ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 9th DEC: ব্যবসায়ীদের জন্য আজ দিনটি কেমন ? জানুন রাশিফলে - রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 9th DEC) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Dec 9, 2022, 12:01 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি হয়ত সম মনোভাবাপন্ন লোকজনদের সঙ্গে আপনার ধারণা ও মতামত ভাগ করে নেবেন । আপনার প্রিয়তমের সঙ্গে আপনার কথোপকথন হবে এবং আপনি আপনার গভীর অঙ্গীকারের কথা প্রকাশ করবেন । পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে সেই বন্ধুত্বকে আবার জাগিয়ে তোলার জন্য আজ ভালো দিন । ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই জটিল সমস্যার সমাধান করে আপনার ক্ষমতা ও উদ্দীপনাকে কাজে লাগান । আজ আপনার খুব একটা আর্থিক লাভ হবে না ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনার কাঁধে প্রচুর আর্থিক দায়িত্বের বোঝা এসে পড়বে । খরচ নিয়ে বিব্রত হবেন না । দিনের পরের দিকে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার কাছে টাকা আসবে । আর্থিক ক্ষেত্রে অসাধারণ ফল পাবেন । আর্থিক বিষয় ও পারিবারিক কাজকর্মে মগ্ন থাকবেন । আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ক্লান্ত হবেন না ৷ আপনার একঘেয়ে রুটিনও উপভোগ করবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ খুশির মেজাজে থাকবেন ৷ আপনি যেখানেই যাবেন আনন্দ ও ইতিবাচকতা ছড়িয়ে দেবেন । আপনার উদ্যম এখন ক্রমশ বাড়ছে ৷ কাজেই চ্যালেঞ্জিং কাজ করার এটি সঠিক সময়। পেশাগত ক্ষেত্রে আপনি ঊর্ধতনদের মুগ্ধ করবেন ও কনিষ্ঠদের অনুপ্রাণিত করবেন। আর্থিক দিকেও আজ একটু অনিশ্চয়তা দেখা দেবে ৷ আপনি উপার্জন বাড়াতে চাইবেন কিন্তু কীভাবে করবেন সেই ব্যাপারে আপনার কোনও ধারণা নেই ৷

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি আর্থিক দিকে মনোযোগ দেবেন ও সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। খরচের তুলনায় আপনি বেশি অর্থ সঞ্চয় করবেন। কোষাধ্যক্ষ, মহাজন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক দিন। আজ আপনি অপব্যয়ী হবেন ও আপনার কষ্টার্জিত অর্থ অবিবেচকের মতো খরচ করে ফেলবেন, যার ফলে আপনার পকেটে বেশ ভালোরকম টান পড়বে।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনি চাইলেও আবেগ প্রকাশ করতে পারবেন না। মনের মণিকোঠায় তাদের জমিয়ে রাখুন। কাজকে আপনি আজ গুরুত্ব দেবেন। অপ্রত্যাশিত কিছু সমস্যার কারণে আপনার সময়সূচিতেও পরিবর্তন হবে ৷ আপনার অতীতের প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন। এর ফলে আপনি লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা পাবেন। আজ আপনার আর্থিক পরিস্থিতির মধ্যে কোনও রকম ত্রুটি খুঁজে বার করতে পারবেন না।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আপনার প্রিয়জনের সততা নিয়ে প্রশ্ন করবেন না । একটি ভালো এবং লাভজনক কাজের সুযোগ আপনাকে উৎসাহিত করতে পারে । চাকরি বা পেশার পরিবর্তনের জন্য সময় অনুকূল আজ । মনোযোগ কেন্দ্রীভূত রাখা এবং শক্তিকে সঠিক দিকে চালিত করে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবেন ৷

ETV Bharat Horoscope
তুলা

তুলা: দায়িত্বে থাকলেও আপনাকে এমনভাবে নির্দেশ দিতে হবে যাতে আপনার অধস্তনরা তাঁদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হন। প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসুন এবং ঐক্যমত্য তৈরি করুন যাতে অসাধারণ কাজ করা সম্ভব হয়। যদিও আপনি হিতৈষী ও সুবিবেচক, তাও আজ পেশাগত ক্ষেত্রে আপনি কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইবেন না।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি হয়ত আপনার বর্তমান সম্পর্কটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাইবেন। এই সম্পর্কে এগিয়ে চলার মূল চাবিকাঠি হল আপনার প্রিয়তমের প্রতি আপনার অঙ্গীকার। টাকাপয়সা নিয়ে ইতিবাচক চিন্তা করুন ৷ আশার আলো দেখতে পান। জমে থাকা কাজে দেরি করবেন না। ইতিবাচক ফল পাওয়ার কয়েকটি উপায় হলো নিষ্ঠা, অঙ্গীকার ও ধৈর্য।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: সামাজিক বা পেশাগত যোগাযোগ তৈরি করা ও ভবিষ্যতে সেই যোগাযোগগুলির মাধ্যমে রোজগারের সুযোগ তৈরি করার এটিই আদর্শ সময়। আজ দিনটি খুবই চ্যালেঞ্জিং। আপনি তন্দ্রাচ্ছন্ন ও ক্লান্ত বোধ করলেও কর্মব্যস্ত দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার আত্মবিশ্বাস কম থাকবে ও ভালো ফল নাও পেতে পারেন । অফিসে আজ নতুন কিছু শুরু করবেন না । নতুন কাজ অন্য দিনের জন্য রেখে দিন।

ETV Bharat Horoscope
মকর

মকর: ব্যক্তিগত জীবনে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে । অর্থ সংগ্রহ করার জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হবে । কর্মক্ষেত্রে প্রতিযোগিতাও আজ কঠিন হবে ৷ সরাসরি বিরোধিতা এড়িয়ে চলুন, কেননা আপনার কাজে বাধা পড়তে পারে । যে কাজ করতে আপনি প্রতিজ্ঞাবদ্ধ তার দিকে মন দিন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: প্রিয়তমের সঙ্গে সময় কাটানোর সময় বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন । পণ্য বা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন । আপনি খুব ভালো করে বাজার নিয়ে পড়াশোনা করবেন, তবে বেশি পড়াশোনা ও চিন্তা করার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন । ফলে আপনার সহজাত প্রবৃত্তির ওপরে নির্ভর করুন । বাকি থাকা কাজ ও দায়িত্ব মানসিক চাপ তৈরি করবে । দৈনন্দিন নিয়মিত কাজ, সময়সীমা বা লক্ষ্য চ্যালেঞ্জিং হবে । মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনা আপনাকে উদ্বেগ থেকে দূরে রাখবে।

ETV Bharat Horoscope
মীন

মীন: আজ আপনি আর্থিক উন্নতির জন্য পরিশ্রম করবেন ৷ আপনি সম্পত্তি বা গাড়ি কেনা নিয়ে বিভ্রান্ত থাকবেন । আজ আপনি অগ্রাধিকারে থাকা কাজগুলি করবেন । আপনি মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনায় যুক্ত থাকতে চাইবেন । এই সব পরিকল্পনা ও কাজ শেষ করার চাপ আপনাকে ক্লান্ত করে দেবে ও সন্ধে হলে আপনি নিজের অসধারণ সঙ্গীর সাথে সময় কাটানো ছাড়া আর কিছুই চাইবেন না ৷

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি হয়ত সম মনোভাবাপন্ন লোকজনদের সঙ্গে আপনার ধারণা ও মতামত ভাগ করে নেবেন । আপনার প্রিয়তমের সঙ্গে আপনার কথোপকথন হবে এবং আপনি আপনার গভীর অঙ্গীকারের কথা প্রকাশ করবেন । পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে সেই বন্ধুত্বকে আবার জাগিয়ে তোলার জন্য আজ ভালো দিন । ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই জটিল সমস্যার সমাধান করে আপনার ক্ষমতা ও উদ্দীপনাকে কাজে লাগান । আজ আপনার খুব একটা আর্থিক লাভ হবে না ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনার কাঁধে প্রচুর আর্থিক দায়িত্বের বোঝা এসে পড়বে । খরচ নিয়ে বিব্রত হবেন না । দিনের পরের দিকে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার কাছে টাকা আসবে । আর্থিক ক্ষেত্রে অসাধারণ ফল পাবেন । আর্থিক বিষয় ও পারিবারিক কাজকর্মে মগ্ন থাকবেন । আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ক্লান্ত হবেন না ৷ আপনার একঘেয়ে রুটিনও উপভোগ করবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ খুশির মেজাজে থাকবেন ৷ আপনি যেখানেই যাবেন আনন্দ ও ইতিবাচকতা ছড়িয়ে দেবেন । আপনার উদ্যম এখন ক্রমশ বাড়ছে ৷ কাজেই চ্যালেঞ্জিং কাজ করার এটি সঠিক সময়। পেশাগত ক্ষেত্রে আপনি ঊর্ধতনদের মুগ্ধ করবেন ও কনিষ্ঠদের অনুপ্রাণিত করবেন। আর্থিক দিকেও আজ একটু অনিশ্চয়তা দেখা দেবে ৷ আপনি উপার্জন বাড়াতে চাইবেন কিন্তু কীভাবে করবেন সেই ব্যাপারে আপনার কোনও ধারণা নেই ৷

