ETV Bharat / bharat

Cheetah Death at Kuno: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে - কুনো জাতীয় উদ্যান

দক্ষিণ আফ্রিকা থেকে আনা মহিলা চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে ৷ 42 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় চিতার মৃত্যু ৷

Cheetah dies in
চিতার মৃত্যু
author img

By

Published : May 9, 2023, 8:41 PM IST

ভোপাল(মধ্যপ্রদেশ), 9 মে: মঙ্গলবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল আরও একটি চিতার ৷ দক্ষিণ আফ্রিকা নিয়ে আসা হয়েছিল ওই চিতাকে ৷ মৃত মহিলা চিতাটির নাম দক্ষ ৷ এমনটাই জানিয়েছেন এক বনবিভাগের আধিকারিক । কুনো জাতীয় উদ্যানে এ নিয়ে আফ্রিকা থেকে আনা তিনটি চিতার মৃত্যু হল। এর আগে 27 মার্চ ও 23 এপ্রিল যথাক্রমে একটি স্ত্রী চিতা ও একটি পুরুষ চিতা মারা গিয়েছিল কুনো জাতীয় উদ্যানে। এদিন সকালে কুনো জাতীয় উদ্যানের একটি মনিটরিং টিম আহত অবস্থায় দক্ষকে খুঁজে পায়। তাকে অবিলম্বে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছিল ৷ কিন্তু দুপুর 12টার দিকে সে মারা যায় ৷

দক্ষকে এক নম্বর ঘেরে ছেড়ে দেওয়া হয়েছিল দুই পুরুষ চিতা বায়ু এবং অগ্নির সঙ্গে ৷ তাদের সঙ্গে সঙ্গমের জন্য বোমা 7 (ঘের) থেকে ছাড়া হয় দক্ষকে ৷ তবে দেখা গিয়েছে, পুরুষ চিতাগুলি সঙ্গমের প্রক্রিয়া চলাকালীন হিংস্র হয়ে উঠেছে ৷ যা একটি স্বাভাবিক বিষয় বলে বনকর্তারা মনে করেছিলেন। সেই কারণেই মৃত্যু কি না, উঠছে প্রশ্ন ৷ কিন্তু কী কারণে মহিলা চিতার মৃত্যু হয়েছে, তা মনিটরিং টিম তদন্ত করে দেখছে ।

চিতা সাশা এবং উদয়কে সেপ্টেম্বর 2022 সালে আলাদা আলাদাভাবে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয় ৷ 27 মার্চ এবং 23 এপ্রিল তাদের মৃত্যু হয় ৷ কিডনিতে সংক্রমণের জেরে উদয়ের মৃত্যু হয় বলে খবর ৷ তার প্রাথমিক রক্ত পরীক্ষার রিপোর্টে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে ৷ তবে এখনও মূল রিপোর্ট সামনে আসেনি ৷ 12টি চিতা ভারতে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা হয় ৷ তার মধ্যেই ছিল 6 বছরের উদয় ৷ জানা গিয়েছে, উদয়ের কিডনি বিকল হয়ে মৃত্যু হয় ৷

আরও পড়ুন: সাশার পর উদয়, কুনোয় মৃত্যু হল আরও এক আফ্রিকান চিতার

ভোপাল(মধ্যপ্রদেশ), 9 মে: মঙ্গলবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল আরও একটি চিতার ৷ দক্ষিণ আফ্রিকা নিয়ে আসা হয়েছিল ওই চিতাকে ৷ মৃত মহিলা চিতাটির নাম দক্ষ ৷ এমনটাই জানিয়েছেন এক বনবিভাগের আধিকারিক । কুনো জাতীয় উদ্যানে এ নিয়ে আফ্রিকা থেকে আনা তিনটি চিতার মৃত্যু হল। এর আগে 27 মার্চ ও 23 এপ্রিল যথাক্রমে একটি স্ত্রী চিতা ও একটি পুরুষ চিতা মারা গিয়েছিল কুনো জাতীয় উদ্যানে। এদিন সকালে কুনো জাতীয় উদ্যানের একটি মনিটরিং টিম আহত অবস্থায় দক্ষকে খুঁজে পায়। তাকে অবিলম্বে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছিল ৷ কিন্তু দুপুর 12টার দিকে সে মারা যায় ৷

দক্ষকে এক নম্বর ঘেরে ছেড়ে দেওয়া হয়েছিল দুই পুরুষ চিতা বায়ু এবং অগ্নির সঙ্গে ৷ তাদের সঙ্গে সঙ্গমের জন্য বোমা 7 (ঘের) থেকে ছাড়া হয় দক্ষকে ৷ তবে দেখা গিয়েছে, পুরুষ চিতাগুলি সঙ্গমের প্রক্রিয়া চলাকালীন হিংস্র হয়ে উঠেছে ৷ যা একটি স্বাভাবিক বিষয় বলে বনকর্তারা মনে করেছিলেন। সেই কারণেই মৃত্যু কি না, উঠছে প্রশ্ন ৷ কিন্তু কী কারণে মহিলা চিতার মৃত্যু হয়েছে, তা মনিটরিং টিম তদন্ত করে দেখছে ।

চিতা সাশা এবং উদয়কে সেপ্টেম্বর 2022 সালে আলাদা আলাদাভাবে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয় ৷ 27 মার্চ এবং 23 এপ্রিল তাদের মৃত্যু হয় ৷ কিডনিতে সংক্রমণের জেরে উদয়ের মৃত্যু হয় বলে খবর ৷ তার প্রাথমিক রক্ত পরীক্ষার রিপোর্টে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে ৷ তবে এখনও মূল রিপোর্ট সামনে আসেনি ৷ 12টি চিতা ভারতে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা হয় ৷ তার মধ্যেই ছিল 6 বছরের উদয় ৷ জানা গিয়েছে, উদয়ের কিডনি বিকল হয়ে মৃত্যু হয় ৷

আরও পড়ুন: সাশার পর উদয়, কুনোয় মৃত্যু হল আরও এক আফ্রিকান চিতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.