অমৃতসর, 20 জুলাই: অমৃতসরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত 2 দুষ্কৃতীর মৃত্যু হয়েছে ৷ মনে করা হচ্ছে এই দুষ্কৃতীরাই পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করেছিল (Punjab police suspects two of the gangster kiled Sidhu Moose Wala )! এদের একজনের নাম জগরূপ সিং রূপা ৷ অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ গুলির লড়াইয়ে মধ্যে পড়ে এক সাংবাদিকও আহত হয়েছেন বলে খবর ৷ অমৃতসরেরে কাছে ভাকনা জেলায় ঘটনাটি ঘটেছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ । স্থানীয় বাসিন্দাদেরও বাড়ির বাইরে বেরতে বারণ করেছে প্রশাসন ।
এদিকে দুদিন আগেই মৃত পঞ্জাবি গায়কের ম্যানেজার শগনপ্রিত সিংয়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে হরিয়ানা হাইকোর্ট । শিরমণি আকালি দলের তরুণ নেতা ভিকি মিদ্দুখেরার হত্যার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল ।
আরও পড়ুন: ‘অকাজের’ রাহুলের উচিত সংসদের কাজে বাধা না দেওয়া, কটাক্ষ বিজেপির
এরপরই অস্ট্রেলিয়ায় আত্মগোপন করেন সিধুর ম্যানেজার । সেখান থেকেই আইনজীবীর সাহায্যে আগাম জামিনের আবেদন জানান তিনি । তবে তা খারিজ হয়ে যায় । গায়কের খুনের সঙ্গে এই ঘটনার যোগাযোগ আছে বলে মনে করেন তদন্তকারীরা ৷ এরও কিছুদিন আগে সিধু মুসেওয়ালা হত্যার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোইকে গ্রেফতারের অনুমতি দেয় দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট । সে এখন অন্য মামলায় অভিযুক্ত হয়ে তিহার জেলে আছে । আদালতের নির্দেশ পাওয়ার পর পঞ্জাব পুলিশও তাকে গ্রেফতার করেছে । সিধুর মৃত্যুর পর তদন্তের শুরু থেকে লরেন্সকেই সন্দেহ করছে পঞ্জাব পুলিশ । তদন্তকারীদের অনুমান, আরও এক সঙ্গীর সঙ্গে পরিকল্পনা করে সিধুকে হত্যা করেছে লরেন্স । এবার সিধুর 'আতাতীয়দের' সঙ্গে গুলির লড়াই হল পুলিশের । তাতে প্রাণ গেল 2 'খুনির' ৷