নয়াদিল্লি, 7 জুলাই: জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ফ্যাক্ট-চেকার মহম্মদ জুবেইর (Mohammed Zubair)৷ সম্ভবত আগামিকাল তাঁর আবেদন শুনবে শীর্ষ আদালত ৷ তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ জানিয়ে সীতাপুরে যে মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে আদালত (Fact-Checker Mohammed Zubair Goes To Supreme Court For Bail)৷
তাঁর আইনজীবী কলিন গঞ্জালভেস এই মামলা জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন (Supreme Court)৷ তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি আসছে...অনেকেই তাঁকে খুন করবেন বলে হুমকি দিচ্ছেন ৷ তাঁর সুরক্ষা নিয়ে চিন্তায় আছি ৷" আজ দুপুর দুটোয় এই মামলার শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি ৷ তবে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে, প্রধান বিচারপতির থেকে অনুমোদন পাওয়ার বিষয় রয়েছে ৷ তাই আগামিকাল এই মামলার শুনানি হবে ৷
বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইরকে পুরনো একটি ঘটনায় গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ (Journalist Mohammad Zubair arrested)৷ 2018 সালে তাঁর করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয় ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারিতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দায় সরব হয় বিরোধী দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷
আরও পড়ুন: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের