ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 10th July: ছুটির দিন কেমন কাটবে জানুন রাশিফলে - HOROSCOPE 10th JULY

দীর্ঘদিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করবেন কেউ ৷ আবার আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে অনেকে হিমসিম খাবেন ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 10th July ) ৷

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Jul 10, 2022, 12:02 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ : আপনি অপার্থিব ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে খুবই আগ্রহী থাকবেন আজ । শান্তিপূর্ণ ব্যবহার করেবন ৷ প্রেম জীবনে যেসকল প্রশ্নগুলি আপনাকে বিব্রত করছে, আপনি যথাসাধ্য চেষ্টা করলেও হয়ত সেগুলির উত্তর পাবেন না । আপনাকে অন্য পন্থা বেছে নিতে হতে পারে উত্তের জন্য । কঠিন সমস্যাগুলি সামলানোর ব্যপারে সতর্ক থাকুন ৷ কেননা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা আছে ।

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ : আজ বেশি আবেগপ্রবণ ও আকুল হয়ে পড়তে পারেন । যদি হৃদয়ের থেকে যুক্তি বেশি প্রাধান্য পায়, তাহলে দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভালো হয়ে উঠবে । আপনার চরিত্রের আবেগপ্রবণ দিকটিকে সামনে নিয়ে আসার সময় এসে গেছে । আপনার প্রিয়তমের থেকে মূল্যবান জিনিস শেখার সুযোগ পেলেও আপনার অনমনীয় মনোভাবের কারণে সে সুযোগ আপনি হারাবেন । বিচক্ষণতা আপনাকে কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে ।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন : আজ নানারকম দ্বন্দ্ব আপনাকে ঘিরে থাকবে । যাই হোক, এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ও সমাধানের রাস্তা আপনি খঁজে পাবেন ৷ আপনি নির্জনতা এবং শান্তি চাইবেন ৷ আপনার পরিবারের সদস্যদের সান্নিধ্যও আপনার ভালো লাগবে না । অফিসে অনেক জটিল কাজ করতে হবে ৷

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট : আজকে আপনি সম্ভবত যা ঘটতে চলেছে তার একটি পূর্বাভাস পাবেন । আজ আপনার সবকটি ইন্দ্রিয় অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকবে । আপনার পেশার দিক থেকেও আজ ভালো দিন। আপনার বস হয়তো আপনার কাজের দক্ষতায় মুগ্ধ হবেন । কিন্তু কাজের চাপের কারণে আপনি একটু মানসিকভাবে বিব্রত থাকবেন ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ : অনেকেরই মনে হবে যে শেষমেশ আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে । তার কারণ? অবশেষে আপনি পেশা নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করেছেন । আপনি একসঙ্গে দু’টি কাজ করেতে চাইলে তা আপনার কাছে খুব বড় ব্যাপার নয় ৷ কিন্তু সাধারণ মানুষরে কাছে একটি খুবই অদ্ভুত এবং অবাস্তব মনে হয়। স্বাস্থ্যের দিক থেকে আজক দিনটি খুব ভালো যাবে না ।

Etv Bharat Horoscope
কন্য়া

কন্যা : আজকে আপনার মন উদার এবং স্নায়ু শক্ত থাকবে । সহ্যশক্তি এবং অসাধারণ শৈল্পিক দক্ষতা দেখতে পাওয়া যাবে । কলা বিভাগের বিষয় নিয়ে পড়াশোনা করুন । আপনার জীবনবোধ সমাজের সেবা করতে আপনাকে সাহায্য করবে । প্রেমের ক্ষেত্রে আজ বেশ জটিল দিল ৷ সঙ্গীর সঙ্গে মতপার্থক্য ও সম্পর্কে ফাটল না ধরতে পারে খেয়াল রাখবেন । সমস্যা সামলানোর সময় আপনাকে ইতিবাচক মনোভাব রাখতে হবে। আজকে আপনি আর্থিক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবেন ।

