ETV Bharat / bharat

Rakesh Tikait Gets Threat call : প্রাণনাশের হুমকি কৃষক নেতা রাকেশ টিকায়েতকে

প্রাণে মারার হুমকি দেওয়া হল কৃষক নেতা রাকেশ টিকায়েতকে (farmer leader Rakesh Tikait again gets threat call) ৷ এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কৃষক সংগঠন বিকেইউ-এর এই নেতাকে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের হয়েছে ৷

author img

By

Published : Dec 5, 2021, 6:11 PM IST

Rakesh Tikait
প্রাণনাশের হুমকি কৃষক নেতা রাকেশ টিকায়েতকে

গাজিয়াবাদ, 5 ডিসেম্বর : ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল কৃষক নেতা রাকেশ টিকায়েতকে (farmer leader Rakesh Tikait again gets threat call) ৷ জানা গিয়েছে, ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে কৃষক আন্দোলনের অন্যতম মুখ এই নেতাকে ৷ রাকেশ টিকায়েতের নিরাপত্তারক্ষীর কাছে এই ফোন এসেছিল ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে গাজিয়াবাদের কৌশম্বী থানায় ৷ এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কৃষক সংগঠন বিকেইউ-এর এই নেতাকে ৷

এই হুমকি ফোন কোথা থেকে এসেছিল বা কারে করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পরীক্ষা করে দেখা হচ্ছে রাকেশ টিকায়েতের কল রেকর্ড ৷ যে নম্বর থেকে এই হুমকি ফোন এসেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : Omicron Patient in Delhi : কোভিড টিকার দু’টি ডোজ নেওয়ায় স্থিতিশীল দিল্লির ওমিক্রন আক্রান্ত

কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর নভেম্বর মাস থেকে যে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা তার অন্যতম মুখ ছিলেন রাকেশ টিকায়েত ৷ এই ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনাও করেন তিনি ৷ সম্প্রতি কৃষক আন্দোলনের জেরেই নিজেদের অবস্থান থেকে পিছু হঠে কেন্দ্র তিন কৃষি আইন প্রত্যাহার করেছে ৷

গাজিয়াবাদ, 5 ডিসেম্বর : ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল কৃষক নেতা রাকেশ টিকায়েতকে (farmer leader Rakesh Tikait again gets threat call) ৷ জানা গিয়েছে, ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে কৃষক আন্দোলনের অন্যতম মুখ এই নেতাকে ৷ রাকেশ টিকায়েতের নিরাপত্তারক্ষীর কাছে এই ফোন এসেছিল ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে গাজিয়াবাদের কৌশম্বী থানায় ৷ এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কৃষক সংগঠন বিকেইউ-এর এই নেতাকে ৷

এই হুমকি ফোন কোথা থেকে এসেছিল বা কারে করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পরীক্ষা করে দেখা হচ্ছে রাকেশ টিকায়েতের কল রেকর্ড ৷ যে নম্বর থেকে এই হুমকি ফোন এসেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : Omicron Patient in Delhi : কোভিড টিকার দু’টি ডোজ নেওয়ায় স্থিতিশীল দিল্লির ওমিক্রন আক্রান্ত

কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর নভেম্বর মাস থেকে যে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা তার অন্যতম মুখ ছিলেন রাকেশ টিকায়েত ৷ এই ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনাও করেন তিনি ৷ সম্প্রতি কৃষক আন্দোলনের জেরেই নিজেদের অবস্থান থেকে পিছু হঠে কেন্দ্র তিন কৃষি আইন প্রত্যাহার করেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.