ETV Bharat / bharat

VRS to Unfit Policemen: মদ্যপানে আসক্ত আনফিট পুলিশকর্মীদের ভিআরএস দেওয়ার সিদ্ধান্ত - VRS to Unfit Policemen

ভুঁড়ি এবং মদ্যপানের অভ্যেস থাকলে পুলিশের চাকরি খোয়াতে হবে ৷ অসম সরকারের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ ইতিমধ্যে 300 জনের প্রথম দফার তালিকা তৈরি করেছে হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷

VRS to Unfit Policemen in Assam ETV BHARAT
VRS to Unfit Policemen in Assam
author img

By

Published : May 1, 2023, 1:48 PM IST

গুয়াহাটি, 1 মে: পুলিশ মানেই একটা বদ্ধমূল ধারণা, ভুঁড়িওয়ালা একজন ব্যক্তি থানার চেয়ারে বসে থাকবেন ৷ আর তাঁকে ঘিরে থাকবেন অন্যান্য পুলিশ কর্মীরা ৷ আরও একটি ধারণা বর্তমানে তৈরি হয়েছে, পুলিশ মাত্রই মদ্যপান করে ৷ কিন্তু, এই ধারণা থেকে বেরোতে উদ্যোগী অসম সরকার ৷ ভুঁড়ি এবং মদ্যপানের অভ্যেস থাকলে পুলিশে চাকরি করা যাবে না ৷ এমনকী বর্তমানে কর্মরত এমন পুলিশ আধিকারিকদের চাকরিতে আর রাখা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ তাঁদের ভিআরএস দিয়ে দেওয়া হবে ৷ অর্থাৎ, স্বেচ্ছা অবসর স্কিমে ফোর্স থেকে সরিয়ে দেওয়া হবে আনফিট ও মদ্যপানে আসক্ত পুলিশ আধিকারিকদের ৷ রবিবার অসম সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

অসম সরকারের তরফে সম্প্রতি একটি উদ্যোগ নেওয়া হয়েছে ৷ যার নাম রাখা হয়েছে, ‘স্মার্ট পুলিশ অপারেশনাল’ ৷ যার আওতায় অসমের সব পুলিশ আধিকারিক এবং বাহিনীর সদস্যদের ফিট থাকা বাধ্যতামূলক এবং তাঁদের মদ্যপানের অভ্যেস থাকা চলবে না ৷ কর্তব্যরত অবস্থায় সুস্থ এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে ৷ আর আনফিট এবং মদ্যপ পুলিশ আধিকারিক এবং কর্মীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে অসমের স্বরাষ্ট্র দফতর ৷ ইতিমধ্য একটি কমিটি গঠন করেছে তারা ৷ তাদের কাজ হবে রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়, সব থানা এবং বাহিনী থেকে আনফিট ও মদ্যপ কর্মীদের তালিকা তৈরি করা ৷

এ নিয়ে অসম পুলিশকে উদ্দেশ্য করে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি ঘোষণা করেছেন ৷ তিনি বলেছেন, ‘‘অসম পুলিশে 300 জন আধিকারিক এবং জওয়ান রয়েছেন, যাঁরা অভ্যেসের কারণে মদ্যপান করেন ৷ অ্যালকোহল তাঁদের শরীরকে একটি অকার্যকর এবং বিধ্বস্ত করে তুলছে ৷ তাই সরকার নিয়ম করেছে যে, তাঁদের ভিআরএস নিতে হবে ৷ তাঁরা নিয়মিত বেতন পাবেন ৷ আর তাঁদের জায়গায় নতুন যুবকদের সুযোগ দেওয়া হবে ৷’’

আরও পড়ুন: তেষ্টায় গলা শুকিয়েছে, বন্দিকে মদের দোকানে নিয়ে গেল যোগীরাজ্যের পুলিশ

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে 300 জন আধিকারি এবং পুলিশ কর্মীকে ভিআরএস দেওয়া হচ্ছে ৷ স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ এমনকি অসম পুলিশে এমন আনফিট ও মদ্য আধিকারিকদের তালিকা আরও লম্বা করতে কাজ চলছে ৷ সূত্রের খবর, কমপক্ষে এমন 4 হাজার পুলিশ আধিকারিক এবং কর্মী রয়েছেন যাঁরা শারীরিকভাবে আনফিট এবং নিয়মিত মদ্যপান করেন ৷ ফলে প্রশ্ন উঠছে, আনফিট এবং মদ্যপ পুলিশকর্মীদের ভিআরএস দিলে, কাজের জন্য যথেষ্ট পুলিশ পাওয়া যাবে তো ?

