ETV Bharat / bharat

অতিথিদের 112 পাতার আমন্ত্রণপত্র পাঠালেন কনের বাবা - কর্নাটকের শিবমোগ্গা

বর্তমান সময়ে বিয়েতে ফোটোশুট ও অন্যান্য শৌখিন বিষয়ে লাখ লাখ টাকা খরচ করা হয় ৷ কিন্তু মেয়ে শিবানীর বিয়েকে স্মরণীয় করে রাখতে সেসবের দিকে হাঁটেননি কর্নাটকের এক কনের বাবা ৷

অতিথিদের 112 পাতার আমন্ত্রণপত্র পাঠালেন কনের বাবা
অতিথিদের 112 পাতার আমন্ত্রণপত্র পাঠালেন কনের বাবা
author img

By

Published : Nov 22, 2020, 3:00 PM IST

শিবামোগ্গা (কর্নাটক), 22 নভেম্বর : ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, স্বর্গে তৈরি হয় বৈবাহিক সম্পর্ক ৷ আর বিবাহের শুভমুহূর্তে হবু দম্পতি বন্ধু-বান্ধব, পরিবার ও অন্যান্যদের আশীর্বাদ ও শুভকামনার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকেন ৷ বিয়ের কার্ড দিয়ে সাধারণত অতিথিদের আমন্ত্রণ জানানো হয় ৷ আজকালকার দিনে বিয়ের কার্ডেও এসেছে বৈচিত্র্য ৷ এবার সেই অভিনব বিয়ের কার্ডের জন্য শিরোনামে এসেছে কর্নাটকের শিবমোগ্গা জেলার একটি বিয়ে ৷ যেখানে কনের বাবা অতিথিদের একটি 112 পাতার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ৷ মেয়ের বাবা সেই আমন্ত্রণ পত্রিকায় 676 শব্দের নিবন্ধ লিখেছেন ৷

বর্তমান সময়ে বিয়েতে ফোটোশুট ও অন্যান্য শৌখিন বিষয়ে লাখ লাখ টাকা খরচ করা হয় ৷ কিন্তু মেয়ে শিবানীর বিয়েকে স্মরণীয় করে রাখতে সেসবের দিকে হাঁটেননি কর্নাটকের শিবমোগ্গা জেলার বাসিন্দা এইচভি পঞ্চকশরাপ্পা ৷ যিনি পেশায় একজন লেখক ৷ মেয়ের বিয়েকে স্মরণীয় করতে তুলে নেন কলম ৷ তৈরি করে ফেলেন 112 পাতার আমন্ত্রণপত্র ৷ যা অবশ্য আমন্ত্রণ পত্রিকায় পরিণত হয়েছে ৷ মেয়ে শিবানীর বিয়ের আমন্ত্রণপত্রে বিভিন্ন রীতির বিয়ে, বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান ও সপ্তপদী নিয়ে লিখেছেন পঞ্চকশরাপ্পা ৷ এই বিশেষ বিয়ের কার্ডে বৈবাহিক সম্পর্ক নিয়ে নিজের মতামত গদ্য ও ছড়ার মাধ্যমে লিখেছেন ৷ কার্ডে নিজের ছদ্মনাম পঞ্চরঙ্গি ব্যবহার করেছেন তিনি ৷ তারপর অভিনব এই বিয়ের কার্ড পাঠিয়ে দিয়েছেন অতিথিদের ৷

বিয়ের কার্ড
বিয়ের কার্ড

এই আমন্ত্রণপত্রটি শিবমোগ্গা জেলায় ভালোরকম উৎসাহের সৃষ্টি করেছে ৷ প্রচুর মানুষ এই আমন্ত্রণপত্র দেখার জন্য ছুটে গেছেন । বিবাহের আমন্ত্রণপত্রে জীবন এবং বিবাহ সম্পর্কে সুন্দর বার্তা দেওয়ার জন্য পঞ্চকশরাপ্পার আত্মীয় এবং বন্ধুরা তাঁর কাজের প্রশংসা করছেন ৷ এছা়ড়া "প্রেমাঞ্জলি" নামে 208 পাতার একটি বই লিখেছেন তিনি ৷ বাগদানের উপর তাঁর একটি সিডিও রয়েছে ৷

