নয়াদিল্লি, 11 জুলাই: ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতির মামলায় ফের সোনিয়াকে গান্ধিকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ আগামী 21 জুলাই তাঁকে ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস সভানেত্রীকে(ED Summons Sonia Gandhi on National Herald Case) ৷
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগেও একাধিকবার সোনিয়াকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ গত 23 জুনও তাঁকে দিল্লির ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু সেসময় সদ্য কোভিড সংক্রমণ থেকে সেরে ওঠায় চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন সোনিয়া গান্ধিকে ৷ ফলে সেবার ইডি দফতরে যাননি তিনি ৷
আরও পড়ুন: 'কালী' মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত ছিল মহুয়ার, তোপ স্মৃতির
সূত্রের খবর, সেই সময় ইডি'কে চিঠি দিয়ে সোনিয়া জানিয়েছিলেন, হাজিরা দিতে তাঁর কমপক্ষে একমাস সময় লাগবে ৷ মনে করা হচ্ছে একমাস পর 21 জুলাই তাই ফের কংগ্রেস সভানেত্রীকে তলব করল এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ৷ তবে 23 জুনের আগে গত 8 জুনও সোনিয়াকে সমন পাঠিয়েছিল ইডি ৷ কিন্তু সেসময় কোভিডে আক্রান্ত হওয়ায় সোনিয়া ইডি দফতরে হাজিরা দিতে পারেননি ৷ ইতিমধ্যেই ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতির মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকেও কয়েক দফা জেরা করেছে ইডি ৷