ETV Bharat / bharat

Mid-Air Molestation: ঘুমন্ত মহিলা যাত্রীর গোপনাঙ্গ স্পর্শের অভিযোগ, মামলা দায়ের বেঙ্গালুরু বিমানবন্দর থানায় - বেঙ্গালুরু বিমানবন্দর থানায়

রাতে যাত্রা করার সময় মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল পুরুষ যাত্রীর বিরুদ্ধে ৷ বেঙ্গালুরু বিমানবন্দর থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা ৷

Etv Bharat
বেঙ্গালুরু কেম্পেগৌড়া বিমানবন্দর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 10:04 PM IST

বেঙ্গালুরু, 8 নভেম্বর: ফ্লাইটের পাশের সিটে বসে থাকা পুরুষ যাত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ স্পর্শ করার অভিযোগ আনলেন এক মহিলা যাত্রী ৷ তাঁর অভিযোগ, ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ওই পুরুষ যাত্রী গোপনাঙ্গ স্পর্শ করে যৌন হয়রানি করেছেন ৷ যাত্রীর বিরুদ্ধে মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তের নাম রঙ্গনাথ ৷

6 নভেম্বর রাতে একজন মহিলা যাত্রী লুফথানসা এয়ারলাইন্সের ফ্লাইট এলএইচ 0754 চড়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন । 38K নম্বর সিটে বসা ওই মহিলা যাত্রাপথের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন ৷ রাত 11টা 45 মিনিটে যখন ঘুম ভাঙে, তখন ওই মহিলার অভিযোগ; পাশের সিটে (38J) বসা 50 বছর বয়সি রঙ্গনাথ মহিলার গোপনাঙ্গে হাত দেন। পরে মহিলাটি তার হাত সরিয়ে ফের ঘুমিয়ে পড়েন ৷ কিন্তু বেলা 12টার দিকে ঘুম থেকে জেগে উঠলে মহিলা আবার তার গোপনাঙ্গে হাত দিতে দেখেন রঙ্গনাথকে। পরে ওই মহিলা ফ্লাইটের কর্মীকে বিষয়টি জানান এবং অভিযোগ করেন ৷

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন মহিলা যাত্রী রঙ্গনাথ নামে এক যাত্রীর বিরুদ্ধে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন ৷ যিনি ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। জানা গিয়েছে, রঙ্গনাথের বাড়ি বেঙ্গালুরুতে ।

আরও পড়ুন : মাঝ আকাশে বিমান কর্মীর শ্লীলতাহানিতে অভিযুক্ত মদ্যপ যাত্রীকে গ্রেফতার

বেঙ্গালুরু, 8 নভেম্বর: ফ্লাইটের পাশের সিটে বসে থাকা পুরুষ যাত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ স্পর্শ করার অভিযোগ আনলেন এক মহিলা যাত্রী ৷ তাঁর অভিযোগ, ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ওই পুরুষ যাত্রী গোপনাঙ্গ স্পর্শ করে যৌন হয়রানি করেছেন ৷ যাত্রীর বিরুদ্ধে মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তের নাম রঙ্গনাথ ৷

6 নভেম্বর রাতে একজন মহিলা যাত্রী লুফথানসা এয়ারলাইন্সের ফ্লাইট এলএইচ 0754 চড়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন । 38K নম্বর সিটে বসা ওই মহিলা যাত্রাপথের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন ৷ রাত 11টা 45 মিনিটে যখন ঘুম ভাঙে, তখন ওই মহিলার অভিযোগ; পাশের সিটে (38J) বসা 50 বছর বয়সি রঙ্গনাথ মহিলার গোপনাঙ্গে হাত দেন। পরে মহিলাটি তার হাত সরিয়ে ফের ঘুমিয়ে পড়েন ৷ কিন্তু বেলা 12টার দিকে ঘুম থেকে জেগে উঠলে মহিলা আবার তার গোপনাঙ্গে হাত দিতে দেখেন রঙ্গনাথকে। পরে ওই মহিলা ফ্লাইটের কর্মীকে বিষয়টি জানান এবং অভিযোগ করেন ৷

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন মহিলা যাত্রী রঙ্গনাথ নামে এক যাত্রীর বিরুদ্ধে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন ৷ যিনি ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। জানা গিয়েছে, রঙ্গনাথের বাড়ি বেঙ্গালুরুতে ।

আরও পড়ুন : মাঝ আকাশে বিমান কর্মীর শ্লীলতাহানিতে অভিযুক্ত মদ্যপ যাত্রীকে গ্রেফতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.