ETV Bharat / bharat

কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, সংসদে অভিযোগ কৃষিমন্ত্রীর - কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার

নরেন্দ্র সিং তোমার অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে ৷

farmers-are-being-misled-said-narendra-singh-tomar
farmers-are-being-misled-said-narendra-singh-tomar
author img

By

Published : Feb 5, 2021, 2:33 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: "আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে চাই, যার প্রভাব পড়বে দেশের জিডিপিতে ৷ নতুন কৃষি আইন সেই পথের দিশা দেবে ৷ আমি হাউজ় ও দেশের কৃষকদের জানাতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ ৷" সংসদে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ৷

কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, যা কৃষি খরচের 50 শতাংশ বেশি ৷ এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নতির জন্য 1 লাখ কোটি টাকার অমৃতসর প্যাকেজ গ্রহণ করা হয়েছে ৷ নরেন্দ্র সিং তোমার এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে ৷" তিনি বলেন, "আমি বলছি, নতুন আইনে এমন কোনও সম্ভাবনা নেই ৷"

আরও খবর: নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সত্যাগ্রহ কংগ্রেসের

কৃষিমন্ত্রী আরও বলেন, "আমি স্পট করতে চাই যে সরকার আইন সংশোধন করতে রাজি আছে ৷ তার মানে এই নয় যে নতুন আইনে কোনও গোলমাল আছে ৷ আসলে বেশ কিছু রাজ্যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে ৷ "

নরেন্দ্র সিং তোমারের কথায়, "আমরা কৃষকদের জীবনে শুভ বদল আনতে চাই ৷" তিনি জানান, 100টি কিষান ট্রেন চলবে দেশে ৷ বিশেষ ট্রেনে থাকবে মোবাইল কোল্ড স্টোরেজ় ৷

আরও খবর: কৃষক আন্দোলন নিয়ে বিদেশি তারকাদের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া কেন্দ্রের

কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, "কে ভেবেছিল দেশে সবজি ও ফল পরিবহন করা যাবে ট্রেনে ৷ এই ট্রেন কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পেতে সাহায্য করবে ৷"

কলকাতা, 5 ফেব্রুয়ারি: "আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে চাই, যার প্রভাব পড়বে দেশের জিডিপিতে ৷ নতুন কৃষি আইন সেই পথের দিশা দেবে ৷ আমি হাউজ় ও দেশের কৃষকদের জানাতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ ৷" সংসদে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ৷

কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, যা কৃষি খরচের 50 শতাংশ বেশি ৷ এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নতির জন্য 1 লাখ কোটি টাকার অমৃতসর প্যাকেজ গ্রহণ করা হয়েছে ৷ নরেন্দ্র সিং তোমার এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে ৷" তিনি বলেন, "আমি বলছি, নতুন আইনে এমন কোনও সম্ভাবনা নেই ৷"

আরও খবর: নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সত্যাগ্রহ কংগ্রেসের

কৃষিমন্ত্রী আরও বলেন, "আমি স্পট করতে চাই যে সরকার আইন সংশোধন করতে রাজি আছে ৷ তার মানে এই নয় যে নতুন আইনে কোনও গোলমাল আছে ৷ আসলে বেশ কিছু রাজ্যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে ৷ "

নরেন্দ্র সিং তোমারের কথায়, "আমরা কৃষকদের জীবনে শুভ বদল আনতে চাই ৷" তিনি জানান, 100টি কিষান ট্রেন চলবে দেশে ৷ বিশেষ ট্রেনে থাকবে মোবাইল কোল্ড স্টোরেজ় ৷

আরও খবর: কৃষক আন্দোলন নিয়ে বিদেশি তারকাদের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া কেন্দ্রের

কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, "কে ভেবেছিল দেশে সবজি ও ফল পরিবহন করা যাবে ট্রেনে ৷ এই ট্রেন কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পেতে সাহায্য করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.