ETV Bharat / bharat

Remarks on Mahatma Gandhi: মহাত্মা গান্ধিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ! গ্রেফতার বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদক

Ex-Editor of Bengali Daily Arrested: 'বিভাজন বিভীষিকা দিবস'-এ মহাত্মা গান্ধিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ৷ গ্রেফতার করা হয় অসমের বাসিন্দা বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদককে ৷ পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি ৷

Remarks on Mahatma Gandhi
বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদক গ্রেফতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 1:38 PM IST

হাইলাকান্দি (অসম), 26 অগস্ট: মহাত্মা গান্ধির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ৷ গ্রেফতার করা হয় বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদককে ৷ তাঁর নাম অতীন দাস ৷ তিনি অসমের বরাক ভ্যালিতে একটি জনপ্রিয় বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদক ছিলেন ৷ তবে পরে অবশ্য তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয় বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ।

হাইলাকান্দি সদর থানায় কংগ্রেস নেতা সামসুদ্দিন বারলাস্করের একটি এফআইআর দায়ের করেছিলনে ৷ সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার কাছাড় জেলার শিলচরে তাঁর বাড়ি থেকে অতীনকে গ্রেফতার করা হয়েছিল ৷ সাব-ইন্সপেক্টর ফারুক হুসেন এমনটাই জানিয়েছেন । প্রবীণ সাংবাদিক 14 অগস্ট 'বিভাজন বিভীষিকা দিবস' উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই তিনি মহাত্মা গান্ধির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে । তিনি স্বাধীনতার প্রতি মহাত্মা গান্ধির অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাঁর বিরুদ্ধে জনগণের একটি অংশকে খুশি করার অভিযোগ করেছিলেন । এরপরেই অতীন দাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হন ওই কংগ্রেস নেতা ৷

এই মামলার তদন্তকারী অফিসার ফারুক হুসেন বলেন, "18 অগস্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হাইলাকান্দি সদর থানায় অতীন দাসের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল । এর ভিত্তিতে তাঁকে তাঁর শিলচরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে । পরে তাঁকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় ৷" তবে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার অভিযুক্ত অতীন দাসের তরফে কোনও বক্তব্য সামনে আসেনি ৷

আরও পড়ুন: 'গান্ধিজির কোনও আইনের ডিগ্রি ছিল না !' লেফটেন্যান্ট গভর্নরের মন্তব্যে বিতর্ক

প্রসঙ্গত, এর আগে মহাত্মা গান্ধি সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ তিনি দাবি করেছিলেন, মহাত্মা গান্ধির কোনও আইনি ডিগ্রি ছিল না ৷ এরপরেই তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে নানামহলে ৷ (সংবাদ সংস্থা- পিটিআই)

হাইলাকান্দি (অসম), 26 অগস্ট: মহাত্মা গান্ধির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ৷ গ্রেফতার করা হয় বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদককে ৷ তাঁর নাম অতীন দাস ৷ তিনি অসমের বরাক ভ্যালিতে একটি জনপ্রিয় বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদক ছিলেন ৷ তবে পরে অবশ্য তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয় বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ।

হাইলাকান্দি সদর থানায় কংগ্রেস নেতা সামসুদ্দিন বারলাস্করের একটি এফআইআর দায়ের করেছিলনে ৷ সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার কাছাড় জেলার শিলচরে তাঁর বাড়ি থেকে অতীনকে গ্রেফতার করা হয়েছিল ৷ সাব-ইন্সপেক্টর ফারুক হুসেন এমনটাই জানিয়েছেন । প্রবীণ সাংবাদিক 14 অগস্ট 'বিভাজন বিভীষিকা দিবস' উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই তিনি মহাত্মা গান্ধির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে । তিনি স্বাধীনতার প্রতি মহাত্মা গান্ধির অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাঁর বিরুদ্ধে জনগণের একটি অংশকে খুশি করার অভিযোগ করেছিলেন । এরপরেই অতীন দাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হন ওই কংগ্রেস নেতা ৷

এই মামলার তদন্তকারী অফিসার ফারুক হুসেন বলেন, "18 অগস্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হাইলাকান্দি সদর থানায় অতীন দাসের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল । এর ভিত্তিতে তাঁকে তাঁর শিলচরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে । পরে তাঁকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় ৷" তবে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার অভিযুক্ত অতীন দাসের তরফে কোনও বক্তব্য সামনে আসেনি ৷

আরও পড়ুন: 'গান্ধিজির কোনও আইনের ডিগ্রি ছিল না !' লেফটেন্যান্ট গভর্নরের মন্তব্যে বিতর্ক

প্রসঙ্গত, এর আগে মহাত্মা গান্ধি সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ তিনি দাবি করেছিলেন, মহাত্মা গান্ধির কোনও আইনি ডিগ্রি ছিল না ৷ এরপরেই তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে নানামহলে ৷ (সংবাদ সংস্থা- পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.