দিল্লি, 28 ফেব্রুয়ারি : কেন্দ্রের তৈরি করা নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এবার লাগাতার মহাপঞ্চায়েত বৈঠকের ডাক দিলেন আন্দোলনকারী ৷ আগামী মার্চ মাসে ওই আইন প্রত্যাহারের দাবিতে এই মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে ৷ এই নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় কিষান ইউনিয়ন ৷ তাতে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন অংশে আগামী 22 মার্চ পর্যন্ত এই মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে ৷
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করছে 41টি কৃষক সংগঠনের একটি যৌথ মঞ্চ ৷ নভেম্বর শেষ থেকে তারা দিল্লির সীমানার বাইরে অবস্থান বিক্ষোভ করেছে ৷ আরও অনেক কর্মসূচি নিয়েছে ৷ তার মধ্যে গত 26 জানুয়ারি এই নিয়ে ব্যাপক গোলমাল হয় ৷ কৃষকদের বিরুদ্ধে দিল্লিতে ট্রাক্টর মিছিলের নামে তাণ্ডব করার অভিযোগ ওঠে ৷ তবে তাঁরা যে হাল ছাড়তে নারাজ, তা নতুন এই ঘোষণায় বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা ৷
আরও পড়ুন : বছরভর ব্য়স্ত থাকবে ইসরো, জানালেন চেয়ারম্য়ান
এদিকে কৃষকদের আলোচনার রাস্তায় এনে সমস্যা সমাধানের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারও ৷ ইতিমধ্যে কৃষকদের সঙ্গে 11 বার বৈঠক হয়েছে কেন্দ্রের ৷ কিন্তু কোনও রফাসূত্র মেলেনি ৷