ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 5th October: আজ দশমী, ব্যবসা শুরুর আগে জেনে নিন শুভ সময় - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 5th October) ৷

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Oct 5, 2022, 12:02 AM IST

Etv Bharat Horoscope for 5th October
মেষ

মেষ: আজ আপনার এরকম নানা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যারা ভবিষ্যতের নানাভাবে আপনাকে সাহায্য করবে ৷ আপনাকে বাস্তববাদী থাকতে হবে ৷ আপনার মাথায় আজ কাজের চিন্তা ঘুরলেও প্রিয়তমের সঙ্গে থাকার সময় এই বিষয়গুলি এড়িয়ে চলুন ৷ আপনার অসাধারণ কাজের প্রশংসা আপনার সকল প্রয়াসের পুরস্কার এনে দেবে।

Etv Bharat Horoscope for 5th October
বৃষ

বৃষ: আপনার প্রশাসনিক এবং সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করার জন্য আজ ভালো দিন। আপনার সর্বস্ব ঢেলে দিন, তা সে কর্মক্ষেত্র হোক বা আপনার ব্যবসা । আপনি নিশ্চিতভাবেই আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে চ্যালেঞ্জিং সময় আসতে চলেছে। সঙ্গীকে মুগ্ধ করা সহজ হবে না। যদিও, কাজের জায়গায় আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন। আজ ভাগ্যদেবী আপনার উপর সহায় হবেন।

Etv Bharat Horoscope for 5th October
মিথুন

মিথুন: যেকোনও ধরণের অংশীদারিত্বে যাওয়ার জন্য ভালো দিন। আপনার কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটানো, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা, চুক্তি করা, এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন আজ। আজ আপনি যাই করবেন তাই ভালো হবে। আপনাদের মধ্যে যারা আরও পড়াশোনা করতে চান, তারা হয়তো আজ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন।

Etv Bharat Horoscope for 5th October
কর্কট

কর্কট: মানুষজন আপনাকে ঘিরে থাকবে। আপনি নিজের স্বতস্ফূর্তা দিয়ে তাদের মনোরঞ্জন করবেন। সামাজিক যোগাযোগ আপনার জন্য সুবিধাজনক হবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেন এবং নিজেদের কাজে মন দেবেন। এই ইতিবাচকতার ভালো ব্যবহার করুন। ব্যবসায়িক ব্যাপারে চিন্তা করবেন না, আজ দিনটি বোনের সঙ্গে কাটান। তাকে আপনার সঙ্গে নিয়ে যান এবং সে যে সমস্ত জিনিসগুলি সবচেয়ে পছন্দ করে সেগুলি দিন।

Etv Bharat Horoscope for 5th October
সিংহ

সিংহ: আজ আপনার দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে। আপনি যা আশা করছেন তা হয়তো মিস করে যাবেন আবার যেটা আশা করছেন না হয়তো তার মুখোমুখি পড়ে যাবেন। আজ, আপনার খরচ কিছুটা বেশী হবে। যদি আপনার বোন আপনার থেকে অনেক দূরে থাকে, তাহলে তার সঙ্গে ফোনে অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলুন।

Etv Bharat Horoscope for 5th October
কন্যা

কন্যা: সতর্ক থাকুন যখন আপনি আশাতীত সাফল্য উপভোগ করছেন ৷ কিন্তু আজ হয়তো আপনার সমস্যা নিয়ে কথা বলতেই কেটে যাবে। নতুন কোনও ব্যবসার জন্য টাকা পয়সা রোজগারের আশা করুন। আজ আপনার ব্যবসা ভালো হবে।

Etv Bharat Horoscope for 5th October
তুলা

তুলা: আপনার নিজের সম্মান অথবা সামাজিক অবস্থা অনুযায়ী আজ বেশ ভালো দিন ৷ আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার কাজের জায়গায় উন্নতি করতে সাহায্য করবে। এখন সেই সমস্ত ধারণাগুলিকে সম্পূর্ণ করার সময়, যা নিয়ে এতকাল খুব একটা চিন্তা করেননি। দিনের বেশিরভাগ সময় আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন। আপনার মনে কি আছে তা আপনার ভাইবোন এবং বাবা-মা এর সঙ্গে আলোচনা করুন।

Etv Bharat Horoscope for 5th October
বৃশ্চিক

বৃশ্চিক: আজ হঠাৎ, আপনাকে কেমন দেখতে তা নিয়ে আপনি সচেতন হয়ে যাবেন। আপনাকে কেমন দেখাচ্ছে, আপনি কেমন জামাকাপড় পড়ছেন, কেমন ভাবে চলাফেরা করছেন, সবকিছুই আজ আপনার চিন্তার বিষয়। একদম পরিপাটি হয়ে, আপনি নিজেকে সবচেয়ে ভালো কল্পনা করবেন। না ভেবে চিন্তে আজ হঠাৎ করে টাকা পয়সা খরচ করতে ফেলতে পারেন ৷