গুয়াহাটি, 1 মে: পুলিশ মানেই একটা বদ্ধমূল ধারণা, ভুঁড়িওয়ালা একজন ব্যক্তি থানার চেয়ারে বসে থাকবেন ৷ আর তাঁকে ঘিরে থাকবেন অন্যান্য পুলিশ কর্মীরা ৷ আরও একটি ধারণা বর্তমানে তৈরি হয়েছে, পুলিশ মাত্রই মদ্যপান করে ৷ কিন্তু, এই ধারণা থেকে বেরোতে উদ্যোগী অসম সরকার ৷ ভুঁড়ি এবং মদ্যপানের অভ্যেস থাকলে পুলিশে চাকরি করা যাবে না ৷ এমনকী বর্তমানে কর্মরত এমন পুলিশ আধিকারিকদের চাকরিতে আর রাখা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ তাঁদের ভিআরএস দিয়ে দেওয়া হবে ৷ অর্থাৎ, স্বেচ্ছা অবসর স্কিমে ফোর্স থেকে সরিয়ে দেওয়া হবে আনফিট ও মদ্যপানে আসক্ত পুলিশ আধিকারিকদের ৷ রবিবার অসম সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

অসম সরকারের তরফে সম্প্রতি একটি উদ্যোগ নেওয়া হয়েছে ৷ যার নাম রাখা হয়েছে, ‘স্মার্ট পুলিশ অপারেশনাল’ ৷ যার আওতায় অসমের সব পুলিশ আধিকারিক এবং বাহিনীর সদস্যদের ফিট থাকা বাধ্যতামূলক এবং তাঁদের মদ্যপানের অভ্যেস থাকা চলবে না ৷ কর্তব্যরত অবস্থায় সুস্থ এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে ৷ আর আনফিট এবং মদ্যপ পুলিশ আধিকারিক এবং কর্মীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে অসমের স্বরাষ্ট্র দফতর ৷ ইতিমধ্য একটি কমিটি গঠন করেছে তারা ৷ তাদের কাজ হবে রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়, সব থানা এবং বাহিনী থেকে আনফিট ও মদ্যপ কর্মীদের তালিকা তৈরি করা ৷

এ নিয়ে অসম পুলিশকে উদ্দেশ্য করে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি ঘোষণা করেছেন ৷ তিনি বলেছেন, ‘‘অসম পুলিশে 300 জন আধিকারিক এবং জওয়ান রয়েছেন, যাঁরা অভ্যেসের কারণে মদ্যপান করেন ৷ অ্যালকোহল তাঁদের শরীরকে একটি অকার্যকর এবং বিধ্বস্ত করে তুলছে ৷ তাই সরকার নিয়ম করেছে যে, তাঁদের ভিআরএস নিতে হবে ৷ তাঁরা নিয়মিত বেতন পাবেন ৷ আর তাঁদের জায়গায় নতুন যুবকদের সুযোগ দেওয়া হবে ৷’’

আরও পড়ুন: তেষ্টায় গলা শুকিয়েছে, বন্দিকে মদের দোকানে নিয়ে গেল যোগীরাজ্যের পুলিশ

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে 300 জন আধিকারি এবং পুলিশ কর্মীকে ভিআরএস দেওয়া হচ্ছে ৷ স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ এমনকি অসম পুলিশে এমন আনফিট ও মদ্য আধিকারিকদের তালিকা আরও লম্বা করতে কাজ চলছে ৷ সূত্রের খবর, কমপক্ষে এমন 4 হাজার পুলিশ আধিকারিক এবং কর্মী রয়েছেন যাঁরা শারীরিকভাবে আনফিট এবং নিয়মিত মদ্যপান করেন ৷ ফলে প্রশ্ন উঠছে, আনফিট এবং মদ্যপ পুলিশকর্মীদের ভিআরএস দিলে, কাজের জন্য যথেষ্ট পুলিশ পাওয়া যাবে তো ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.