Etv Bharat Horoscope
তুলা

তুলা : আজ একটি অসাধারণ দিন ৷ আজ সাফল্য পাবেন ৷ আপনার একদম উপর মহলের কর্তা ব্যক্তিদের সঙ্গে জানাশোনা হবে ৷ তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন । অফিসে উপরওয়ালারা আপনাকে সমর্থন করবেন । মতপার্থক্য হতে পারে । আপনার পরিশ্রমের জন্য পুরস্কৃত হবেন বলে, আজকে আপনি আনন্দিত বোধ করবেন । আগে আপনি এত ভালো কাজ করেছেন বলে আপনার ওপরে আরোও গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হবে ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : জীবন আপনার সামনে যে চ্যালেঞ্জই নিয়ে আসুক না কেন তার মুখোমুখি হওয়ার জন্য আপনি প্রস্তুত । আপনার আত্মবিশ্বাস আপনাকে সকল বৈপরীত্যর সঙ্গে লড়াই করার শক্তি দেয় । আপনি যদি বিশাল বড় কোনও কাজ হাতে নেন তাতে আপনি সফল হবেন আজ । জীবনসঙ্গীকে আপনার ভালোবাসার বিষয়ে আশ্বস্ত করলে আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে । আপনার মানসিক স্থিতি খুবই বেশি। আজ আপনি কাজের জায়গাতেও ব্যস্ত থাকবেন ।

Etv Bharat Horoscope
ধনু

ধনু : আপনি যতটা ভেবেছিলেন দিনটি তার থেকেও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে । আপনি খুবই স্বাধীনচেতা ৷ ফলে অপ্রীতিকর আর্থিক বিষয়ে আপনার হাত বাধা পড়ে যাওয়াতে আপনি বিরক্ত বোধ করবেন । এটিও জীবনের অঙ্গ ৷ কাজেই যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করুন । কাজের জায়গায় চাহিদা থাকলেও, ভালোবাসার মানুষের সঙ্গে কাটানোর জন্য কিছুটা সময় বার করুন ।

Etv Bharat Horoscope for 10th July
মকর

মকর : আজকে আপনি খুবই চনমনে থাকবেন। প্রবল উদ্দীপনা থাকায় আপনি অনেক কাজ সম্পন্ন করে ফেলবেন ৷ চারদিকে আপনার উৎসাহ ছড়িয়ে দেবেন । এর ফলে আপনার কাজ নিয়ে খুবই সন্তুষ্টি হবে । ব্যক্তিগত ক্ষেত্রেও সবকিছুই ভালো এবং সুন্দর কাটবে ৷ উপভোগ্য কোনও সাংসারিক কাজ করার সম্ভাবনা আছে। মজাদার সান্ধ্যভোজ আপনার ও আপনার সঙ্গীর বন্ধনকে দৃঢ় করবে। সহকর্মীদের সঙ্গে আপনার ভাবনা চিন্তা ভাগ করে নেওয়ার প্রবণতা থাকবে । মিটিং খুবই সফল হবে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ : আজকে আপনার মাথায় অর্থ চিন্তা ঘুরবে । আপনি যদি আর্থিক বিষয়গুলি ঠিক ভাবে গোছাতে চান, তাহলে আজকে খুবই ভালো দিন। সন্ধ্যেবেলা সম্ভবত বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন । আপনি এও বুঝবেন যে আপনার বন্ধুরা আপনাকে কতটা মূল্য দেন ৷ এই কর্মব্যস্ত দিনে, আপনাকে একসঙ্গে নানা কাজ সামলাতে হবে । মানসিক চাপে ভুগতে পারেন।

Etv Bharat Horoscope
মীন

মীন : কর্মক্ষেত্রে আপনি নতুন নতুন কাজ করবেন। নতুন ব্যবসাযয়িক চুক্তি, মিটিং করা বা অন্যথায় ফোনের মাধ্যমে নেটওয়ার্কিং করার কাজে আপনি চাপা পড়ে যাবেন। আপনি যদি সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে তার মূল্য বাড়বে। বিক্রি করবেন কি করবেন না, তা আপনার সিদ্ধান্ত। যদি আজকে সেটি বিক্রি করেন, তাহলে আপনি প্রচুর মুনাফা করবেন।

Etv Bharat Horoscope
মেষ

মেষ : আপনি অপার্থিব ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে খুবই আগ্রহী থাকবেন আজ । শান্তিপূর্ণ ব্যবহার করেবন ৷ প্রেম জীবনে যেসকল প্রশ্নগুলি আপনাকে বিব্রত করছে, আপনি যথাসাধ্য চেষ্টা করলেও হয়ত সেগুলির উত্তর পাবেন না । আপনাকে অন্য পন্থা বেছে নিতে হতে পারে উত্তের জন্য । কঠিন সমস্যাগুলি সামলানোর ব্যপারে সতর্ক থাকুন ৷ কেননা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা আছে ।

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ : আজ বেশি আবেগপ্রবণ ও আকুল হয়ে পড়তে পারেন । যদি হৃদয়ের থেকে যুক্তি বেশি প্রাধান্য পায়, তাহলে দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভালো হয়ে উঠবে । আপনার চরিত্রের আবেগপ্রবণ দিকটিকে সামনে নিয়ে আসার সময় এসে গেছে । আপনার প্রিয়তমের থেকে মূল্যবান জিনিস শেখার সুযোগ পেলেও আপনার অনমনীয় মনোভাবের কারণে সে সুযোগ আপনি হারাবেন । বিচক্ষণতা আপনাকে কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে ।

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন : আজ নানারকম দ্বন্দ্ব আপনাকে ঘিরে থাকবে । যাই হোক, এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ও সমাধানের রাস্তা আপনি খঁজে পাবেন ৷ আপনি নির্জনতা এবং শান্তি চাইবেন ৷ আপনার পরিবারের সদস্যদের সান্নিধ্যও আপনার ভালো লাগবে না । অফিসে অনেক জটিল কাজ করতে হবে ৷

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট : আজকে আপনি সম্ভবত যা ঘটতে চলেছে তার একটি পূর্বাভাস পাবেন । আজ আপনার সবকটি ইন্দ্রিয় অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকবে । আপনার পেশার দিক থেকেও আজ ভালো দিন। আপনার বস হয়তো আপনার কাজের দক্ষতায় মুগ্ধ হবেন । কিন্তু কাজের চাপের কারণে আপনি একটু মানসিকভাবে বিব্রত থাকবেন ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ : অনেকেরই মনে হবে যে শেষমেশ আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে । তার কারণ? অবশেষে আপনি পেশা নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করেছেন । আপনি একসঙ্গে দু’টি কাজ করেতে চাইলে তা আপনার কাছে খুব বড় ব্যাপার নয় ৷ কিন্তু সাধারণ মানুষরে কাছে একটি খুবই অদ্ভুত এবং অবাস্তব মনে হয়। স্বাস্থ্যের দিক থেকে আজক দিনটি খুব ভালো যাবে না ।

Etv Bharat Horoscope
কন্য়া

কন্যা : আজকে আপনার মন উদার এবং স্নায়ু শক্ত থাকবে । সহ্যশক্তি এবং অসাধারণ শৈল্পিক দক্ষতা দেখতে পাওয়া যাবে । কলা বিভাগের বিষয় নিয়ে পড়াশোনা করুন । আপনার জীবনবোধ সমাজের সেবা করতে আপনাকে সাহায্য করবে । প্রেমের ক্ষেত্রে আজ বেশ জটিল দিল ৷ সঙ্গীর সঙ্গে মতপার্থক্য ও সম্পর্কে ফাটল না ধরতে পারে খেয়াল রাখবেন । সমস্যা সামলানোর সময় আপনাকে ইতিবাচক মনোভাব রাখতে হবে। আজকে আপনি আর্থিক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবেন ।

