ধার, 13 মে : রিল থেকে রিয়েল ৷ হিন্দি সিনেমা 'বাবুল'-এর কাহিনী এবার বাস্তবে । অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্য়ায় খ্য়াত বিখ্য়াত সিনেমা 'বাবুল'-এর এ যেন পুনরাবৃত্তি ৷ পর্দায় বাবুলে আমরা দেখি ছেলের মৃত্য়ুর পর পুত্রবধূর খুশির জন্য় এবং বাকি জীবন তাঁর কীভাবে কাটবে তা ভেবে, পুত্রবধূর ফের বিয়ে দেন শ্বশুর (Dhar Widowed Daughter Marriage) ৷ বাস্তবে এরকমই এক বিরল ঘটনার সাক্ষী থাকল মধ্য়প্রদেশের ধার জেলা ৷
করোনা কেড়ে নিয়েছে বহু মানুষকে ৷ অন্ধকার করে দিয়েছে বহু বাড়িকে ৷ এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসারের ছেলে মারা গিয়েছে করোনায় ৷ ছেলের মৃত্যুর পর শ্বশুর তাঁর পুত্রবধূ ও 9 বছরের নাতনির কষ্ট বুঝতে পেরে তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পুত্রবধূকে বিয়ে দিলেন ৷
আরও পড়ুন : সন্তান মারা গেছে 4 বছর আগে, পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুরমশাই
জানা গিয়েছে, যুগপ্রকাশ তিওয়ারির ছেলে প্রিয়াঙ্ক তিওয়ারি ৷ করোনায় ছেলে মারা যাওয়ার পর একা থেকে যান স্ত্রী ও 9 বছরের মেয়েকে ৷ ছেলেকে হারানোর পর পুত্রবধূ ও নাতনির কষ্ট বুঝতে পারেন ৷ দিন রাত ভেবে তাঁদের সুখে থাকার চিন্তা করতে থাকেন যুগপ্রকাশ ৷ খুঁজতে থাকেন পুত্রবধূর জন্য় পাত্র ৷ আর যেই না ভাবা সেই কাজ ৷ পেয়েও গেলেন পাত্র ৷ অনেক চেষ্টার পর নাগপুরে বিয়ে দিলেন কন্য়াসম পুত্রবধূকে ৷ অক্ষয় তৃতীয়ার দিন তিনি কন্য়াদান করেন ৷ তাঁর এই কাজকে সাধুবাদ জানান অনেকেই ৷ উপহার হিসেবে নবদম্পতিকে দিলেন তাঁর মৃত ছেলের বাংলোটিও ৷