পানিপথ, 21 নভেম্বর: একজন মানুষের হাত ও পা মিলিয়ে সাধারণত 20টি আঙুল থাকে ৷ কোনও কোনও ক্ষেত্রে কারও হাত বা পায়ে একটি অতিরিক্ত আঙুলও থাকে ৷ যাকে চিকিৎসার ভাষায় 'পলিড্যাক্টিলি' বলে ৷ যা জিনগত ভাবে কোনও ব্যক্তির শারীরিক বিকাশের ক্ষেত্রে দেখা যায় ৷ কিন্তু, একই পরিবারের 150 জন সদস্যের প্রত্যেকের হাত ও পায়ের আঙুল কুড়িটির বেশি ! এমনই ঘটনা সামনে এসেছে ৷ হরিয়ানার পানিপথে বাবরপুর গ্রামের ঘটনা এটি ৷
ওই পরিবারের সঙ্গে ডিএনএ বা জিনগত ভাবে যোগ রয়েছে, এমন সকলের হাত বা পায়ে একটি বা তারও বেশি আঙুল রয়েছে ৷ পরিবারের এক ব্যক্তি জনি জানান, তাঁদের পরিবারে প্রত্যেক শিশু এই বৈশিষ্ট্য নিয়ে জন্মায় ৷ কারও হাতে 6টি আঙুল বা কারও পায়ে ছ’টি আঙুল ৷ এমনকি জনির ছেলের দু’হাতে ছ’টি করে বারোটি ও এক পায়ে 6টি আঙুল রয়েছে ৷ অর্থাৎ, মোট 23টি আঙুল নিয়ে জন্মেছে সে ৷ তিনি জানান, আগে তাঁদের পরিবারের মধ্যে এটি ছিল ৷ কিন্তু, তাঁদের বাড়ির মেয়েরা বিয়ে হয়ে চলে যাওয়ার পর, সেই বংশেও এই 'পলিড্যাক্টিলি' ধারা শুরু হয়েছে ৷ এভাবে তাদের আত্মীয়স্বজন সব মিলিয়ে প্রায় 150 জনের কুড়ি বা তার বেশি আঙুল এই মুহূর্তে ৷
জনি জানান, আগে তাঁর বাবার পায়ে 6টি আঙুল ছিল ৷ কিন্তু, তিনি বংশগত ষষ্ঠ আঙুল অস্ত্রোপচার করে বাদ দিয়েছিলেন ৷ ভেবেছিলেন তাঁর সন্তানরা আর এমন বৈশিষ্ট্য নিয়ে জন্মাবেন না ৷ যখন তিনি জন্মগ্রহণ করেন তখন পায়ের 6টি আঙুল ছিল ৷ যখন তিনি বিয়ে করেন, তখন তাঁর বড় ছেলেও পায়ের ছয়টি আঙুল নিয়ে জন্মেছে ৷ জনি জানান, তাঁর পরিবারে প্রায় দেড় শতাধিক লোক রয়েছে যাদের ছয় বা তার বেশি আঙুল রয়েছে ৷ এর জেরে শারীরিক সমস্যা না হলেও, জুতো বা চটি পড়ার ক্ষেত্রে সমস্যা হয় ৷ তাদের সকলের তাই বরাত দেওয়া জুতো ব্যবহার করতে হয় ৷ বর্তমানে এই পরিবারের অর্ধেক সদস্য বাবরপুর মান্ডি এবং বাকি অর্ধেক পানিপথ সংলগ্ন নোহরা গ্রামে থাকেন ৷
কী বলছেন চিকিৎসক ?: চিকিৎসক জয়শ্রী জানান, একই পরিবারে 6টি আঙুল বিশিষ্ট মানুষের জন্মকে চিকিৎসার ভাষায় পলিড্যাক্টিলি বলা হয় ৷ এটি শরীরের ক্রোমোজোম এবং জিনের কারণে ঘটে ৷ এটি একাধিক প্রজন্ম ধরে পরিবারের সদস্যদের মধ্যে স্থানান্তরিত হচ্ছে ৷ যদিও এই আঙ্গুলগুলি কোনও ক্ষতি করে না ৷ তবে, তারা চলাফেরা বা প্রতিরক্ষা ক্ষেত্রে যেতে পারেন না ৷ তিনি জানান পরিবারের কোনও সদস্যের 6টি আঙুল থাকলে, তা বড় ছেলের কাছে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷
আরও পড়ুন: