ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 16th September: কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে কি না জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

দীর্ঘদিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করবেন কেউ ৷ আবার আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে নাজেহাল হবেন অনেকে ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 16th September) ৷

Etv Bharat Horoscope
ETV Bharat
author img

By

Published : Sep 16, 2022, 12:02 AM IST

Updated : Sep 16, 2022, 6:13 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি যে কাজই করবেন তাতেই সম্পূর্ণ স্বাধীনতা চাইবেন। যে কাজ আপনি করতে চান, তাতে বেশি মনোযোগ দিন ৷ দেখবেন ধৈর্য্য আপনাকে সবকিছু সহজে সামলাতে সাহায্য করবে। আপনার আনন্দের মাত্রা বেশি থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে। এই পর্যায়ে আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘ-মেয়াদী নিরাপত্তা নিয়ে আরও বেশি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করবেন। আজ আপনি ব্যয়ের দিকে বেশি মনোযোগ দেওয়ার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনি প্রত্যয়ী ও নিশ্চিত মনোভাব নিয়ে ঘুম থেকে উঠবেন। সতর্ক থাকুন, কেননা আপনার অনমনীয় মনোভাবের কারণে আপনাকে একগুঁয়ে মনে হতে পারে। কোনও বিবাদের ক্ষেত্রে আপনি হয়ত মধ্যস্থতায় আসতে চাইবেন না ৷ আপনার মতামত জোরের সঙ্গে প্রকাশ করা আপনার স্বভাব ৷ কর্মক্ষেত্রের চাপের কারণে আজ বেশির ভাগ সময় ব্যয় হবে। স্বাস্থ্য ও সুস্থতা আজ বেশি প্রাধান্য পাবে ৷ খুব স্বাভাবিক যে, আপনি ফিটনেস সংক্রান্ত পরিকল্পনা করবেন ও অবিলম্বে শরীরচর্চা শুরু করতে পারবেন।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনি একটু বিষণ্ণ ও মনমরা বোধ করতে পারেন। আজ একাকীত্ব বোধ আপনাকে চেপে ধরতে পারে। আপনার চেপে রাখা আবেগ, আকাঙ্ক্ষা এমনকী আপনার বুদ্ধিগত শিক্ষাও প্রকাশিত হবে আজ। আজ আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। দ্রুত ফল চাইলে হতাশ হবেন । আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু গ্রহগুলি আপনার অনুকূলে না থাকায় পরিশ্রমের ফল পেতে সমস্যায় পড়তে পারেন । ভালো কাজ করুন, আগামিকাল ভালো হবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: অন্য লোকজনের সম্ভবত আপনাকে খিটখিটে ও কপট মনে হবে। নিজের সুস্থির স্বভাব ধরে রাখুন। যদি নিজের সুনাম ধরে রাখতে চান এবং সম্পর্কগুলিকে বাঁচাতে চান, তবে অন্যদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। ওপরওয়ালা ও সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যখনই মনে হবে আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, নিজেকে সামলে নিন ৷ আপনার উদ্ভাবনী ক্ষমতাও অন্যদিনের থেকে বেশি কাজ করবে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: ঘর সাজিয়ে বা সংস্কারের কাজ হাতে নিয়ে, আপনি নিজের বাড়িকে এক নতুন রূপ দিতে চাইবেন। আপনি ফেলে দেওয়া জিনিস অসাধারণ কাজে লাগাবেন ও আপনার বাসার পরিবেশ উন্নত করার জন্য দারুণ কিছু শৈল্পিক জিনিস তৈরি করবেন। আপনি কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস দুইই তুঙ্গে থাকার ফলে, আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন।

Etv Bharat Horoscope
কন্য়া

কন্যা: মন উদার রাখুন এবং আপনার কল্পনাশক্তিকে মুক্তভাবে বইতে দিন। আজ আপনি সৃজনশীল বোধ করবেন এবং আপনার উদ্ভাবনী ধারণাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ভাগ্য আপনার সহায় থাকবে এবং আপনি ঝুঁকি নিয়েছিলেন, এরকম কিছু কিছু বিষয়ে ফল পাবেন। যা যা কাজ করবেন, সেগুলির ব্যাপারে আপনি খুবই উৎসাহী ও উদ্যমী থাকবেন। আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার অনুকূলে থাকবে। খরচ সম্বন্ধে ইতিবাচক মনোভাব থাকায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হবে। কিছু জিনিস কেনা ও বেচার আগে আপনি ভালো করে গবেষণা করবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনি ব্যস্ত থাকবেন ও কাজের ক্ষেত্রে লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন। আপনার উদ্যমের মাত্রা উচ্চতার শিখরে থাকবে। সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি সঠিক ভারসাম্য নিয়ে আসতে পারবেন। যদিও শারীরিকভাবে ক্লান্তিকর কাজ করার জন্য আজকের দিনটি ভালো নয়। আর্থিক বিষয়ের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। অর্থ বিনিয়োগ না করাই ভালো ৷

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার সঙ্গীর প্রভাবশালী ও কর্তৃত্ব ফলানো স্বভাব আজ আপনার বিরক্তির কারণ হতে পার। সে ক্ষেত্রে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। যদিও আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে বৃহত্তর বিষয়ের দিকে নজর রেখে, একসঙ্গে বসে ব্যক্তিত্বের কারণে হওয়া দ্বন্দ্ব ও ঝগড়া মিটিয়ে ফেলুন। কর্মক্ষেত্র চাপ বাড়তে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক ভারসাম্য আপনাকে চাপের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনার মনে আজ ধর্মীয় ভাব জাগতে পারে। নিজেকে সময় দিন এবং নির্জনতায় কিছু মুহূর্ত ব্যয় করুন। ঝামেলা দূরে সরিয়ে রাখুন ও যা যেভাবে ঘটছে ঘটতে দিন। মনকে আরও বিশ্রাম করতে দিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য এটি একটি আদর্শ দিন। শান্ত মন, ভালো স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।

Etv Bharat Horoscope
মকর

মকর: ঈশ্বর তাদেরই সাহায্য করেন, যারা নিজেদের সাহায্য করে ৷ তেমনি, আপনার আন্তরিক প্রচেষ্টার আজ ভালো ফল পাবেন। আপনি যদি শেয়ার এবং স্টক নিয়ে কাজ করেন, তাহলে আজ আপনার দিনটি ভালো যাবে। আপনার সাফল্যে আপনার জীবনসঙ্গীর ভাগ্যের কারণে ৷ সুতরাং তাকে তাঁর কৃতিত্ব দিন। আজকের দিনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবার জন্য ভালো, যদিও জমি-জমায় বিনিয়োগ না করাই ভালো। অবসরের কার্যকলাপের পিছনে অর্থ ব্যয় হতে পারে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার মাথায় নানা নতুন ধারণা আসে, আপনি চাইবেন সেগুলি দিয়ে পৃথিবীকে আরও ভালো করে তুলতে। বেশ কিছু সময় ধরে, বিভিন্ন কাজের কারণে আপনি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছেন, তাই এখন নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সময় এসেছে। প্রযুক্তিগত কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন। আজকের দিনটি সিস্টেম এবং সফ্টওয়্যার সম্পর্কিত সমস্যাগুলি সংশোধন বা সমাধানের জন্য ভালো।

Etv Bharat Horoscope
মীন

মীন: আপনার বাড়ি এবং পরিবার আপনার কাছে খুবই মূল্যবান ৷ যেখানে কিনা এমন সমস্যা ধিকিধিকি জ্বলছে, যার মুখোমুখি আজ আপনাকে হতে হবে। আপনি সমস্যা থেকে পালিয়ে যেতে পারবেন না ৷ বুদ্ধিমানের কাজ হবে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায় এমন কোনও একটি অবস্থানে স্থির থাকা ৷ তুচ্ছ সমস্যার সমাধান সন্ধান করা। সামান্য ঘটনাকে খুব বিশাল ঘটনায় পরিণত করবেন না। টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারে যুক্তি দিয়ে ভাবতে হয় এমন বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়ার এটিই আদর্শ সময়।

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি যে কাজই করবেন তাতেই সম্পূর্ণ স্বাধীনতা চাইবেন। যে কাজ আপনি করতে চান, তাতে বেশি মনোযোগ দিন ৷ দেখবেন ধৈর্য্য আপনাকে সবকিছু সহজে সামলাতে সাহায্য করবে। আপনার আনন্দের মাত্রা বেশি থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে। এই পর্যায়ে আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘ-মেয়াদী নিরাপত্তা নিয়ে আরও বেশি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করবেন। আজ আপনি ব্যয়ের দিকে বেশি মনোযোগ দেওয়ার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনি প্রত্যয়ী ও নিশ্চিত মনোভাব নিয়ে ঘুম থেকে উঠবেন। সতর্ক থাকুন, কেননা আপনার অনমনীয় মনোভাবের কারণে আপনাকে একগুঁয়ে মনে হতে পারে। কোনও বিবাদের ক্ষেত্রে আপনি হয়ত মধ্যস্থতায় আসতে চাইবেন না ৷ আপনার মতামত জোরের সঙ্গে প্রকাশ করা আপনার স্বভাব ৷ কর্মক্ষেত্রের চাপের কারণে আজ বেশির ভাগ সময় ব্যয় হবে। স্বাস্থ্য ও সুস্থতা আজ বেশি প্রাধান্য পাবে ৷ খুব স্বাভাবিক যে, আপনি ফিটনেস সংক্রান্ত পরিকল্পনা করবেন ও অবিলম্বে শরীরচর্চা শুরু করতে পারবেন।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনি একটু বিষণ্ণ ও মনমরা বোধ করতে পারেন। আজ একাকীত্ব বোধ আপনাকে চেপে ধরতে পারে। আপনার চেপে রাখা আবেগ, আকাঙ্ক্ষা এমনকী আপনার বুদ্ধিগত শিক্ষাও প্রকাশিত হবে আজ। আজ আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। দ্রুত ফল চাইলে হতাশ হবেন । আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু গ্রহগুলি আপনার অনুকূলে না থাকায় পরিশ্রমের ফল পেতে সমস্যায় পড়তে পারেন । ভালো কাজ করুন, আগামিকাল ভালো হবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: অন্য লোকজনের সম্ভবত আপনাকে খিটখিটে ও কপট মনে হবে। নিজের সুস্থির স্বভাব ধরে রাখুন। যদি নিজের সুনাম ধরে রাখতে চান এবং সম্পর্কগুলিকে বাঁচাতে চান, তবে অন্যদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। ওপরওয়ালা ও সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যখনই মনে হবে আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, নিজেকে সামলে নিন ৷ আপনার উদ্ভাবনী ক্ষমতাও অন্যদিনের থেকে বেশি কাজ করবে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: ঘর সাজিয়ে বা সংস্কারের কাজ হাতে নিয়ে, আপনি নিজের বাড়িকে এক নতুন রূপ দিতে চাইবেন। আপনি ফেলে দেওয়া জিনিস অসাধারণ কাজে লাগাবেন ও আপনার বাসার পরিবেশ উন্নত করার জন্য দারুণ কিছু শৈল্পিক জিনিস তৈরি করবেন। আপনি কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস দুইই তুঙ্গে থাকার ফলে, আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন।