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি আর্থিক দিকে মনোযোগ দেবেন ও সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। খরচের তুলনায় আপনি বেশি অর্থ সঞ্চয় করবেন। কোষাধ্যক্ষ, মহাজন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক দিন। আজ আপনি অপব্যয়ী হবেন ও আপনার কষ্টার্জিত অর্থ অবিবেচকের মতো খরচ করে ফেলবেন, যার ফলে আপনার পকেটে বেশ ভালোরকম টান পড়বে।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনি চাইলেও আবেগ প্রকাশ করতে পারবেন না। মনের মণিকোঠায় তাদের জমিয়ে রাখুন। কাজকে আপনি আজ গুরুত্ব দেবেন। অপ্রত্যাশিত কিছু সমস্যার কারণে আপনার সময়সূচিতেও পরিবর্তন হবে ৷ আপনার অতীতের প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন। এর ফলে আপনি লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা পাবেন। আজ আপনার আর্থিক পরিস্থিতির মধ্যে কোনও রকম ত্রুটি খুঁজে বার করতে পারবেন না।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আপনার প্রিয়জনের সততা নিয়ে প্রশ্ন করবেন না । একটি ভালো এবং লাভজনক কাজের সুযোগ আপনাকে উৎসাহিত করতে পারে । চাকরি বা পেশার পরিবর্তনের জন্য সময় অনুকূল আজ । মনোযোগ কেন্দ্রীভূত রাখা এবং শক্তিকে সঠিক দিকে চালিত করে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবেন ৷

ETV Bharat Horoscope
তুলা

তুলা: দায়িত্বে থাকলেও আপনাকে এমনভাবে নির্দেশ দিতে হবে যাতে আপনার অধস্তনরা তাঁদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হন। প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসুন এবং ঐক্যমত্য তৈরি করুন যাতে অসাধারণ কাজ করা সম্ভব হয়। যদিও আপনি হিতৈষী ও সুবিবেচক, তাও আজ পেশাগত ক্ষেত্রে আপনি কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইবেন না।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি হয়ত আপনার বর্তমান সম্পর্কটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাইবেন। এই সম্পর্কে এগিয়ে চলার মূল চাবিকাঠি হল আপনার প্রিয়তমের প্রতি আপনার অঙ্গীকার। টাকাপয়সা নিয়ে ইতিবাচক চিন্তা করুন ৷ আশার আলো দেখতে পান। জমে থাকা কাজে দেরি করবেন না। ইতিবাচক ফল পাওয়ার কয়েকটি উপায় হলো নিষ্ঠা, অঙ্গীকার ও ধৈর্য।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: সামাজিক বা পেশাগত যোগাযোগ তৈরি করা ও ভবিষ্যতে সেই যোগাযোগগুলির মাধ্যমে রোজগারের সুযোগ তৈরি করার এটিই আদর্শ সময়। আজ দিনটি খুবই চ্যালেঞ্জিং। আপনি তন্দ্রাচ্ছন্ন ও ক্লান্ত বোধ করলেও কর্মব্যস্ত দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার আত্মবিশ্বাস কম থাকবে ও ভালো ফল নাও পেতে পারেন । অফিসে আজ নতুন কিছু শুরু করবেন না । নতুন কাজ অন্য দিনের জন্য রেখে দিন।

ETV Bharat Horoscope
মকর

মকর: ব্যক্তিগত জীবনে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে । অর্থ সংগ্রহ করার জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হবে । কর্মক্ষেত্রে প্রতিযোগিতাও আজ কঠিন হবে ৷ সরাসরি বিরোধিতা এড়িয়ে চলুন, কেননা আপনার কাজে বাধা পড়তে পারে । যে কাজ করতে আপনি প্রতিজ্ঞাবদ্ধ তার দিকে মন দিন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: প্রিয়তমের সঙ্গে সময় কাটানোর সময় বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন । পণ্য বা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন । আপনি খুব ভালো করে বাজার নিয়ে পড়াশোনা করবেন, তবে বেশি পড়াশোনা ও চিন্তা করার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন । ফলে আপনার সহজাত প্রবৃত্তির ওপরে নির্ভর করুন । বাকি থাকা কাজ ও দায়িত্ব মানসিক চাপ তৈরি করবে । দৈনন্দিন নিয়মিত কাজ, সময়সীমা বা লক্ষ্য চ্যালেঞ্জিং হবে । মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনা আপনাকে উদ্বেগ থেকে দূরে রাখবে।

ETV Bharat Horoscope
মীন

মীন: আজ আপনি আর্থিক উন্নতির জন্য পরিশ্রম করবেন ৷ আপনি সম্পত্তি বা গাড়ি কেনা নিয়ে বিভ্রান্ত থাকবেন । আজ আপনি অগ্রাধিকারে থাকা কাজগুলি করবেন । আপনি মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনায় যুক্ত থাকতে চাইবেন । এই সব পরিকল্পনা ও কাজ শেষ করার চাপ আপনাকে ক্লান্ত করে দেবে ও সন্ধে হলে আপনি নিজের অসধারণ সঙ্গীর সাথে সময় কাটানো ছাড়া আর কিছুই চাইবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.