ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 3rd September: পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন কারা জানতে চোখ রাখুন রাশিফলে - Etv Bharat Horoscope for 3rd September

দীর্ঘদিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করবেন কেউ৷ আবার আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে নাজেহাল হবেন অনেকে ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 3rd September)

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Sep 3, 2022, 12:01 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি রোম্যান্সে মগ্ন থাকবেন। আর্থিক সাফল্য শান্তি এনে দেবে ৷ তবে আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ সেগুলিই কিনুন, যা আপনার প্রয়োজন । ফলে আপনি কিছু অনিশ্চিত প্রকল্পে বিনিয়োগ করা থেকে রেহাই পাবেন । আজ বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করে ফেলাই ভালো ৷ নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন। কাঙ্ক্ষিত ফল পেতে অতিরিক্ত চাপ নিতে হতে পারে ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: সঙ্গীর নিয়ন্ত্রনকারী মানসিকতার কারণে আপনি হয়ত তাঁর সঙ্গে কটু আচরণ করতে পারেন । নিজেকে এর থেকে বিরত রাখুন ৷ প্রয়োজনে প্রণয়ীর কাছে ক্ষমা চেয়ে নিন। আর্থিক ক্ষেত্রে আপনি বিনিয়োগ সম্বন্ধে সতর্ক থাকুন ৷ পেশাগত ক্ষেত্রে হয়ত দলনেতা হিসাবে আপনি আপনার দলের সদস্যদের কাজের দিকে নজর দেবেন। সজাগ থাকুন ৷ নিজের মেজাজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন ৷ কেননা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের দিকেই থাকবে ৷ সেই কারণে প্রেম জীবন হয়তো উপেক্ষিত হতে পারে । সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের সঠিক সদ্ব্যবহার করা জরুরি। কাজেই আপনাকে পরামর্শ এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিটমাট করে ফেলুন ও মধুর সম্পর্ক বজায় রাখুন। সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ খরচ করা এবং না ভেবেচিন্তে জিনিস কেনা ভালো। গ্যাজেটের প্রতি আপনার ভালোবাসার কারণে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে ৷

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি হয়ত আপনার প্রণয়ীকে নিয়ে রক্ষণশীল হয়ে উঠবেন ৷ তার প্রতি আপনার যে অনুভূতি তা প্রকাশ করতে পারেন। তিনি হয়ত তাতে সাড়া দেবেন ৷ ফলে রোম্যান্স বাড়বে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের রাস্তা প্রসারিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ হতে পারে ৷ কেননা অতীতের কোনও বিনিয়োগ থেকে আজ লাভ হতে পারে। শেয়ার বাজারেও ফলপ্রসূ লেনদেনের সম্ভাবনা। কর্মক্ষেত্রে আজ আপনার ব্যস্ততা থাকবে। কাজের জায়গায় আরও ভালো কাজের জন্য আপনার মাথায় অভূতপূর্ব চিন্তা ঘুরবে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: প্রিয় বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধুত্ব নতুন করে ফিরিয়ে আনার এটাই সেরা সময়। কিন্তু বর্তমান সম্পর্কগুলিকে উপেক্ষা করবেন না ৷ তাহলে সেখানে মতবিরোধ দেখা দিতে পারে ৷ সম্পর্কের আগুণ প্রজ্জ্বলিত রাখার জন্য আপনার প্রিয়জনকে সময় দিন। আর্থিক দিক থেকে হয়ত আজ বিশেষ কিছু হবে না ৷ কর্মক্ষেত্রে অগ্রজদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। যাই হোক, আপনি যদি ছোট ছোট সমস্যার দিকে নজর দেন তাহলে ভাগ্য প্রসন্ন হতে পারে।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: প্রিয়জনের সঙ্গে রোম্যান্টিক সন্ধ্যা কাটানোর ফলে আপনি মনের কথা বলার সুযোগ পাবেন। চিন্তাভাবনায় স্পষ্টতা আসবে ও আপনার সঙ্গী হয়ত জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। আপনার আর্থিক সঞ্চয়ের জন্য ত্রুটিগুলি সহজেই চিহ্নিত করে সংশোধন করতে পারবেন ৷ ফলে উপার্জন সন্তোষজনক হবে। পেশার ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকবে। সৃজনশীল মস্তিস্ক ব্যবসায়ীদের ব্যবসার উন্নতিতে সাহায্য করবে। অন্যদের মতামতের দিকে মনোযোগ দিলে একটি সুসংহত পরিকল্পনা তুলে ধরতে পারবেন ৷

Etv Bharat Horoscope
তুলা

তুলা: প্রেমের জীবনে মামুলি বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া হতে পারে প্রিয়জনের সঙ্গে ৷ তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিক হয়ে যাবে এবং আপনি মসৃণ একটি সম্পর্কের দিকে এগোবেন। আর্থিক ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকতে পারে ৷ পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে । যদিও, পেশার ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার না করার ফলে কাজ মসৃণভাবে নাও এগোতে পারে। কোনও ওয়ার্কশপ বা আলোচনাসভায় অংশগ্রহণ করলে নতুন কিছু শিখতে সাহায্য হতে পারে।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার কাছে বেশি প্রাধান্য পেলেও আপনার সঙ্গীর হয়ত সম্পর্ক নিয়ে ভাবার জন্য কিছু সময় ও দূরত্বের প্রয়োজন হতে পারে। আপনার সঙ্গীর ওপরে কোনও কিছু চাপিয়ে দেবেন না। সম্পর্কে প্রাণসঞ্চার করার জন্য আনন্দদায়ক কিছু করুন। আজ আপনি অর্থচিন্তায় মগ্ন থাকবেন। কিন্তু আর্থিক বিষয়ে সাফল্য পাওয়ার জন্য আর্থিক প্রোফাইল তৈরি করা অত্যন্ত প্রয়োজন । কাজের জায়গায় আপনি হয়ত সম্পূর্ণ উদ্দীপ্ত থাকবেন ৷ যাই হোক না কেন, সৎ থাকুন, তাহলে ঊর্ধতনদের প্রশংসা পাবেন।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আর্থিক দিক থেকে আজ খুব একটা ভালো নয় দিনটি ৷ আর এর জন্য দায়ী আপনার অমিতব্যয়ী স্বভাব। অত্যধিক টাকা খরচের সম্ভাবনা আছে । এর ওপরে নিয়ন্ত্রণ না রাখলে খুব শীঘ্রই আপনি অতল জলে তলিয়ে যাবেন। একটি নির্দিষ্ট কাজ আপনি আজই শেষ করতে চাইলেও, তা সম্ভব হবে না। আপনি কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। কিন্তু হাল ছেড়ে দেবেন না। আপনার উদ্দেশ্য পূরণের জন্য চেষ্টা করুন ৷ সাফল্য আসবেই ৷

Etv Bharat Horoscope
মকর

মকর: আপনার প্রিয়তম রোমান্টিক মেজাজে থাকবেন ও রোম্যামান্সের দিক থেকে আজকের দিনটি অসাধারণ কাটবে। আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ও সম্পর্ক যাতে মসৃণ ভাবে যায় তা নিশ্চিত করবেন। আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: সম্পর্কের দিক থেকে আজ খুব একটা ভালো দিন নয়। আপনার আবেগ সামলাতে আপনাকে বেগ পেতে হবে। মানসিক চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়াবে। যদিও, আজ আপনি কর্মক্ষেত্র ভালো করে সামলাবেন ৷ যা আপনার আর্থিক অগ্রগতির কারণ হয়ে দাঁড়াবে। চাকরিতে আপনি আরও পরিশ্রম করার চেষ্টা করবেন। আজ আপনাকে কোনও বিষয়ের ভালো-মন্দ বিচার করে ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো ৷

Etv Bharat Horoscope
মীন

মীন: স্থায়িত্ব আজ আপনার মূল চিন্তার বিষয়। আপনার প্রিয়তমকে নিয়ে আপনি একটু নিরাপত্তাহীনতায় ভুগবেন। আপনার প্রত্যাশা খুব বেশি ৷ কিন্তু সঙ্গীর থেকে আপনি সেই আনুগত্য পাচ্ছেন না। আপনার চারপাশের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলে জীবনের পথে এগোতে সুবিধা হবে। ভাগ্য আজ আপনার সহায়, কাজেই আপনার দিন আজ অসাধারণ কাটবে। আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে আপনার ভালো রোজগার হবে।

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি রোম্যান্সে মগ্ন থাকবেন। আর্থিক সাফল্য শান্তি এনে দেবে ৷ তবে আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ সেগুলিই কিনুন, যা আপনার প্রয়োজন । ফলে আপনি কিছু অনিশ্চিত প্রকল্পে বিনিয়োগ করা থেকে রেহাই পাবেন । আজ বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করে ফেলাই ভালো ৷ নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন। কাঙ্ক্ষিত ফল পেতে অতিরিক্ত চাপ নিতে হতে পারে ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: সঙ্গীর নিয়ন্ত্রনকারী মানসিকতার কারণে আপনি হয়ত তাঁর সঙ্গে কটু আচরণ করতে পারেন । নিজেকে এর থেকে বিরত রাখুন ৷ প্রয়োজনে প্রণয়ীর কাছে ক্ষমা চেয়ে নিন। আর্থিক ক্ষেত্রে আপনি বিনিয়োগ সম্বন্ধে সতর্ক থাকুন ৷ পেশাগত ক্ষেত্রে হয়ত দলনেতা হিসাবে আপনি আপনার দলের সদস্যদের কাজের দিকে নজর দেবেন। সজাগ থাকুন ৷ নিজের মেজাজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন ৷ কেননা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের দিকেই থাকবে ৷ সেই কারণে প্রেম জীবন হয়তো উপেক্ষিত হতে পারে । সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের সঠিক সদ্ব্যবহার করা জরুরি। কাজেই আপনাকে পরামর্শ এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিটমাট করে ফেলুন ও মধুর সম্পর্ক বজায় রাখুন। সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ খরচ করা এবং না ভেবেচিন্তে জিনিস কেনা ভালো। গ্যাজেটের প্রতি আপনার ভালোবাসার কারণে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে ৷

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি হয়ত আপনার প্রণয়ীকে নিয়ে রক্ষণশীল হয়ে উঠবেন ৷ তার প্রতি আপনার যে অনুভূতি তা প্রকাশ করতে পারেন। তিনি হয়ত তাতে সাড়া দেবেন ৷ ফলে রোম্যান্স বাড়বে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের রাস্তা প্রসারিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ হতে পারে ৷ কেননা অতীতের কোনও বিনিয়োগ থেকে আজ লাভ হতে পারে। শেয়ার বাজারেও ফলপ্রসূ লেনদেনের সম্ভাবনা। কর্মক্ষেত্রে আজ আপনার ব্যস্ততা থাকবে। কাজের জায়গায় আরও ভালো কাজের জন্য আপনার মাথায় অভূতপূর্ব চিন্তা ঘুরবে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: প্রিয় বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধুত্ব নতুন করে ফিরিয়ে আনার এটাই সেরা সময়। কিন্তু বর্তমান সম্পর্কগুলিকে উপেক্ষা করবেন না ৷ তাহলে সেখানে মতবিরোধ দেখা দিতে পারে ৷ সম্পর্কের আগুণ প্রজ্জ্বলিত রাখার জন্য আপনার প্রিয়জনকে সময় দিন। আর্থিক দিক থেকে হয়ত আজ বিশেষ কিছু হবে না ৷ কর্মক্ষেত্রে অগ্রজদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। যাই হোক, আপনি যদি ছোট ছোট সমস্যার দিকে নজর দেন তাহলে ভাগ্য প্রসন্ন হতে পারে।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: প্রিয়জনের সঙ্গে রোম্যান্টিক সন্ধ্যা কাটানোর ফলে আপনি মনের কথা বলার সুযোগ পাবেন। চিন্তাভাবনায় স্পষ্টতা আসবে ও আপনার সঙ্গী হয়ত জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। আপনার আর্থিক সঞ্চয়ের জন্য ত্রুটিগুলি সহজেই চিহ্নিত করে সংশোধন করতে পারবেন ৷ ফলে উপার্জন সন্তোষজনক হবে। পেশার ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকবে। সৃজনশীল মস্তিস্ক ব্যবসায়ীদের ব্যবসার উন্নতিতে সাহায্য করবে। অন্যদের মতামতের দিকে মনোযোগ দিলে একটি সুসংহত পরিকল্পনা তুলে ধরতে পারবেন ৷