Etv Bharat Horoscope for 5th October
ধনু

ধনু: আজ সকালটা অলসভাবে শুরু হলেও, আপনার এনার্জি খুব কম। তাই, আপনি হয়ত আপনার কাজকর্মের সহকর্মীদের মধ্যে ভাগ করে দিতে পারেন। ভেবে চিন্তে দায়িত্ব দিন, নাহলে হয়তো আপনার সিদ্ধান্তের জন্য আক্ষেপ করতে হতে পারে। আপনার মনে যা কিছু আছে তা নিয়ে আপনার বোনের সঙ্গে কথা বলতে পারেন ৷ আর্থিক সমস্যা সংক্রান্ত চিন্তা দূরে সরিয়ে রাখা ভালো।

Etv Bharat Horoscope for 5th October
মকর

মকর: যুদ্ধ এবং ভালোবাসায় সব কিছু চলে ৷ আপনি সমস্ত সম্ভাব্য পথ অবলম্বন করেন নিজের লক্ষ্য পূরণ করতে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় শক্তিশালী ৷ যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি একজন নরম মনের মানুষ, এবং অন্যদেরকে দুঃখিত বা বিপদে পড়া অবস্থায় দেখলে আপনি দুঃখ পান। আপনি তাদের সাহায্য করবেন যারা অভাবে আছেন।

Etv Bharat Horoscope for 5th October
কুম্ভ

কুম্ভ: আজ আপনার যোগাযোগের দক্ষতা অসাধারণ কাজ করবে। সুন্দর করে গুছিয়ে কথা বলা আপনার অন্যতম গুণ ৷ যা মিটিংয়ে বেশ কাজে আসে ৷ সম্পর্ক আজ ভালোই হবে ৷ আপনার মনে হতে পারে যে, সবসময় আপনাকে সমঝোতা করতে হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন ৷

Etv Bharat Horoscope for 5th October
মীন

মীন: প্রতিবেশীকে ভালোবাসুন ৷ ধর্মীয় গ্রন্থাবলী আপনাকে বেশ প্রভাবিত করে ৷ আজ ধর্মীয় সাধনা আপনাকে ব্যস্ত রাখবে। আজ আপনি ধর্মীয় স্থানে গবেষণা করতে পারেন।

Etv Bharat Horoscope for 5th October
মেষ

মেষ: আজ আপনার এরকম নানা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যারা ভবিষ্যতের নানাভাবে আপনাকে সাহায্য করবে ৷ আপনাকে বাস্তববাদী থাকতে হবে ৷ আপনার মাথায় আজ কাজের চিন্তা ঘুরলেও প্রিয়তমের সঙ্গে থাকার সময় এই বিষয়গুলি এড়িয়ে চলুন ৷ আপনার অসাধারণ কাজের প্রশংসা আপনার সকল প্রয়াসের পুরস্কার এনে দেবে।

Etv Bharat Horoscope for 5th October
বৃষ

বৃষ: আপনার প্রশাসনিক এবং সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করার জন্য আজ ভালো দিন। আপনার সর্বস্ব ঢেলে দিন, তা সে কর্মক্ষেত্র হোক বা আপনার ব্যবসা । আপনি নিশ্চিতভাবেই আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে চ্যালেঞ্জিং সময় আসতে চলেছে। সঙ্গীকে মুগ্ধ করা সহজ হবে না। যদিও, কাজের জায়গায় আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন। আজ ভাগ্যদেবী আপনার উপর সহায় হবেন।

Etv Bharat Horoscope for 5th October
মিথুন

মিথুন: যেকোনও ধরণের অংশীদারিত্বে যাওয়ার জন্য ভালো দিন। আপনার কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটানো, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা, চুক্তি করা, এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন আজ। আজ আপনি যাই করবেন তাই ভালো হবে। আপনাদের মধ্যে যারা আরও পড়াশোনা করতে চান, তারা হয়তো আজ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন।

Etv Bharat Horoscope for 5th October
কর্কট

কর্কট: মানুষজন আপনাকে ঘিরে থাকবে। আপনি নিজের স্বতস্ফূর্তা দিয়ে তাদের মনোরঞ্জন করবেন। সামাজিক যোগাযোগ আপনার জন্য সুবিধাজনক হবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেন এবং নিজেদের কাজে মন দেবেন। এই ইতিবাচকতার ভালো ব্যবহার করুন। ব্যবসায়িক ব্যাপারে চিন্তা করবেন না, আজ দিনটি বোনের সঙ্গে কাটান। তাকে আপনার সঙ্গে নিয়ে যান এবং সে যে সমস্ত জিনিসগুলি সবচেয়ে পছন্দ করে সেগুলি দিন।