Etv Bharat Horoscope
কন্য়া

কন্যা: মন উদার রাখুন এবং আপনার কল্পনাশক্তিকে মুক্তভাবে বইতে দিন। আজ আপনি সৃজনশীল বোধ করবেন এবং আপনার উদ্ভাবনী ধারণাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ভাগ্য আপনার সহায় থাকবে এবং আপনি ঝুঁকি নিয়েছিলেন, এরকম কিছু কিছু বিষয়ে ফল পাবেন। যা যা কাজ করবেন, সেগুলির ব্যাপারে আপনি খুবই উৎসাহী ও উদ্যমী থাকবেন। আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার অনুকূলে থাকবে। খরচ সম্বন্ধে ইতিবাচক মনোভাব থাকায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হবে। কিছু জিনিস কেনা ও বেচার আগে আপনি ভালো করে গবেষণা করবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনি ব্যস্ত থাকবেন ও কাজের ক্ষেত্রে লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন। আপনার উদ্যমের মাত্রা উচ্চতার শিখরে থাকবে। সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি সঠিক ভারসাম্য নিয়ে আসতে পারবেন। যদিও শারীরিকভাবে ক্লান্তিকর কাজ করার জন্য আজকের দিনটি ভালো নয়। আর্থিক বিষয়ের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। অর্থ বিনিয়োগ না করাই ভালো ৷

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার সঙ্গীর প্রভাবশালী ও কর্তৃত্ব ফলানো স্বভাব আজ আপনার বিরক্তির কারণ হতে পার। সে ক্ষেত্রে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। যদিও আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে বৃহত্তর বিষয়ের দিকে নজর রেখে, একসঙ্গে বসে ব্যক্তিত্বের কারণে হওয়া দ্বন্দ্ব ও ঝগড়া মিটিয়ে ফেলুন। কর্মক্ষেত্র চাপ বাড়তে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক ভারসাম্য আপনাকে চাপের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনার মনে আজ ধর্মীয় ভাব জাগতে পারে। নিজেকে সময় দিন এবং নির্জনতায় কিছু মুহূর্ত ব্যয় করুন। ঝামেলা দূরে সরিয়ে রাখুন ও যা যেভাবে ঘটছে ঘটতে দিন। মনকে আরও বিশ্রাম করতে দিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য এটি একটি আদর্শ দিন। শান্ত মন, ভালো স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।

Etv Bharat Horoscope
মকর

মকর: ঈশ্বর তাদেরই সাহায্য করেন, যারা নিজেদের সাহায্য করে ৷ তেমনি, আপনার আন্তরিক প্রচেষ্টার আজ ভালো ফল পাবেন। আপনি যদি শেয়ার এবং স্টক নিয়ে কাজ করেন, তাহলে আজ আপনার দিনটি ভালো যাবে। আপনার সাফল্যে আপনার জীবনসঙ্গীর ভাগ্যের কারণে ৷ সুতরাং তাকে তাঁর কৃতিত্ব দিন। আজকের দিনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবার জন্য ভালো, যদিও জমি-জমায় বিনিয়োগ না করাই ভালো। অবসরের কার্যকলাপের পিছনে অর্থ ব্যয় হতে পারে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার মাথায় নানা নতুন ধারণা আসে, আপনি চাইবেন সেগুলি দিয়ে পৃথিবীকে আরও ভালো করে তুলতে। বেশ কিছু সময় ধরে, বিভিন্ন কাজের কারণে আপনি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছেন, তাই এখন নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সময় এসেছে। প্রযুক্তিগত কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন। আজকের দিনটি সিস্টেম এবং সফ্টওয়্যার সম্পর্কিত সমস্যাগুলি সংশোধন বা সমাধানের জন্য ভালো।

Etv Bharat Horoscope
মীন

মীন: আপনার বাড়ি এবং পরিবার আপনার কাছে খুবই মূল্যবান ৷ যেখানে কিনা এমন সমস্যা ধিকিধিকি জ্বলছে, যার মুখোমুখি আজ আপনাকে হতে হবে। আপনি সমস্যা থেকে পালিয়ে যেতে পারবেন না ৷ বুদ্ধিমানের কাজ হবে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায় এমন কোনও একটি অবস্থানে স্থির থাকা ৷ তুচ্ছ সমস্যার সমাধান সন্ধান করা। সামান্য ঘটনাকে খুব বিশাল ঘটনায় পরিণত করবেন না। টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারে যুক্তি দিয়ে ভাবতে হয় এমন বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়ার এটিই আদর্শ সময়।

Last Updated : Sep 16, 2022, 6:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.