Hospital) ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷

জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে চলে আসে ৷ লভপ্রীত সিং নামে এক দমকল আধিকারিক জানিয়েছেন, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা ৷ খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন এসে আগুন নেভায় ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িছে এখানে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ৷

অমৃতসরের সরকারি হাসপাতালে আগুন

আরও পড়ুন : 27 জনের প্রাণ কাড়ল দিল্লির অফিসের আগুন, অনেকে নিখোঁজ ; ক্ষতিপূরণ ঘোষণা মোদির

এদিন হাসপাতাল চত্বরে এই আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্মীদের তৎপরতায় রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে সেখানেও দেখা গিয়েছে আগুনের বড়বড় হলকা ও কালো ধোঁয়ার গোলা ৷ দমকলকর্মীরা সঠিক সময়ে না এলে এই আগুন বিধ্বংসী আকার ধারণ করতে পারত বলে অনুমাণ ৷

অমৃতসর, 14 মে : শনিবার বিকেলে আচমকাই পঞ্জাবের অমৃতসরের গুরু নানক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Fire breaks out at Amritsar Hospital) ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷

জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে চলে আসে ৷ লভপ্রীত সিং নামে এক দমকল আধিকারিক জানিয়েছেন, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা ৷ খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন এসে আগুন নেভায় ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িছে এখানে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ৷

অমৃতসরের সরকারি হাসপাতালে আগুন

আরও পড়ুন : 27 জনের প্রাণ কাড়ল দিল্লির অফিসের আগুন, অনেকে নিখোঁজ ; ক্ষতিপূরণ ঘোষণা মোদির

এদিন হাসপাতাল চত্বরে এই আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্মীদের তৎপরতায় রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে সেখানেও দেখা গিয়েছে আগুনের বড়বড় হলকা ও কালো ধোঁয়ার গোলা ৷ দমকলকর্মীরা সঠিক সময়ে না এলে এই আগুন বিধ্বংসী আকার ধারণ করতে পারত বলে অনুমাণ ৷

Last Updated : May 14, 2022, 8:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.