দেখুন সেই অভিনব বিয়ের কার্ড

বিবাহ কেবল একটি শব্দ বা সরল কোনও সম্পর্ক নয় ৷ এটি একজন পুরুষ ও মহিলার মধ্যে বন্ধন ৷ কারও সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানে জীবনে অন্যতম একটি অধ্যায়ে প্রবেশ করা । জীবনের এই বিশেষ দিনটিতে অনেকেই ভিন্ন কিছু করে থাকেন ৷ যাতে ভবিষ্যতের জন্য স্মৃতি তৈরি করে রাখা যায় ৷ ঠিক সেভাবেই পঞ্চকশরাপ্পা এই সুন্দর ও অভিনব আমন্ত্রণপত্র তৈরি করে মেয়ের বিয়েকে সবার স্মৃতিতে রাখতে চেয়েছেন ৷

শিবামোগ্গা (কর্নাটক), 22 নভেম্বর : ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, স্বর্গে তৈরি হয় বৈবাহিক সম্পর্ক ৷ আর বিবাহের শুভমুহূর্তে হবু দম্পতি বন্ধু-বান্ধব, পরিবার ও অন্যান্যদের আশীর্বাদ ও শুভকামনার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকেন ৷ বিয়ের কার্ড দিয়ে সাধারণত অতিথিদের আমন্ত্রণ জানানো হয় ৷ আজকালকার দিনে বিয়ের কার্ডেও এসেছে বৈচিত্র্য ৷ এবার সেই অভিনব বিয়ের কার্ডের জন্য শিরোনামে এসেছে কর্নাটকের শিবমোগ্গা জেলার একটি বিয়ে ৷ যেখানে কনের বাবা অতিথিদের একটি 112 পাতার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ৷ মেয়ের বাবা সেই আমন্ত্রণ পত্রিকায় 676 শব্দের নিবন্ধ লিখেছেন ৷

বর্তমান সময়ে বিয়েতে ফোটোশুট ও অন্যান্য শৌখিন বিষয়ে লাখ লাখ টাকা খরচ করা হয় ৷ কিন্তু মেয়ে শিবানীর বিয়েকে স্মরণীয় করে রাখতে সেসবের দিকে হাঁটেননি কর্নাটকের শিবমোগ্গা জেলার বাসিন্দা এইচভি পঞ্চকশরাপ্পা ৷ যিনি পেশায় একজন লেখক ৷ মেয়ের বিয়েকে স্মরণীয় করতে তুলে নেন কলম ৷ তৈরি করে ফেলেন 112 পাতার আমন্ত্রণপত্র ৷ যা অবশ্য আমন্ত্রণ পত্রিকায় পরিণত হয়েছে ৷ মেয়ে শিবানীর বিয়ের আমন্ত্রণপত্রে বিভিন্ন রীতির বিয়ে, বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান ও সপ্তপদী নিয়ে লিখেছেন পঞ্চকশরাপ্পা ৷ এই বিশেষ বিয়ের কার্ডে বৈবাহিক সম্পর্ক নিয়ে নিজের মতামত গদ্য ও ছড়ার মাধ্যমে লিখেছেন ৷ কার্ডে নিজের ছদ্মনাম পঞ্চরঙ্গি ব্যবহার করেছেন তিনি ৷ তারপর অভিনব এই বিয়ের কার্ড পাঠিয়ে দিয়েছেন অতিথিদের ৷

বিয়ের কার্ড
বিয়ের কার্ড

এই আমন্ত্রণপত্রটি শিবমোগ্গা জেলায় ভালোরকম উৎসাহের সৃষ্টি করেছে ৷ প্রচুর মানুষ এই আমন্ত্রণপত্র দেখার জন্য ছুটে গেছেন । বিবাহের আমন্ত্রণপত্রে জীবন এবং বিবাহ সম্পর্কে সুন্দর বার্তা দেওয়ার জন্য পঞ্চকশরাপ্পার আত্মীয় এবং বন্ধুরা তাঁর কাজের প্রশংসা করছেন ৷ এছা়ড়া "প্রেমাঞ্জলি" নামে 208 পাতার একটি বই লিখেছেন তিনি ৷ বাগদানের উপর তাঁর একটি সিডিও রয়েছে ৷

দেখুন সেই অভিনব বিয়ের কার্ড

বিবাহ কেবল একটি শব্দ বা সরল কোনও সম্পর্ক নয় ৷ এটি একজন পুরুষ ও মহিলার মধ্যে বন্ধন ৷ কারও সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানে জীবনে অন্যতম একটি অধ্যায়ে প্রবেশ করা । জীবনের এই বিশেষ দিনটিতে অনেকেই ভিন্ন কিছু করে থাকেন ৷ যাতে ভবিষ্যতের জন্য স্মৃতি তৈরি করে রাখা যায় ৷ ঠিক সেভাবেই পঞ্চকশরাপ্পা এই সুন্দর ও অভিনব আমন্ত্রণপত্র তৈরি করে মেয়ের বিয়েকে সবার স্মৃতিতে রাখতে চেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.