Etv Bharat Horoscope
তুলা

তুলা: প্রেমের জীবনে মামুলি বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া হতে পারে প্রিয়জনের সঙ্গে ৷ তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিক হয়ে যাবে এবং আপনি মসৃণ একটি সম্পর্কের দিকে এগোবেন। আর্থিক ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকতে পারে ৷ পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে । যদিও, পেশার ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার না করার ফলে কাজ মসৃণভাবে নাও এগোতে পারে। কোনও ওয়ার্কশপ বা আলোচনাসভায় অংশগ্রহণ করলে নতুন কিছু শিখতে সাহায্য হতে পারে।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার কাছে বেশি প্রাধান্য পেলেও আপনার সঙ্গীর হয়ত সম্পর্ক নিয়ে ভাবার জন্য কিছু সময় ও দূরত্বের প্রয়োজন হতে পারে। আপনার সঙ্গীর ওপরে কোনও কিছু চাপিয়ে দেবেন না। সম্পর্কে প্রাণসঞ্চার করার জন্য আনন্দদায়ক কিছু করুন। আজ আপনি অর্থচিন্তায় মগ্ন থাকবেন। কিন্তু আর্থিক বিষয়ে সাফল্য পাওয়ার জন্য আর্থিক প্রোফাইল তৈরি করা অত্যন্ত প্রয়োজন । কাজের জায়গায় আপনি হয়ত সম্পূর্ণ উদ্দীপ্ত থাকবেন ৷ যাই হোক না কেন, সৎ থাকুন, তাহলে ঊর্ধতনদের প্রশংসা পাবেন।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আর্থিক দিক থেকে আজ খুব একটা ভালো নয় দিনটি ৷ আর এর জন্য দায়ী আপনার অমিতব্যয়ী স্বভাব। অত্যধিক টাকা খরচের সম্ভাবনা আছে । এর ওপরে নিয়ন্ত্রণ না রাখলে খুব শীঘ্রই আপনি অতল জলে তলিয়ে যাবেন। একটি নির্দিষ্ট কাজ আপনি আজই শেষ করতে চাইলেও, তা সম্ভব হবে না। আপনি কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। কিন্তু হাল ছেড়ে দেবেন না। আপনার উদ্দেশ্য পূরণের জন্য চেষ্টা করুন ৷ সাফল্য আসবেই ৷

Etv Bharat Horoscope
মকর

মকর: আপনার প্রিয়তম রোমান্টিক মেজাজে থাকবেন ও রোম্যামান্সের দিক থেকে আজকের দিনটি অসাধারণ কাটবে। আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ও সম্পর্ক যাতে মসৃণ ভাবে যায় তা নিশ্চিত করবেন। আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: সম্পর্কের দিক থেকে আজ খুব একটা ভালো দিন নয়। আপনার আবেগ সামলাতে আপনাকে বেগ পেতে হবে। মানসিক চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়াবে। যদিও, আজ আপনি কর্মক্ষেত্র ভালো করে সামলাবেন ৷ যা আপনার আর্থিক অগ্রগতির কারণ হয়ে দাঁড়াবে। চাকরিতে আপনি আরও পরিশ্রম করার চেষ্টা করবেন। আজ আপনাকে কোনও বিষয়ের ভালো-মন্দ বিচার করে ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো ৷

Etv Bharat Horoscope
মীন

মীন: স্থায়িত্ব আজ আপনার মূল চিন্তার বিষয়। আপনার প্রিয়তমকে নিয়ে আপনি একটু নিরাপত্তাহীনতায় ভুগবেন। আপনার প্রত্যাশা খুব বেশি ৷ কিন্তু সঙ্গীর থেকে আপনি সেই আনুগত্য পাচ্ছেন না। আপনার চারপাশের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলে জীবনের পথে এগোতে সুবিধা হবে। ভাগ্য আজ আপনার সহায়, কাজেই আপনার দিন আজ অসাধারণ কাটবে। আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে আপনার ভালো রোজগার হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.