নয়াদিল্লি, 29 এপ্রিল : গ্য়াস সিলিন্ডার ফেটে মৃত্য়ু হল একই পরিবারের ছয় সদস্য়ের ৷ মৃতদের মধ্য়ে চার শিশু ও এক মহিলা রয়েছে ৷ গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ পশ্চিম দিল্লির কাপাশেরা এলাকায় ৷ প্রত্য়েকেরই ঘটনাস্থলে মৃত্য়ু হয়েছে ৷
মৃত দম্পতির নাম কমলেশ ও বুধানি ৷ সঙ্গে মৃত্য়ু হয় তাঁদের চার সন্তানের ৷ যাদের বয়স 16 বছর, 12 বছর, 6 মাস এবং তিন মাস ৷
দিল্লির দক্ষিণ পশ্চিমের ডি সি পি ইনজিত প্রতাপ সিং জানিয়েছেন, গতরাত 12টা 28 মিনিট নাগাদ পালাম বিহারের বাল্মীকি কলোনি থেকে তাঁদের ফোন করা হয়েছিল ৷ ফোনে বলা হয় ওই এলাকার একটি বাড়িতে গ্য়াস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে ৷ তার ভিতরে কয়েকজন আটকে রয়েছে ৷ এর কিছুক্ষণ পর আরও একটি ফোনকল আসে ৷ যেখানে বলা হয় একটি সিলিন্ডার কারখানার ভিতরে আগুন লেগেছে ৷
আরও পড়ুন- প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী, কবির প্রয়াণের 8 দিনের মাথায় করোনাতেই মৃত্যু
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ৷ পুরো এলাকাটি ঘিরে রাখে তারা ৷ খবর দেওয়া হয় স্থানীয় দমকলে ৷ দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভায় ৷
প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ জানিয়ছে, একটি বাড়ির ভিতর সিলিন্ডার ব্লাস্ট হয় ৷ সেখানে কমলেশ ও বুধানি তাঁদের সন্তানদের নিয়ে শুয়ে ছিলেন ৷ আগুন নেভার পর দেখা যায়, সবকটি দেহ সম্পূর্ণ পুড়ে গেছে ৷ দমকলের সাহায্য়ে এবং স্থানীয়দের সহযোগিতায় দেহাংশ বের করে নিয়ে আসা সম্ভব হয় ৷
পুলিশ আরও জানিয়েছে, ওই ঘরের ভিতর আরও কয়েকজন ছিলেন ৷ কিন্তু তাঁরা বেরিয়ে আসতে পেরেছিলেন ৷ কিন্তু কমলেশ ও তাঁর স্ত্রী তাঁদের সন্তানদের নিয়ে বের হতে পারেননি ৷