Etv Bharat Horoscope
তুলা

তুলা : আজ একটি অসাধারণ দিন ৷ আজ সাফল্য পাবেন ৷ আপনার একদম উপর মহলের কর্তা ব্যক্তিদের সঙ্গে জানাশোনা হবে ৷ তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন । অফিসে উপরওয়ালারা আপনাকে সমর্থন করবেন । মতপার্থক্য হতে পারে । আপনার পরিশ্রমের জন্য পুরস্কৃত হবেন বলে, আজকে আপনি আনন্দিত বোধ করবেন । আগে আপনি এত ভালো কাজ করেছেন বলে আপনার ওপরে আরোও গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হবে ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : জীবন আপনার সামনে যে চ্যালেঞ্জই নিয়ে আসুক না কেন তার মুখোমুখি হওয়ার জন্য আপনি প্রস্তুত । আপনার আত্মবিশ্বাস আপনাকে সকল বৈপরীত্যর সঙ্গে লড়াই করার শক্তি দেয় । আপনি যদি বিশাল বড় কোনও কাজ হাতে নেন তাতে আপনি সফল হবেন আজ । জীবনসঙ্গীকে আপনার ভালোবাসার বিষয়ে আশ্বস্ত করলে আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে । আপনার মানসিক স্থিতি খুবই বেশি। আজ আপনি কাজের জায়গাতেও ব্যস্ত থাকবেন ।

Etv Bharat Horoscope
ধনু

ধনু : আপনি যতটা ভেবেছিলেন দিনটি তার থেকেও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে । আপনি খুবই স্বাধীনচেতা ৷ ফলে অপ্রীতিকর আর্থিক বিষয়ে আপনার হাত বাধা পড়ে যাওয়াতে আপনি বিরক্ত বোধ করবেন । এটিও জীবনের অঙ্গ ৷ কাজেই যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করুন । কাজের জায়গায় চাহিদা থাকলেও, ভালোবাসার মানুষের সঙ্গে কাটানোর জন্য কিছুটা সময় বার করুন ।

Etv Bharat Horoscope for 10th July
মকর

মকর : আজকে আপনি খুবই চনমনে থাকবেন। প্রবল উদ্দীপনা থাকায় আপনি অনেক কাজ সম্পন্ন করে ফেলবেন ৷ চারদিকে আপনার উৎসাহ ছড়িয়ে দেবেন । এর ফলে আপনার কাজ নিয়ে খুবই সন্তুষ্টি হবে । ব্যক্তিগত ক্ষেত্রেও সবকিছুই ভালো এবং সুন্দর কাটবে ৷ উপভোগ্য কোনও সাংসারিক কাজ করার সম্ভাবনা আছে। মজাদার সান্ধ্যভোজ আপনার ও আপনার সঙ্গীর বন্ধনকে দৃঢ় করবে। সহকর্মীদের সঙ্গে আপনার ভাবনা চিন্তা ভাগ করে নেওয়ার প্রবণতা থাকবে । মিটিং খুবই সফল হবে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ : আজকে আপনার মাথায় অর্থ চিন্তা ঘুরবে । আপনি যদি আর্থিক বিষয়গুলি ঠিক ভাবে গোছাতে চান, তাহলে আজকে খুবই ভালো দিন। সন্ধ্যেবেলা সম্ভবত বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন । আপনি এও বুঝবেন যে আপনার বন্ধুরা আপনাকে কতটা মূল্য দেন ৷ এই কর্মব্যস্ত দিনে, আপনাকে একসঙ্গে নানা কাজ সামলাতে হবে । মানসিক চাপে ভুগতে পারেন।

Etv Bharat Horoscope
মীন

মীন : কর্মক্ষেত্রে আপনি নতুন নতুন কাজ করবেন। নতুন ব্যবসাযয়িক চুক্তি, মিটিং করা বা অন্যথায় ফোনের মাধ্যমে নেটওয়ার্কিং করার কাজে আপনি চাপা পড়ে যাবেন। আপনি যদি সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে তার মূল্য বাড়বে। বিক্রি করবেন কি করবেন না, তা আপনার সিদ্ধান্ত। যদি আজকে সেটি বিক্রি করেন, তাহলে আপনি প্রচুর মুনাফা করবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.