ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 28th June: বুধবার আর্থিক লাভ কোন রাশির; জানুন রাশিফলে - মিথুন

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Jun 28, 2023, 12:01 AM IST

Updated : Jun 28, 2023, 6:38 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: নিজের উপস্থাপন ক্ষমতা দেখানোর সুযোগ পেলে, তার সদ্ব্যবহার করুন । আপনার কথা বলার দক্ষতা সকলের প্রশংসা কুড়াবে । সন্তানেরাও আপনাকে গর্বিত করতে পারে । পরিবারের প্রবীন সদস্যদের জন্যও হাতে একটু সময় রাখুন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: স্বতঃস্ফূর্ততা-সহ আন্তরিকতা আজ আপনাকে চালিত করবে । চোখ-কান খোলা রাখুন, বিপদে পড়ার সম্ভাবনা থাকবে । আজ কোনও আইনি চুক্তি স্বাক্ষর করার আগে তা ভালো করে পড়ে নিন । নিরাময়ের থেকে প্রতিরোধ বেশি ভালো ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনার সময় কাটবে আপনার পছন্দের কাজ করে । পরিবারের জন্য অনলাইন শপিং করতে পারেন, অথবা খাবার অর্ডার করতে পারেন । অবসরপূর্ণ, মজা আর বিনোদনে ভরা একটা দিন আপনার জন্য অপেক্ষা করছে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার কাজের দ্রুত গতি সবাইকে অবাক করবে । পড়ে থাকা সব কাজ এবং প্রকল্প ফলপ্রসূ হবে । তবে, এলোমেলো বা উদাসীনভাবে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: বন্ধুত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকবে আশা করা হলেও, এটা নির্ভর করবে প্রয়োজনের সময় বন্ধু পাশে থাকছে কি না তার উপরে । আজ, আপনার বন্ধুরা আপনার সাহায্য চাইবেন, এবং আপনিও সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে চাইবেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আজ আপনি চারপাশের মানুষের মধ্যে আশা ও প্রেরণার সঞ্চার করতে চলেছেন । আজ আপনাকে সংসারী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । যার মাধ্যমে আপনি প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেবেন ৷ ফলে সুন্দর সম্পর্কগুলি আরও নিবিড় হয়ে উঠবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজকের দিনটায় আপনি সুন্দর দেখাতে ও ভালো বোধ করতে চান। নিজের কথাবার্তা ও ব্যক্তিত্বের মাধ্যমে আজ সামাজিক অনুষ্ঠানে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আপনার সামাজিক মর্যাদাও আজ বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আজ বিশেষ দিকে মোড় নেবে।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আর্থিক পরিস্থিতি আপনাকে পীড়া দেবে । তবে জীবনের আরও অনেক ভালো দিক থাকে । আজ মোটা পুরষ্কার পাওয়ার সুযোগ আছে ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আপনার সঙ্গে আজ এমন একজনের দেখা হবে যিনি আপনাকে পছন্দ করেন । কারও মনের কেন্দ্রে থাকা উপভোগ করুন । বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা এবং তাদের সান্নিধ্য উপভোগ করবেন আজ ।

