নয়াদিল্লি, 28 জুলাই: সেপ্টেম্বরে শুরু হতে পারে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা 2.0 ৷ চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনে দেশজুড়ে সর্বাধিক প্রভাব ফেলতেই এই ভাবনা কংগ্রেসের ৷
দলের অভ্যন্তরীণ সূত্র অনুসারে, প্রবীণ নেতা দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা জাতীয় সমন্বয় কমিটি গত সপ্তাহে নির্বাচিত নেতাদের সঙ্গে রাহুলের দেশব্যাপী যাত্রা 2.0 নিয়ে আলোচনা করেছে । যাত্রা পার্ট 2 শুরু করার বিষয়ে দলের মধ্যে সাধারণ ঐকমত্য থাকলেও যাত্রা শুরুর তারিখ ও রুট সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখনও নেতাদের মধ্যে আলোচনা চলছে ।
সংগঠনের দায়িত্বে থাকা এআইসিসি সাধারণ সম্পাদক ভামশি চাঁদ রেড্ডি ইটিভি ভারতকে বলেন, "আমরা সবাই চাই যাত্রা হোক ৷ কিন্তু হাইকমান্ডকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ৷"
দলের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেন যে, কংগ্রেসের প্রাক্তন প্রধান প্রথম যাত্রায় যেমন দক্ষিণ থেকে উত্তরে যাত্রা করেছিলেন, সেইমতোই পুরো পশ্চিম থেকে পূর্ব ভারত প্রসারিত রুটে যাত্রা করবেন নাকি নির্দিষ্ট জায়গাকে লক্ষ্যবস্তু করে পদযাত্রা করা হবে, সে বিষয়ে সমন্বয় সমিটি আলোচনা করছে ৷
এআইসিসি-র এক শীর্ষ কর্মকর্তা বলেন, "যদি যাত্রা পূর্ণ মাত্রায় হয়, তবে এতে ছয় মাস সময় লাগবে । সময়ের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা নভেম্বরে সম্ভাব্য পাঁচটি বিধানসভা নির্বাচনের পাশাপাশি 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি । গত বছর আমাদের হাতে অনেক সময় ছিল ৷ কারণ গুজরাত ও হিমাচলপ্রদেশে মাত্র দুটি বিধানসভা নির্বাচন ছিল, যা যাত্রার রুটে ছিল না ৷"
তিনি আরও বলেন যে, পূর্ণ মাত্রার যাত্রার পরিবর্তে, রাজ্যগুলিতে ছোট লক্ষ্যকেন্দ্রিক যাত্রা আরও বাস্তবসম্মত হবে,যার ফলে সময়টাও বাঁচবে ৷
আরও পড়ুন: কর্ণাটকের পথে হেঁটে ক্যালিফোর্নিয়াতেও রাহুলের ‘ভালোবাসার দোকান’
এআইসিসি-র কর্মকর্তার কথায়, "রাজ্যে যাত্রাগুলি স্থানীয় এলাকাগুলির সঙ্গে পরিকল্পনা করা যেতে পারে এবং যাত্রা সংসদীয় আসনগুলিকে কভার করবে যা আমরা লক্ষ্য হিসেবে রাখতে চাই ৷ যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যাত্রার প্রভাবকে সর্বাধিক করতে এবং সেপ্টেম্বর ও অক্টোবরে আমাদের প্রচারাভিযানগুলিকে শীর্ষে রাখতে আমরা এই রাজ্যগুলিতেও যাত্রার পরিকল্পনা করতে পারি ৷"
প্রাথমিক ভারত জোড়ো যাত্রা 2022 সালের 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ৷ 2023 সালের 30 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শেষ হয় যাত্রা ৷ দ্বিতীয় পর্বের ভারত জোড়ো যাত্রাটি পশ্চিম থেকে পূর্বে গুজরাতের পোরবন্দর থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত পরিকল্পনা করা হচ্ছে ৷
গুজরাত কংগ্রেসের পরিষদীয় নেতা অমিত চাভদা ইটিভি ভারতকে বলেন, "কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করার আগে রাহুলজি 5 সেপ্টেম্বর আহমেদাবাদে মহাত্মা গান্ধি স্মৃতিসৌধে প্রার্থনা করেছিলেন । গুজরাত যেহেতু মহাত্মা গান্ধির ভূমি, আমরা খুব খুশি হব যদি তিনি মহাত্মার জন্মস্থান পোরবন্দর থেকে তাঁর দ্বিতীয় যাত্রা শুরু করেন ৷"
তাঁর কথায়, দক্ষিণ থেকে উত্তরের যাত্রা দারুণ সফল ছিল এবং তা দেখিয়ে দিয়েছে যে, রাহুলজিই একমাত্র জাতীয় নেতা যিনি 2024 সালে প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করতে পারেন । যাত্রা বিরোধীদের কারণকেও শক্তিশালী করেছে ৷
দলের অভ্যন্তরীণ সূত্র অনুসারে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা সিদ্ধান্ত নেওয়া হবে তা হল যাত্রা পর্ব 2 শুরু হওয়ার তারিখ । এআইসিসি-র এক কর্মকর্তা বলেন, "যদিও কিছু লোক দেশব্যাপী বার্তা পাঠাতে 15 অগস্ট স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করতে চান, তবে পরের মাসে বৃষ্টিপাত থাকবে । যদিও অগস্টে যাত্রা শুরু করলে তা তাড়াতাড়ি শেষ হবে ৷ কিন্তু, আবহাওয়ার কথা চিন্তা করলে সেপ্টেম্বরেই যাত্রা করাটা বেশি বাস্তবসম্মত হবে ৷"