ETV Bharat / bharat

জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার পুলওয়ামায় - জঙ্গি

জম্মু-কাশ্মীরে নির্বাচন নিয়ে ভাবনা-চিন্তা করছে মোদি-সরকার ৷ এদিকে ক'দিন আগে পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে পুলিশ আধিকারিক ফায়াজ আহমেদের সপরিবার মৃত্যুতে উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ গতকাল রাতে জঙ্গি দমনে নিরাপত্তাবাহিনী এনকাউন্টার চালায় ওই অঞ্চলে ৷ এখনও তল্লাশি চলছে ৷

জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার
জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার
author img

By

Published : Jul 2, 2021, 9:11 AM IST

পুলওয়ামা, 2 জুলাই : এসপিও ফায়াজ আহমেদের বাড়ি ঢুকে স্ত্রী-কন্যা-সহ তাঁকেও জঙ্গিরা খুন করে ৷ এই ঘটনায় কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে জম্মু-কাশ্মীরের সবক'টি রাজনৈতিক দল ৷ এর পর বৃহস্পতিবার মধ্যরাতে নিরাপত্তাবাহিনী আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে উত্তপ্ত হয়ে ওঠে পুলওয়ামার হানজান রাজপোরা এলাকা ৷

আরও পড়ুন : লাদাখ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য সেনাপ্রধানের

কাশ্মীরের জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের খতম করতে জম্মু-কাশ্মীরের পুলিশবাহিনী একটি বিশেষ অপারেশন চালাচ্ছে ৷ এই প্রসঙ্গে পুলিশের এক উচ্চাধিকারিক বলেন, "বিশ্বাসযোগ্য খবর পেয়ে সামরিক, পুলিশ আর সিআরপিএফ-এর একটি যৌথ বাহিনী হানজান গ্রামের রাজপুরা অঞ্চলটি ঘিরে ফেলেছে, সেখানে জঙ্গিদের তল্লাশি চলছে ৷" তিনি আরও জানান নিরাপত্তা বাহিনী পৌঁছানোর পর লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ নিরাপত্তা বাহিনীরাও পাল্টা গুলি চালায় ৷ এইভাবে কাল রাত থেকে এনকাউন্টার শুরু হয়েছে ৷

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে ৷ সূত্র অনুযায়ী, অনুমান যে ওই অঞ্চলে তিন-চার জন জঙ্গি আত্মগোপন করে আছে ৷

পুলওয়ামা, 2 জুলাই : এসপিও ফায়াজ আহমেদের বাড়ি ঢুকে স্ত্রী-কন্যা-সহ তাঁকেও জঙ্গিরা খুন করে ৷ এই ঘটনায় কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে জম্মু-কাশ্মীরের সবক'টি রাজনৈতিক দল ৷ এর পর বৃহস্পতিবার মধ্যরাতে নিরাপত্তাবাহিনী আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে উত্তপ্ত হয়ে ওঠে পুলওয়ামার হানজান রাজপোরা এলাকা ৷

আরও পড়ুন : লাদাখ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য সেনাপ্রধানের

কাশ্মীরের জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের খতম করতে জম্মু-কাশ্মীরের পুলিশবাহিনী একটি বিশেষ অপারেশন চালাচ্ছে ৷ এই প্রসঙ্গে পুলিশের এক উচ্চাধিকারিক বলেন, "বিশ্বাসযোগ্য খবর পেয়ে সামরিক, পুলিশ আর সিআরপিএফ-এর একটি যৌথ বাহিনী হানজান গ্রামের রাজপুরা অঞ্চলটি ঘিরে ফেলেছে, সেখানে জঙ্গিদের তল্লাশি চলছে ৷" তিনি আরও জানান নিরাপত্তা বাহিনী পৌঁছানোর পর লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ নিরাপত্তা বাহিনীরাও পাল্টা গুলি চালায় ৷ এইভাবে কাল রাত থেকে এনকাউন্টার শুরু হয়েছে ৷

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে ৷ সূত্র অনুযায়ী, অনুমান যে ওই অঞ্চলে তিন-চার জন জঙ্গি আত্মগোপন করে আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.