ETV Bharat Horoscope
মকর

মকর: এটি হয়ত একটি অস্বাভাবিক সমন্বয় মনে হতে পারে ৷ আজ বাড়ির জন্য যেসমস্ত কাজ আপনাকে করতে হবে তা আপনাকে ক্লান্ত করে তুলবে ৷ তাই বাকি দিনের জন্য কিছু এনার্জি বাঁচিয়ে রাখুন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজ আনন্দ ও কষ্ট দু’টো পেতে পারেন । জলের কল সারানো, কাচা-ধোয়া করা, বাজার করা, রান্না করা সব কিছুই করতে হতে পারে ৷ পরে হট বাথ থেকে অ্যারোমাটিক ম্যাসাজ, পছন্দ অনুযায়ী আরাম উপভোগ করতে পারবেন । কষ্টের অভিজ্ঞতা পাওয়ার পরেই একমাত্র আপনি আনন্দের জন্য প্রকৃত কৃতজ্ঞতা জানাতে পারবেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আজ নিজের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন। ফলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশী উৎসাহী হবেন। আপনি সাধারণত স্পট লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন, তবে আজ নতুন নতুন কার্যভার গ্রহণ করার সাথে সাথে নিজেকে দলপতির ভূমিকায় খুঁজে পেতে চলেছেন।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: নিজের উপস্থাপন ক্ষমতা দেখানোর সুযোগ পেলে, তার সদ্ব্যবহার করুন । আপনার কথা বলার দক্ষতা সকলের প্রশংসা কুড়াবে । সন্তানেরাও আপনাকে গর্বিত করতে পারে । পরিবারের প্রবীন সদস্যদের জন্যও হাতে একটু সময় রাখুন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: স্বতঃস্ফূর্ততা-সহ আন্তরিকতা আজ আপনাকে চালিত করবে । চোখ-কান খোলা রাখুন, বিপদে পড়ার সম্ভাবনা থাকবে । আজ কোনও আইনি চুক্তি স্বাক্ষর করার আগে তা ভালো করে পড়ে নিন । নিরাময়ের থেকে প্রতিরোধ বেশি ভালো ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনার সময় কাটবে আপনার পছন্দের কাজ করে । পরিবারের জন্য অনলাইন শপিং করতে পারেন, অথবা খাবার অর্ডার করতে পারেন । অবসরপূর্ণ, মজা আর বিনোদনে ভরা একটা দিন আপনার জন্য অপেক্ষা করছে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার কাজের দ্রুত গতি সবাইকে অবাক করবে । পড়ে থাকা সব কাজ এবং প্রকল্প ফলপ্রসূ হবে । তবে, এলোমেলো বা উদাসীনভাবে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: বন্ধুত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকবে আশা করা হলেও, এটা নির্ভর করবে প্রয়োজনের সময় বন্ধু পাশে থাকছে কি না তার উপরে । আজ, আপনার বন্ধুরা আপনার সাহায্য চাইবেন, এবং আপনিও সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে চাইবেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আজ আপনি চারপাশের মানুষের মধ্যে আশা ও প্রেরণার সঞ্চার করতে চলেছেন । আজ আপনাকে সংসারী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । যার মাধ্যমে আপনি প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেবেন ৷ ফলে সুন্দর সম্পর্কগুলি আরও নিবিড় হয়ে উঠবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজকের দিনটায় আপনি সুন্দর দেখাতে ও ভালো বোধ করতে চান। নিজের কথাবার্তা ও ব্যক্তিত্বের মাধ্যমে আজ সামাজিক অনুষ্ঠানে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আপনার সামাজিক মর্যাদাও আজ বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আজ বিশেষ দিকে মোড় নেবে।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আর্থিক পরিস্থিতি আপনাকে পীড়া দেবে । তবে জীবনের আরও অনেক ভালো দিক থাকে । আজ মোটা পুরষ্কার পাওয়ার সুযোগ আছে ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আপনার সঙ্গে আজ এমন একজনের দেখা হবে যিনি আপনাকে পছন্দ করেন । কারও মনের কেন্দ্রে থাকা উপভোগ করুন । বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা এবং তাদের সান্নিধ্য উপভোগ করবেন আজ ।

ETV Bharat Horoscope
মকর

মকর: এটি হয়ত একটি অস্বাভাবিক সমন্বয় মনে হতে পারে ৷ আজ বাড়ির জন্য যেসমস্ত কাজ আপনাকে করতে হবে তা আপনাকে ক্লান্ত করে তুলবে ৷ তাই বাকি দিনের জন্য কিছু এনার্জি বাঁচিয়ে রাখুন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজ আনন্দ ও কষ্ট দু’টো পেতে পারেন । জলের কল সারানো, কাচা-ধোয়া করা, বাজার করা, রান্না করা সব কিছুই করতে হতে পারে ৷ পরে হট বাথ থেকে অ্যারোমাটিক ম্যাসাজ, পছন্দ অনুযায়ী আরাম উপভোগ করতে পারবেন । কষ্টের অভিজ্ঞতা পাওয়ার পরেই একমাত্র আপনি আনন্দের জন্য প্রকৃত কৃতজ্ঞতা জানাতে পারবেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আজ নিজের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন। ফলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশী উৎসাহী হবেন। আপনি সাধারণত স্পট লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন, তবে আজ নতুন নতুন কার্যভার গ্রহণ করার সাথে সাথে নিজেকে দলপতির ভূমিকায় খুঁজে পেতে চলেছেন।

Last Updated : Jun 28, 2023, 6:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.