Etv Bharat Horoscope for 5th October
সিংহ

সিংহ: আজ আপনার দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে। আপনি যা আশা করছেন তা হয়তো মিস করে যাবেন আবার যেটা আশা করছেন না হয়তো তার মুখোমুখি পড়ে যাবেন। আজ, আপনার খরচ কিছুটা বেশী হবে। যদি আপনার বোন আপনার থেকে অনেক দূরে থাকে, তাহলে তার সঙ্গে ফোনে অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলুন।

Etv Bharat Horoscope for 5th October
কন্যা

কন্যা: সতর্ক থাকুন যখন আপনি আশাতীত সাফল্য উপভোগ করছেন ৷ কিন্তু আজ হয়তো আপনার সমস্যা নিয়ে কথা বলতেই কেটে যাবে। নতুন কোনও ব্যবসার জন্য টাকা পয়সা রোজগারের আশা করুন। আজ আপনার ব্যবসা ভালো হবে।

Etv Bharat Horoscope for 5th October
তুলা

তুলা: আপনার নিজের সম্মান অথবা সামাজিক অবস্থা অনুযায়ী আজ বেশ ভালো দিন ৷ আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার কাজের জায়গায় উন্নতি করতে সাহায্য করবে। এখন সেই সমস্ত ধারণাগুলিকে সম্পূর্ণ করার সময়, যা নিয়ে এতকাল খুব একটা চিন্তা করেননি। দিনের বেশিরভাগ সময় আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন। আপনার মনে কি আছে তা আপনার ভাইবোন এবং বাবা-মা এর সঙ্গে আলোচনা করুন।

Etv Bharat Horoscope for 5th October
বৃশ্চিক

বৃশ্চিক: আজ হঠাৎ, আপনাকে কেমন দেখতে তা নিয়ে আপনি সচেতন হয়ে যাবেন। আপনাকে কেমন দেখাচ্ছে, আপনি কেমন জামাকাপড় পড়ছেন, কেমন ভাবে চলাফেরা করছেন, সবকিছুই আজ আপনার চিন্তার বিষয়। একদম পরিপাটি হয়ে, আপনি নিজেকে সবচেয়ে ভালো কল্পনা করবেন। না ভেবে চিন্তে আজ হঠাৎ করে টাকা পয়সা খরচ করতে ফেলতে পারেন ৷

Etv Bharat Horoscope for 5th October
ধনু

ধনু: আজ সকালটা অলসভাবে শুরু হলেও, আপনার এনার্জি খুব কম। তাই, আপনি হয়ত আপনার কাজকর্মের সহকর্মীদের মধ্যে ভাগ করে দিতে পারেন। ভেবে চিন্তে দায়িত্ব দিন, নাহলে হয়তো আপনার সিদ্ধান্তের জন্য আক্ষেপ করতে হতে পারে। আপনার মনে যা কিছু আছে তা নিয়ে আপনার বোনের সঙ্গে কথা বলতে পারেন ৷ আর্থিক সমস্যা সংক্রান্ত চিন্তা দূরে সরিয়ে রাখা ভালো।

Etv Bharat Horoscope for 5th October
মকর

মকর: যুদ্ধ এবং ভালোবাসায় সব কিছু চলে ৷ আপনি সমস্ত সম্ভাব্য পথ অবলম্বন করেন নিজের লক্ষ্য পূরণ করতে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় শক্তিশালী ৷ যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি একজন নরম মনের মানুষ, এবং অন্যদেরকে দুঃখিত বা বিপদে পড়া অবস্থায় দেখলে আপনি দুঃখ পান। আপনি তাদের সাহায্য করবেন যারা অভাবে আছেন।

Etv Bharat Horoscope for 5th October
কুম্ভ

কুম্ভ: আজ আপনার যোগাযোগের দক্ষতা অসাধারণ কাজ করবে। সুন্দর করে গুছিয়ে কথা বলা আপনার অন্যতম গুণ ৷ যা মিটিংয়ে বেশ কাজে আসে ৷ সম্পর্ক আজ ভালোই হবে ৷ আপনার মনে হতে পারে যে, সবসময় আপনাকে সমঝোতা করতে হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন ৷

Etv Bharat Horoscope for 5th October
মীন

মীন: প্রতিবেশীকে ভালোবাসুন ৷ ধর্মীয় গ্রন্থাবলী আপনাকে বেশ প্রভাবিত করে ৷ আজ ধর্মীয় সাধনা আপনাকে ব্যস্ত রাখবে। আজ আপনি ধর্মীয় স্থানে গবেষণা করতে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.